রাধাপদ রায় হলেন একজন চারণ কবি। একজন কবি ও চারণ কবির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। চলুন জেনে নিই চারণ কবি ও শুধু কবির মধ্যে পার্থক্য ও কবি রাধাপদ রায় (Radhapada Roy) সম্পর্কে বিস্তারিত..
সূচী:
চারণ কবির অর্থ (Charan poet means):
চারণ কবি তাদের বলা হয় যারা স্বাধীনতা আন্দোলনের সময় পথে পথে আন্দোলন বিষয়ে স্বরচিত কবিতা পাঠ করে, গান গেয়ে ও অভিনয় করে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণা জুগিয়েছেন। বাংলা ব্যাকরণে চারণ শব্দের অর্থ স্তুতি পাঠক। একজন প্রচলিত কবি ও চারণ কবির মধ্যে মূল পার্থক্য হল একজন চারণ কবি অন্যান্য কবির মত কোন একখানে স্থির হয়ে শুধু কবিতা লিখেই সময় ব্যয় করেন না। তিনি পথে পথে ঘুরে বেড়ান, তাঁর নিজের কবিতাতে নিজেই সুরারোপ করে গান তৈরী করেন এবং তা নিজেই মানুষের মাঝে গেয়ে শোনান। এই মাধ্যমেই তিনি অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। একজন চারণ কবির কবিতা বা গানের মূল বিষয়বস্তু সমাজের বিভিন্ন অসঙ্গতি, ধর্মীয় গোঁড়ামি, আধ্যাত্মিকতা ইত্যাদি। সেরকমই একজন কবি হলেন চারণ কবি রাধাপদ রায় (Radhapada Roy)।
একনজরে চারণ কবি রাধাপদ রায় (Charan poet Radhapada Roy at a glance):
পূর্ণ নাম (Full Name) | রাধাপদ রায় (Radhapada Roy) |
বয়স (Age) | ৮৩ বছর |
পেশা (Occupation) | কবি/চারণ কবি/স্বভাব কবি |
ঠিকানা (Address) | গ্রাম: গোডারাপাড় বটতলা, ইউনিট: ভিতরবান্দা, উপজেলা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম |
জন্ম (Birth) | ১৯৪০ সাল |
স্ত্রী (Wife) | মিনতি রানী |
সন্তান (Children’s) | ০৬ টি (০৩ টি ছেলে ও ০৩ টি মেয়ে) |
বড় ছেলের নাম (Elder Son) | যুগল রায় |
জাতীয়তা (Nationality) | বাংলাদেশী |
কবিতা সংখ্যা (Number of Poems) | ৮০ এর অধিক |
আলোচিত কবিতা (Viral Poem) | কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা |
কবিতা সংখ্যা (Number Of Poems) | কবির লেখা কবিতা সংখ্যা প্রায় ৮০ টির বেশি। যা মুখে মুখে প্রচলিত। |
- তাইজুল ইসলাম: একজন প্রতিভাবান বাংলাদেশী ক্রিকেটার
- ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু: হিন্দু জাগরণ ও আধ্যাত্মিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
- ঢামেকের ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা: এক চাঞ্চল্যকর ঘটনা । papia akter sorna 2024
- বৈভব সূর্যবংশী: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা । Vaibhav Suryavanshi Rising star of Indian cricket
- নিঝুম মজুমদার-হারপিক মজুমদার কে ? কেন তাকে এই নামে ডাকা হয় ? Why is Nijhoom Majumder called Harpik Majumdar 2024?
রাধাপদ রায়ের পরিবার (Family of Radhapada Roy):
চারণ কবি রাধাপদ রায় মোট ০৬ (ছয়) সন্তানেন জনক। তার স্ত্রীর নাম মিনতি রায়। বড় ছেলের নাম যুগল রায়। এ ব্যতীত কবির আরো ০২ টি পুত্র সন্তান ও ০৩ টি কন্যা সন্তান রয়েছে। ০৩ ছেলে আলাদা সংসার পেতেছেন। ০৩ মেয়ের বিয়ে হয়েছে। তবে ছোট মেয়ে অঞ্জলী রানী স্বামীকে হারিয়ে ০২ সন্তান নিয়ে কবির সংসারে এসে রয়েছেন। বর্তমানে মোট ০৫জনের সংসার চালাতে বৃদ্ধ কবি রাধাপদ রায় এর হিমসিম খেতে হয়। এলাকার বিভিন্ন উৎসবে তিনি কবিতার আসর বসিয়ে যা উপার্জন হয় তা দিয়ে সংসার চালান।
প্রাতিষ্ঠানিক শিক্ষা (Education):
রাধাপদ রায় (Radhapada Roy) প্রাতিষ্ঠানিক ভাবে ৫ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছেন। তবে তিনি মূলত স্বশিক্ষিত। একজন তথাকথিত স্নাতকোত্তর উত্তীর্ণ ব্যক্তির তুলনায় তার মানবিক ও আধ্যাত্মিক জ্ঞান অনন্য উচ্চতায় বর্তমান।
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা ভিডিও:
ভিডিও ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা লিরিক্স:
কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা গুনাহ্গার দোযখী হবে সেকথাও তো শুনিনা গুন্ডা পান্ডা হারামখোর তাদের হল তোড়জোড় দিন দুপুরে মানুষ মারে তাদের হল দুনিয়া কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা সরকারী চাকুরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাঁকি টাকা ক্যামনে আসে সেকথা আর বলিনা কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অকটেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা যমুনা কোম্পানীই ভেজাল কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা ভেবে কয় রাধাপদ সরকার মানুষ হওয়া কিছিল দরকার ? পশু হওয়া ছিল ভাল আঁখেরাতের কাজ করিনা কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা ।।
উপসংহার:
দু:খজনক হলেও সত্য এরকম একজন সাধাসিধে, ভাল ও বয়স্ক মানুষের উপর গত ০৮/০৯/২০২৩ ইং তারিখ পূর্ব শত্রুতার জের ধরে দুজন পিশাচ বর্বরচিত হামলা চালিয়ে তাকে শয্যাশায়ী করে। বাংলাদেশ পুলিশ বাহীনিকে ধন্যবাদ জানাই সেই দুই পিষাচকে আটক করে আইনের আওতায় আনার জন্য। সেই দুই পিশাচের কঠোর শাস্তির দাবী জানাই। যারা কবির এই দু:সময়ে তার পাশে দাঁড়িয়ে আর্থিক ও মানসিক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সাহায্য সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বোপরী কৃতজ্ঞতা জানাই পত্রপত্রিকাদের যারা এই বিষয়টিকে তুলে এনেছেন এবং খবর ফলোআপ করেছেন। বেঁচে থাকুক চারণ কবি বাঁচুক বাংলার সংস্কৃতি।
প্রশ্ন: চারণ কবি মানে কি?
উত্তর: যারা বিভিন্ন বিষয় নিয়ে পথে পথে স্বরচিত কবিতা পাঠ করে, গান গেয়ে ও অভিনয় করে মানুষকে উদ্বুদ্ধ করেন, প্রেরণা জোগান।
প্রশ্ন: রাধাপদ রায় কে?
উত্তর: একজন চারণ কবি কারণ তিনিও বিভিন্ন বিষয় নিয়ে পথে পথে স্বরচিত কবিতা পাঠ করে, গান গেয়ে ও অভিনয় করে মানুষকে উদ্বুদ্ধ করেন, প্রেরণা জোগান।
প্রশ্ন: চারণ কবি রাধাপদ রায়ের জন্ম ও বয়স ?
উত্তর: কবির জন্ম ১৯৪০ সালে। তার বর্তমান বয়স ৮৩ বছর।