সম্প্রতি ১৩ জানুয়ারী ২০২৪ ইং তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকার হয়ে চাকরি না পেয়ে সংবাদ সম্মেলন করে নিজের মেধায় অর্জিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও মূল সনদপত্র ফেরত দিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের সাবেক অনুষদ সেরা ছাত্র মো: নুরুল হুদা। চলুন তার বিষয়ে জেনে নিই…
সূচী
একনজরে এ্যাডভোকেট নুরুল হুদা
পূর্ণ নাম (Full Name) | মো: নুরুল হুদা |
পিতা ( father name) | মৃত: আহর উদ্দীন |
মাতা (mother name) | জানা যায়নি |
বৈবাহিক অবস্থা (Marrital Status) | বিবাহিত |
উচ্চতা (height) | ৫ ফুট ৬ ইঞ্চি |
বয়স (age) | ৩৩ বছর |
বাসস্থান (home) | লালমনিরহাট |
পেশা (occupation) | আইনজীবি |
জেলা (district) | লালমনিরহাট |
থানা (thana) | জানা যায়নি |
গ্রাম (village) | জানা যায়নি |
ফেসবুক (Asif Mahtab Utsha facebook) | জানা যায়নি |
লিংকডিন (Linkdin) | https://www.linkedin.com/in/m-nurul-huda-a 12b231a7/?originalSubdomain=bd |
ইমেইল (Email) | জানা যায়নি |
মোবাইল নং (Mobile Number) | জানা যায়নি |
জাতীয়তা (nationality) | বাংলাদেশী |
শিক্ষাজীবন
মো: নুরুল হুদা (Nurul Huda) লালমনিরহাট জেলার বাসিন্দা। সেখান থেকেই তিনি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশুনা শেষ করেন। তিনি ২০০৮ সালে মাধ্যমিকে জিপিএ ৫ ও ২০১০ সালে উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে কৃতিত্বের সাথে ২০১০-২০১১ সেশনে ভর্তি হন। এরপরও তিনি মেধার স্বাক্ষর রেখে চলেন অবিরাম। তিনি ২০১৭ সালে তার নিজ অনুষদের সবথেকে বেশি নম্বর পেয়ে অনুষদ সেরা হিসেবে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন।
কর্মজীবন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে যোগদান করার সুযোগ না পেলেও বর্তমানে তিনি বাংলাদেশ মহামাণ্য সুপ্রীম কোর্টের আইনজীবি হিসেবে ২০১৮ পরবতী সময় থেকে এখন পর্যন্ত কর্মরত আছেন।
অর্জন
এস এস সি | জিপিএ ৫ |
এইচ এস সি | জিপিএ ৫ |
বিএ এল এল বি | ৩.৬৫৪ |
এমএ এল এল বি | ৩.৬০৭ |
বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক | ২০১৭ |
প্রধানমন্ত্রী স্বর্ণপদক | ২০১৮ |
কেন তিনি পদক ফেরত দিলেন ?
পদক মানে সম্মান। কাওকে পদক ও সার্টিফিকেট দেওয়ার মানে হল তাকে মেধাবী বা বিশেষ যোগ্য বলে বিবেচিত করা। একজন অনুষদ সেরা হিসেবে স্বর্ণপদকপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীপদক প্রাপ্ত ব্যক্তি আর দশ জনের থেকে অবশ্যই আলাদা। তার যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই। এত যোগ্যতা থাকা স্বর্তেও যখন নিয়োগের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার না দিয়ে নিয়োগের বিনিময়ে তার থেকে অর্থ দাবী করা হয় তখন স্বভাবতই একজনের তার জীবনের এসব সাফল্য নিয়ে সন্দেহ জাগবে। মনে হবে সবকিছু মূল্যহীন। তার এতদিনের সব পরিশ্রম বৃথা। ঠিক এরকমের মনস্তাত্বিক অবস্থার শিকার হন নুরুল হুদা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় একপর্যায়ে তিনি বলেন “আমার এগুলোকে পুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে, এগুলো দিয়ে আমাকে সম্মানিত নয়, অপমানিত করা হয়েছে”। তাই তিনি তার অর্জিত বিশ্ববিদ্যালয় হতে প্রদানকৃত সকল পদক ও সনদ ফিরিয়ে দেন।
প্রশ্ন: নুরুল হুদার পেশা কি ?
উত্তর: আইনজীবি
প্রশ্ন: নুরুল হুদার বাড়ি কোথায় ?
উত্তর: লালমনিরহাট জেলা
প্রশ্ন: নুরুল হুদার পিতার নাম কি ?
উত্তর: মৃত: আহর উদ্দীন
প্রশ্ন: নুরুল হুদা কি কি পদক পান ?
উত্তর: ২০১৭ সালে অনুষদ সেরা হিসেবে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক