More About shivdham। শিবধাম সম্পর্কে আরো কিছু বিষয়

এখানে শিবধাম (shivdham) সম্পর্কে সচরাচর কিছু জিজ্ঞাসিত বিষয় নীচে আলোচনা করা হল। আশা করি আপনাদের কাজে আসবে। আরো কিছু জিজ্ঞাসা থাকলে নীচে কমেন্টে জানাতে পারেন।

শিবধামে (shivdham) আসার পূর্বে করণীয়:

শিবধামে আসার পূর্বে, স্নান করে পরিস্কার হয়ে শুদ্ধ শরীরে এবং মনে আসতে পারবেন। ধামে যেতে প্রাথমিক হিসেবে, নিরামিষ খাওয়া উচিত। মনের চিন্তা দূর করে মহাদেবের কৃপা প্রাপ্তির জন্য মহাদেবের উপর বিশ্বাস করতে রাখতে হবে। ধামে আসার জন্য নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে এ্যাপয়েনমেন্ট নিয়ে আসতে হবে। এপয়েনমেন্ট ছাড়া কোনও ভক্ত ধামে সেবা পাবেন না।

এপয়েনমেন্ট পেলে, নির্দিষ্ট দিন এবং সময়ে ধামে পৌঁছাতে হবে। পৌঁছতে না পারলে, এটি ধামকে অবগত করতে হবে। ধামে আসার অভিজ্ঞান ভিডিও রেকর্ড করা হয় এবং প্রত্যেক ভক্তকে তাদের ভিডিও দেখতে বলা হয়। প্রত্যেক ভক্ত ভিডিও দানে বাধ্য থাকবে। তবে, যদি ভিডিওতে আপনার একান্ত ব্যক্তিগত কোনও আলাদা বিষয় থাকে, তবে তা ধামকে বলে ভিডিও থেকে কেটে বাদ দেওয়া যেতে পারে। অসুস্থ ও নিজে আসতে অক্ষম ব্যক্তিকে কারো সাথে আসতে হবে। তাও সম্ভব না হলে ধামকে আগে অবহিত করতে হবে। ধামে আসার পূর্বে অন্যের কথা শুনে কেউ অযথা উপাচার কিনবেন না। ধামে পৌঁছার পর, ধাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারা কোন কিছু বললে তারপর কিনতে পারবেন।

যারা শিবধাম এ আসতে পারছেননা তাদের করণীয়:

shiv dham kolkata
shivdham ছবি

যারা বিভিন্ন কারণে শিবধামে যেতে পারছেন না, তারা উপর থেকে শিবধামের ছবি নামিয়ে প্রিন্ট করে লেমিনেট করে নিন এবং বাড়িতে নিয়ম মেনে স্থাপন করুন। প্রতিদিন পূজা অর্চনা এবং মানসিক জপ করুন। পূজার মাধ্যমে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে আপনার মনের কথা বলুন এবং তার ধামে আসার জন্য এপয়েনমেন্ট করতে প্রার্থনা করুন।

শিবধামের সেবা ধামে না এসেও পাওয়া যায়। শিবধাম তেলপড়া ও জল পড়া দেবার মাধ্যেমে দুর থেকেই ভক্তদের সেবা করেন। তাই মন থেকে বিশ্বাস করে নিয়ম মেনে ছবি প্রতিষ্ঠা করুন। নিয়ম জানুন এখান থেকে। তারপর পুজোয় বসে মহাদেব এর সামনে একটি বোতলে জল রাখুন, ও সরিষার তেলে কপূর দিয়ে সেটাও রাখুন। এসময় বোতলের ছিপি হালকা ফাঁক করে রাখুন। তারপর নিয়ম বিধি মেনে পূজা করে বাবাকে তেল ও জল এস পড়ে দিতে বলুন। আপনি যদি কোন পূজা অর্চণা না জানেন, কোন মন্ত্র না জানেন তবুও শুধু মনের ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাকে ডাকুন, তার কাছে আপনার সব খুলে বলুন, ক্ষমা চান। আপনি চাইলে নীচে থেকে মহাদেব এর মন্ত্রগুলো শিখে নিতে পারেন।

এরপর প্রার্থনা করে মনে মনে শিবধাম মহামন্ত্র “ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওম” মন্ত্রটি ১০৮ বার জপ করুন। দিনের মধ্যে আরো বিভিন্ন সময়ে শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ শরীরে,মনে এই মহামন্ত্রটি জপ করুন। আপনি চাইলে এই মন্ত্রটি সন্ধা ০৬-০৭ টার মধ্যে চালিয়ে রাখতে পারেন। এতে অধিক ফল লাভ করবেন। সর্বপরী নিজেকে মহাদেব এর কাছে সমর্পণ করুন। তিনি নিশ্চই আপনার সহায় হবেন।

মহাদেব এর মন্ত্রসমূহ (Mantra) কি কি:

শিবধাম মহামন্ত্র (mantra):

ওঁ নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওঁ

ষড় অক্ষর জপ মন্ত্র:

ওঁ নমঃ শিবায় ॥

পঞ্চ অক্ষর জপ মন্ত্র:

নমঃ শিবায় ॥

প্রণাম মন্ত্র:

ওঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে
নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম্ ॥

গায়ত্রী মন্ত্র:

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ ॥

রুদ্র মন্ত্র:

ওঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ ॥

সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র:

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পতিবেদনম্।
উর্বারুকমিব বন্ধনাদিতো মুক্ষীয় মামুতঃ॥

স্নান মন্ত্র:

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥

ধ্যান মন্ত্র:

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্॥
পদ্মাসীনং সমন্তাত্‍ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং।
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্॥

শিবধাম কোলকাতা এর ঠিকানা কি ?

135/5 Seth Bagan Road, Dumdum, Kolkata:- 700030 (Near Seth Bagan Adarsha Vidyamandir High School) Dumdum Junction, Kolkata, West Bengal.. 135/5, শেঠ বাগান রোড, দম দম কলকাতা – 700030। (শেঠ বাগান আদারয়া বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের কাছে) পশ্চিমবঙ্গ দম দম জংশন কলকাতা।

2 thoughts on “More About shivdham। শিবধাম সম্পর্কে আরো কিছু বিষয়”

    • আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। শিবধামের ইউটিউব পেজ ফলো করুন।

      Reply

Leave a Comment