About zahed ur rahman । জাহেদ উর রহমান সম্পর্কে

জাহেদ উর রহমান (zahed ur rahman) একজন কলাম লেখক, চিকিৎসক, রাজনীতি সমালোচক, শিক্ষক, রাজনীতিবীদ। Zahed’s Take নামক ইউটিউব ও ফেসবুক চ্যানেলে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথার বলায় সমাদ্রিত।

একনজরে:

উচ্চতাআনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি
ওজনআনুমানকি ৬০ কেজি
বয়সজানা যায়নি
জন্মস্থানচন্দ্রঘোনা
জেলারাঙামাটি
দেহের গড়নপাতলা
মোবাইল নংজানা যায়নি
ইমেইলজানা যায়নি
পেশাকলাম লেখক, চিকিৎসক, রাজনীতি সমালোচক, শিক্ষক, রাজনীতিবীদ
জাতীয়তাবাংলাদেশী

জাহেদ উর রহমান (zahed ur rahman):

জাহেদ মূলত ডা: জাহেদ উর রহমান। তার জন্ম বাংলাদেশের খুব সুন্দর পার্বত্য জেলা রাঙামাটি এর চন্দ্রঘোনায়। তার পিতা ছিলেন কর্ণফুলী কাগজ কলের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ শেষ করেন নিজ জেলা রাঙামাটি থেকেই। তার বিদ্যালয়ের নাম কেপিএম উচ্চ বিদ্যালয়, রাঙামাটি। চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণ শেষে স্ব যোগ্যাতায় ঢাকা মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পান। তবে বর্তমানে তিনি চিকিৎসা পেশার সঙ্গে সংযুক্ত নন। এমবিবিএস কোর্স শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ-এ পড়াশুনা করেন।

পড়াশুনা শেষে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি একজন ‍উদ্যোক্তাও বটে। ফাস্ট ফরোয়াড নামে তার একটি ইংরেজী শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে যেখানে  (IELTS, TOEFL, Business English, Spoken English, Phonetics, Grammar & Writing) প্রভৃতি প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা: (166/B (ground floor), Lake Circus (Dolphin Goli), Kolabagan, Dhaka, Bangladesh), মোবাইল: 01713-174749, ইমেইল: ferozbd2003@gmail.com, ফাস্ট ফরোয়ার্ড ওয়েবসাইট (এটি এখন বন্ধ আছে)

কেন তিনি বিখ্যাত:

জাহেদ উর রহমান দেশের সাম্প্রতিক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করে থাকেন। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি কলাম লিখে থাকেন। তার লিখিত কলাম সমূহের লিংক: প্রথম আলো, বাংলাট্রিবিউন, প্রিয়.কম প্রভৃতি। এছাড়াও বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল Zahed’s Take, ফেসবুক পেজ Zahed’s Take ও টু্ইটার Zahed Ur Rahman এর মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে ভিডিও কন্টেন্ট তৈরীরর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেন, ব্যাখ্যা দেন ও মতামত প্রদান করে থাকেন।

আরো পড়ুন:

তার লেখা বই:

তিনি এখন পর্যন্ত একটি বই লিখেছেন বলে জানা যায়। তার বইয়ের নাম: জনপ্রিয়তম লেখকের মৃত্যু বিক্রির গল্প 

কে এই জাহেদ উর রহমান ?

পেশায় একজন কলাম লেখক, চিকিৎসক, রাজনীতি সমালোচক, শিক্ষক, রাজনীতিবীদ।