শিবধাম কোলকাতা মূলত দেব আদি দেব মহাদেব/শিব এর একটি মন্দির/ধাম যা কোলকাতার দমদমে অবস্থিত। যার গুগোল ম্যাপ লিংক https://g.co/kgs/2Qzz6u, Dum Dum, India, 700030
সারা ভারতবর্ষের অনেক স্থানে রয়েছে শিবধাম। যার মধ্যে কেদার নাথ অন্যতম। কিন্তু সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। বিশেষত বাংলার মানুষের সেভাবে কেদার নাথে গিয়ে মহাদেবের কৃপা লাভ সম্ভব হয় না। সেজন্য এবারে বোধয় স্বয়ং মহাদেব বাংলার মানুষের দুঃখ ঘুচাতে নিজেই এলেন বাংলায়। কোলকাতায় গুরুদেব সৌরভ পিরানন্দম মহারাজের মাধ্যমে শিবধাম প্রতিষ্ঠা পেল কোলকাতার দমদমে (shiv dham kolkata)। বিনামূল্যে ও কম সময়ে মানুষ ভুত-প্রেত ঘটিত নানান সমস্যার সমাধানসহ নিজের ও পরিবারের আয় উন্নতি, সন্তানাদি, বাস্তুদোষ প্রভৃতি বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন এবং বাবা ভোলানাথের কৃপা লাভ করছেন। মানুষ ভক্তি মার্গে ফিরছেন ও মনের অজানা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন সেখানে। চলুন জেনে নিই শিবধাম সম্পর্কে..
সূচী:
শিবধামের মন্দির প্রতিষ্ঠার জন্য সহায়তা করুন:
আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বাঁকুড়ায় শিবধামের মন্দির এবং সেবাশ্রম নির্মাণ প্রকল্পের কাজ হচ্ছে, আর শুধু বাঁকুড়ায় নয়, বাঁকুড়া ছাড়া বীরভূমেও এই মন্দির তৈরীর কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আরও অন্যান্য জায়গাতেও এই মন্দির তৈরী হতে চলেছে…আপনারা চাইলে এই নির্মাণ প্রকল্পের উদ্দেশ্যে যে যেমন পারবেন সরাসরি দান করতে পারেন এবং শিবধামের এই মহৎ কাজে আপনারাও পাশে থাকতে পারেন….Shiv Dhaam Shree Gurupirananda Trust Indian Bank ( Kolkata South City) Account No – 7561446069 CIF – 30004894783 IFSC – IDIB000K775 Branch Code – 05714👉 UPI ID:- shivdhaam@indianbnk 👉 নীচে দেওয়া QR Code Scan করে পেমেন্ট করুন..কি এই শিবধাম (What is bhoot mukti kendra shiv dhaam):
শিব ধাম এই শব্দের মাধ্যমেই বোঝা যায় এটি হল দেব আদি দেব মহাদেব এর মন্দির। যেখানে মহাদেবের আরাধনা, পূজা অর্চনা করা হয়। শুধু তাই নয় এখানে মহাদেব তার ভক্তদের সরাসরি কৃপা করেন। ভারতজুড়ে অনেক স্থানে মহাদেব এর এমন অনেক জাগ্রত মন্দির বা ধাম রয়েছে। যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণের আশায়, বিভিন্ন সমস্যার সমাধান পেতে যেয়ে থাকেন। সেখানে তারা মানত করেন, পূজা দেন এবং নিজের ও পরিবারের মঙ্গল কামনা করে থাকেন। ধাম এমন একটি বিশেষ মন্দির যেখানে একজন বিশেষ দেবতা জাগ্রতভাবে বিরাজ করেন এবং তিনি সরাসরি তার পিড়ীত ভক্তদের কৃপা করেন, তাদের সমস্যার সমাধান করেন, তাদের ভক্তি মার্গ প্রদর্শন করেন।
আমার গাওয়া কিছু সুন্দর গান শুনতে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে…
একনজরে শিবধাম (shiv dham kolkata at a glance):
শিব ধামের গুরুদেব | গুরুদেব সৌরভ পীরানন্দম মহারাজ |
শিব ধামের ঠিকানা | 135/5 Seth Bagan Road, Dumdum, Kolkata:- 700030 (Near Seth Bagan Adarsha Vidyamandir High School) Dumdum Junction, Kolkata, West Bengal.. |
শিব ধামের গুগোল ম্যাপ লিংক | https://g.co/kgs/2Qzz6u, Dum Dum, India, 700030 |
শিব ধামের ফেসবুক লিংক | https://www.facebook.com/bhootmuktikendrashivdhaam?mibextid=ZbWKwL |
শিব ধামের ইউটিউব লিংক | https://www.youtube.com/@bhootpretjinnjinnatgurupir8651 |
শিব ধাম মন্ত্র | ওঁম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওঁম |
ওয়েবসাইট | https://bhootmuktikendrashivdhaam.com |
শিবধাম কোলকাতার গুরুদেব (Gurudev of Shivdham Kolkata):
দেব আদি দেব মহাদেব যার মাধ্যমে বাংলায় প্রতিষ্ঠিত ও অধিষ্ঠিত হয়েছেন তার নাম গুরুদেব সৌরভ পীরানন্দম মহারাজ।
কোলকাতার কোথায় শিবধাম রয়েছে (Where is shiv dham kolkata):
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতার প্রাণকেন্দ্র দমদমে অবস্থিত শিব ধাম। ঠিকানা-135/5, শেঠ বাগান রোড, দম দম কলকাতা – 700030। (শেঠ বাগান আদারয়া বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের কাছে) পশ্চিমবঙ্গ দম দম জংশন কলকাতা। https://g.co/kgs/2Qzz6u, Dum Dum, India, 700030 এই ঠিকানা গুগোল ম্যাপে বসিয়ে একদম সোজাসুজি শিবধামে চলে যাওয়া যাবে।
শিবধাম কোলকাতায় কিভাবে যাবেন (How to get to shiv dham kolkata):
শিব ধাম দমদম কোলকাতায় বিভিন্ন ভাবে যাওয়া যায়। আপনার যদি নিজস্ব পরিবহণ যেমন: মোটরসাইকেল, চার চাকার গাড়ী থাকে তাহলে সেগুলো নিয়ে বা বিভিন্ন রাইড শেয়ারিং গাড়ি নিয়ে গুগোল ম্যাপে-“135/5, শেঠ বাগান রোড, দম দম কলকাতা – 700030। (শেঠ বাগান আদারয়া বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের কাছে) পশ্চিমবঙ্গ দম দম জংশন কলকাতা” এই ঠিকানা বসিয়ে লোকেশন ট্র্যাক সোজা করে চলে আসতে পারেন শিবধামে। এছাড়া যারা গণপরিবহণে আসবেন তারা বাস, ট্রেন প্রভৃতি করে উপরোক্ত লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারেন। এক্ষেত্রে আপনারা আরো ভাল ভাবে বোঝার জন্য এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভালভাবে চিনে যাবেন।
শিবধাম কোলকাতার সেবা প্রদানের দিন (Shiva Dham Kolkata Service Day):
প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার শিবধাম খোলা থাকে বলে ইউটিউব চ্যানেল থেকে জানা যায়। যারা দুর থেকে শিবধামে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করে এ্যাপয়েনমেন্ট নিয়ে আসুন। আর যেকোন আপডেট জানতে নীচে দেওয়া শিবধাম এর আসল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। মাঝে মাঝে বিভিন্ন কারণে অনির্দিষ্ট কালের জন্য শিবধাম বন্ধ থাকে। তাই অবশ্যই সঠিক তথ্য জেনে ধামে আসুন।
আরো পড়ুন:
- তাপসী তাবাসসুম উর্মি । tapashee tabassum urmi । কে ? রাজনৈতিক পরিচয়? ঠিকানা? মোবাইল নং ? ইমেইল ?
- রবীন্দ্রনাথ বাংলাদেশ নিয়ে কিভাবে জাতীয় সঙ্গীত লিখলেন? জাতীয় সঙ্গীতের মা শব্দটি কালী/দূর্গা কিনা? How did Rabindranath write the national anthem of Bangladesh? Is the word maa means Kali/Durga of the national anthem?
- কি মোবাইল কিনবো ? 2024 সালে মোবাইল কেনার আগে যা জানা দরকার ?
- ল্যাপটপে বাংলা লেখার নিয়ম । বিজয় ও অভ্র ইন্সটল ছাড়াই । Technique for writing Bangla on laptop without install bijoy52 and Avro
- ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয়? How to use a laptop 2024 ?
যারা শিবধাম কোলকাতায় আসতে পারছেন না তারা কি করবেন (What should those do who are unable to come to Shiv dham Kolkata):
যারা বিভিন্ন পারিবারিক, ব্যক্তিগত, শারীরিক, আর্থিক বা অন্য যেকোন কারণে শিবধাম কোলকাতায় আসতে পারছেন না তারা নীচের শিবধাম এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সেখানে দেওয়া ভিডিওগুলো দেখুন। শিবধামের ফেসবুক পেজ এ শিবধামের ছবি রয়েছে সেটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিয়ম মেনে বাড়িতে প্রতিষ্ঠা করুন, প্রতিদিন পূজা অর্চণা করুন ও মানসিক জপ করুন। পূজার মাধ্যমে দেব আদি দেব মহাদেব কে আপনার মনের কথা বলুন এবং তার ধামে আসার এ্যাপয়েনমেন্টের জন্য প্রার্থনা করুন।
শিবধাম কোলকাতা মন্ত্র (Shiva Dham Kolkata Mantra):
ওঁম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওঁম
শিবধাম কোলকাতার ফেসবুক পেজ (Facebook Page of Shivdham Kolkata):
সম্প্রতি শিব ধাম কোলকাতা নামে নানা ফেসবুক পেজ তৈরী হয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে মূল পেজ ফলো করে তথ্য জেনে ধামে আসুন। শিবধাম কোলকাতার আসল পেজ এর নাম Devotees Of Bhoot Mukti Kendra Shiv Dhaam
শিবধাম কোলকাতার ইউটিউব চ্যানেল (YouTube channel of Shivdham Kolkata):
সম্প্রতি শিব ধাম কোলকাতা নামে নানা ইউটিউব পেজ তৈরী হয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে মূল চ্যানেল ফলো করে তথ্য জেনে ধামে আসুন। শিবধাম কোলকাতার আসল ইউটিউব চ্যানেলের নাম Bhoot Pret Jinn Jinnat GuruPir
শিবধাম কোলকাতার যোগাযোগ নম্বর (Shivdham Kolkata Contact No):
শিব ধাম কোলকাতার কয়েকটি যোগাযোগ নম্বর রয়েছে। তবে সকল নম্বরে শুধু মাত্র হোয়াটসএ্যাপ নম্বরে মেসেজ করে এ্যাপয়েনমেন্ট পাওয়া যায়। সরাসরি কল করা নিষেধ। দয়া করে সরাসরি কল করবেন না। যারা নতুন ভক্ত তারা +8583912555 আর যারা পুরাতন ভক্ত +918582812555 নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। মনে রাখবেন অবশ্যই এ্যাপয়েনমেন্ট নিয়ে ধামে আসতে হবে নতুবা সেবা পাওয়া যায়না।
শিবধাম কোলকাতায় আসার আগে (Before come to Shiv dham Kolkata):
শিবধামে আসার আগে স্নান সেরে পরিস্কার কাপড় পরে শুদ্ধ শরীরে ও মনে ধামে আসুন। ধামে আসার আগে নিরামিষ খেয়ে আসুন। মনের সকল প্রকার চিন্তা দুর করে মহাদেবের কৃপা লাভ করবেন এটা ভাবতে ভাবতে, মহাদেব এর উপর ভরসা করে আসবেন। অবশ্যই ধামে আসার আগে উপরোক্ত যোগাযোগ নম্বরে কল বা মেসেজ করে এ্যাপয়েনমেন্ট নিয়ে আসবেন। এ্যাপয়েনমেন্ট ছাড়া কোন ভক্ত ধামের সেবা পাবেন না। ধামে আসার এ্যাপয়েনমেন্ট পেলে অবশ্যই নির্দিষ্ট দিনে ও সময়ে ধামে চলে আসতে হবে। আসতে না পারলে তা আবার ধামকে অবগত করতে হবে। ধামে আসা সকল ভক্তের ভিডিও ধারণ করা হয়। প্রত্যেক ভক্ত সেই ভিডিও প্রদানে বাধ্য থাকবেন। তবে আপনার ব্যক্তিগত কোন বিষয় থাকলে সেটা ধামে অবগত করতে হবে সেটি ধাম থেকে ভিডিও এডিট করে বাদ রাখা হয়। যিনি অসুস্থ বা সেবাপ্রার্থী তিনি নিজে আসলে সবথেকে বেশি উপকার পাবেন। যিনি কোন বিশেষ কারণে আসতে পারছেন না তিনি ধামের নম্বরে যোগাযোগ করে অন্যমাধ্যমেও কৃপা লাভ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ধাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে হবে। ধামে আসার আগে অন্যের কথা শুনে কেও অযথা কোন উপাচার কিনবেন না। ধামে এসে ধাম কর্তৃপক্ষের কাছ থেকে জেনে তারপর কিনবেন।
বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠার নিয়ম (Rules for establishing images of Shiva Dham at home):
এই ফটোগুলোর মধ্যে যেকোনো একটা অথবা দুটোই লেমিনেশন করে সোমবার অথবা শুক্রবার প্রতিষ্ঠা করবেন। গোলাপজল গঙ্গা জল দিয়ে শোধন করে ফটোটা ঠাকুরের সিংহাসনে বাবা মহাদেবের পাশে রাখবেন। ফুলমালা দেবেন, মিষ্টান্ন ভোগ দেবেন, তিনটি করে ধূপকাঠি শিবধামের উদ্দেশ্যে জালাবেন। দ্বীপ জ্বালাবেন এবং আপনার প্রার্থনা মনে মনে বাবাকে বলবেন। তারপর এই মহামন্ত্রটি জপ করবেন “ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নামঃ ওম”। কমপক্ষে ১০৮ বার, এছাড়া আপনি যত বেশি সম্ভব জব করতে পারেন। সকালে করবেন একবার, সন্ধ্যাবেলা ০৬ থেকে ০৭ টার মধ্যে আরো একবার করবেন। আর রাতে শুধু জপ করবেন। ওটা বিছানায় বসে করলেও হবে। মানসিক জপ করবেন মনে মনে। আর যেদিন প্রতিষ্ঠা করবেন সেদিন শুধুমাত্র নিরামিষ খাবেন। ছবিগুলোর উপরে মাউস রেখে ডান বাটন চেপে সেভ করে নেওয়া যাবে। ফোন থেকে হলে ছবির উপরে টাচ করে ধরে রেখে সেভ করে নিন। আরো ভালভাবে বুঝতে এই ভিডিওটি দেখে নিন।
ভুত মুক্তি কেন্দ্র শিবধাম ফটো (bhoot mukti kendra shiv dhaam photos):
শিবধাম প্রার্থনা:
হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ,
হে আদিগুরু দেবাদিদেব, হে কলিযুগের রাজা,
আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন,
আমাদের প্রার্থনা শুনুন, হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন।
হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ,
আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে,
আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব,
আমরা আসতে থাকব,
কিন্তু আমাদের প্রার্থনা শুনুন,
আমাদের প্রার্থনা শুনুন,
আমাদের প্রার্থনা শুনুন।
ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওম
ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওম
ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওম
শিবধাম গায়িত্রী মন্ত্র:
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ ॥
উপসংহার:
বাংলায় শিবধাম প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ ভক্তের সেবা প্রাপ্তির ব্যবস্থা করার জন্য গুরুদেব শ্রী সৌরভ পীরানন্দম মহারাজ কে সর্বোপরী দেব আদি দেব মহাদেব এর চরণ কমলে শতকোটি প্রণাম ও কৃতজ্ঞতা।
প্রশ্ন-শিব ধাম কোলকাতার ঠিকানা ?
উত্তর- 135/5, শেঠ বাগান রোড, দম দম কলকাতা – 700030। (শেঠ বাগান আদারয়া বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের কাছে) পশ্চিমবঙ্গ দম দম জংশন কলকাতা। (135/5 Seth Bagan Road, Dumdum, Kolkata:- 700030 (Near Seth Bagan Adarsha Vidyamandir High School) Dumdum Junction, Kolkata, West Bengal)
প্রশ্ন- শিব ধাম কোলকাতার গুগোল ম্যাপ লিংক?
উত্তর- https://g.co/kgs/2Qzz6u, Dum Dum, India, 700030
প্রশ্ন- শিব ধাম কোলকাতার মন্ত্র ?
উত্তর- ওঁম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওঁম
প্রশ্ন- শিবধামের ছবি ?
উত্তর- উপরে দেখে নিন।
প্রশ্ন- শিব ধামের ছবি প্রতিষ্ঠার নিয়ম ?
উত্তর- উপরে দেখে নিন।
Baba ami nanan samossay jarjorito. February mase ami babar photo sthapito korechi abong swaroop da o Gorab er kache what’s app e massage korechi. Ami Srabon mas theke 16Sombar kora suru korechi. Please amake apnar charone sthan din. Om Namho Shivay Soktirupe Gurupiranandmo Namho Om ☘️☘️☘️🙏🏻🙏🏻🙏🏻.
মাধুরী সাহা। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ধামের এ্যাপয়েনমেন্ট পেতে ভয়েস মেসেজ করুন। খুব ভাল কথা আপনি ছবি প্রতিষ্ঠা করেছেন এবং ষোলো সোমবার শুরু করেছেন। এর সাথে বাবাকে একমনে মানসিক জপ করুন। শুধু পূজার সময় নয়, পূজা বাদেও অন্য সময় আলাদা ভাবে তাঁকে ডাকুন। বাবা আপনার ডাক নিশ্চই শুনবেন। বাবা পরম দয়ালু। ঘাবড়াবেন না। তাড়াহুড়ো করবেন না। যেকোন সমস্যায় একমনে তাকে ডাকুন এবং ভরসা করুন। দেখবেন ঠিক ফল পাবেন। বাবা আপনার সহায় হউন। ওম নম: শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম: ওম।
I want an appointment but the numbers which are given on the screen are not giving any response
Hello Dear,
You will never get an appointment normally. I mean, maybe You knocked and said You needs an appointment, they gave it, but that’s not the case. First you have to establish the image of Shivdham according to the rules with devotion. Chant regularly and tell your problems to Lord Shiva and keep trying for appointments. By Lord Shiva’s grace you will definitely get an appointment. But regular devotional chanting can solve your problem without going to Shivdham. I hope you understand.
thank you
Nirupam Kumar Dey
Village & Post Office- Karanda,
Sub Divìsion- Kalna,
Pin Code- 713422
Nirupam Kumar Dey আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ধামের এ্যাপয়েনমেন্ট পেতে ভয়েস মেসেজ করুন। খুব ভাল কথা আপনি ছবি প্রতিষ্ঠা করেছেন এবং ষোলো সোমবার শুরু করেছেন। এর সাথে বাবাকে একমনে মানসিক জপ করুন। শুধু পূজার সময় নয়, পূজা বাদেও অন্য সময় আলাদা ভাবে তাঁকে ডাকুন। বাবা আপনার ডাক নিশ্চই শুনবেন। বাবা পরম দয়ালু। ঘাবড়াবেন না। তাড়াহুড়ো করবেন না। যেকোন সমস্যায় একমনে তাকে ডাকুন এবং ভরসা করুন। দেখবেন ঠিক ফল পাবেন। বাবা আপনার সহায় হউন। ওম নম: শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম: ওম।
I am trying to get an appointment at Kolkata shib dham.But not getting any response from them . It’s really urgent for me.. My current situation is very critical.. Can you please reply..
আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ধামের এ্যাপয়েনমেন্ট পেতে ভয়েস মেসেজ করুন। বাবাকে একমনে মানসিক জপ করুন। শুধু পূজার সময় নয়, পূজা বাদেও অন্য সময় আলাদা ভাবে তাঁকে ডাকুন। বাবা আপনার ডাক নিশ্চই শুনবেন। বাবা পরম দয়ালু। ঘাবড়াবেন না। তাড়াহুড়ো করবেন না। যেকোন সমস্যায় একমনে তাকে ডাকুন এবং ভরসা করুন। দেখবেন ঠিক ফল পাবেন। বাবা আপনার সহায় হউন। ওম নম: শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম: ওম।
Please tell me the mantra and photography to get an appointment
Please give me the mantra and photography and what’s app number.to get an appointment.
Go to This Site to get All The Informations about Shivdhaam. Link- https://bhootmuktikendrashivdhaam.com
Go to This Site to get All The Informations about Shivdhaam. Link- https://bhootmuktikendrashivdhaam.com