সম্প্রতি ট্রান্সজেন্ডার নিয়ে নেতীবাচক মন্তব্য করে ও বইয়ের পাতা ছিঁড়ে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষক আসিফ মাহাতাব উৎস (Asif Mahtab Utsha)। এই ঘটনার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাকে দিয়ে ক্লাস করানো বন্ধ রেখেছেন বলে জানা যায়। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে বিস্তারিত…
সূচী:
আসিফ মাহাতাব উৎস
একনজরে আসিফ মাহাতাব উৎস:
পূর্ণ নাম (Full Name) | আসিফ মাহাতাব উৎস (Asif Mahtab Utsha) |
পিতা ( father name) | জানা যায়নি |
মাতা (mother name) | জানা যায়নি |
বৈবাহিক অবস্থা (Marrital Status) | জানা যায়নি |
উচ্চতা (height) | জানা যায়নি |
বয়স (age) | জানা যায়নি |
বাসস্থান (home) | বাড়ি নং-২, রোড-১০/এ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা |
পেশা (occupation) | শিক্ষক ও দার্শনিক |
জেলা (district) | জানা যায়নি |
থানা (thana) | জানা যায়নি |
গ্রাম (village) | জানা যায়নি |
ফেসবুক (Asif Mahtab Utsha facebook) | https://www.facebook.com/profile.php?id=100055436756697 |
লিংকডিন (Linkdin) | https://www.linkedin.com/in/asif-mahtab-126646158 |
ইমেইল (Email) | asif_mahtab@hotmail.com |
মোবাইল নং (Mobile Number) | +8801781877306 |
জাতীয়তা (nationality) | বাংলাদেশী |
শিক্ষাজীবন:
আসিফ মাহাতাব উৎস ২০১০ সালে “ও” লেভেল ও ২০১২ সালে “এ” লেভেল পাস করে ২০১৩ সালে ইংরেজী বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ২০১৭ সাল পর্যন্ত পড়াশুনা করে তিনি তার অনার্স কোর্স শেষ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব গ্লাসগোতে Master of Science in Analytical Philosophy বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হন ২০২৯ সালে। তিনি ২০২০ সালে তার মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে “Integration of Theism in Hobbes’s State of Nature,” বিষয়ে গবেষণা করেন।
ব্যক্তিগত জীবন:
আসিফ মাহাতাব উৎস এর ফেসবুক প্রোফাইল থেকে তিনি যে অবিবাহিত তা জানা যায়। তার পারিবারিক বিষয় সম্পর্কে তেমন কিছু জানা যায়না। তিনি একজন পাবলিক স্পিকার হিসেবে পরিচিত। তার ফেসবুক পেজে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন। ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধ বিষয়ে তাকে ফিলিস্তিনের পক্ষে মাইকে ভাষণ দিয়েছেন। তার ফেসবুক পেজ থেকে কোট –“ সলিমুল্লাহ খান প্রায়ই অভিযোগ করে যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্যালেস্টাইনের জন্য সমাবেশ করেনি। এটা ঠিক না।আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইজরায়েল সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা নেওয়ার দাবিতে সমাবেশ আয়োজন করতে সাহায্য করলাম।”
পেশাজীবন:
আসিফ মাহাতাব উৎস ২০১৮ সাল থেকে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে কাজ করা শুরু করেন। এরপর তিনি ২০১৯ সালে মাস্টারমাইন্ড স্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দর্শনের সহকারী প্রভাসক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
অর্জন:
মিউজিক থিওরিতে রয়্যাল স্কুল অফ মিউজিকের অ্যাসোসিয়েটেড বোর্ডের অধীনে ডিসকনঅন অর্জন করেছেন। এছাড়াও ২০১৫ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি মাস্কেরেড মেডলি বার্ষিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতার বিজয়ী হন।
বিতর্কের কারণ:
১৯ জানুয়ারী ২০২৪ ইং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল ঢাকা ও জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত জাতীয় সেমিনারে ৭ম শ্রেনীর পাঠ্যবইয়ে উল্লেখিত শরিফ শরিফা নামক একটি টান্সজেন্ডার বিষয়ক গল্পের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বই থেকে গল্পের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করেন এবং সবাইকে বই ছিঁড়ে প্রতিবাদ জানানোর আহবান জানিয়ে বিতর্কের জন্ম দেন।