whoisviralbd.com এর About পেজে আপনাকে স্বাগতম

আমি পিয়াস কুমার একজন গায়ক, বিষয়বস্তু নির্মাতা, ব্লগার এবং ফ্রিল্যান্সার। বর্তমানে ইন্টারনেটের যুগে, কেউ বা কিছু সবসময় ভাইরাল হচ্ছে। যাইহোক, সেই ব্যক্তি বা বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সবসময় ইন্টারনেটে পাওয়া যায় না। বিশেষ করে পাওয়া যায় কিন্তু অন্যান্য ভাষায় পাওয়া যায় যা বাংলা ভাষাভাষীদের জন্য পড়া একটু কঠিন। যদিও অনেক বাঙালি এখন বেশ ভালো ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় দক্ষ। তবুও মাতৃভাষায় পড়াশুনা করা আরেকটি স্বস্তির বিষয়।whoisviralbd.com এর যাত্রা শুরু এখান থেকেই । আমার উদ্দেশ্য দেশ ও বিদেশের ভাইরাল বিষয়/ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরা। যাতে কম সময়ে বাংলা ভাষায় সঠিক ও বিস্তারিত তথ্য সহজেই পেতে পারেন। আমার ওয়েবসাইট সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার ব্লগ পোস্টের কমেন্ট বক্সে বা আমার Contact পাতায় জানাতে পারেন। আমি আপনার মূল্যবান মতামতকে সবসময় স্বাগত জানাই।

ধন্যবাদ।​