রাঘব চাড্ডা (Raghav Chadha)। বর্তমানে খুবই জনপ্রিয় একটি নাম। কারণ তাঁর নিজের পরিচয় বাদেও বড় একটি পরিচয় তিনি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) প্রেমিক ও হবু স্বামী। স্বাভাবিক ভাবেই একজন বলিউড অভিনেত্রীর প্রিয়জন হওয়ায় তার এই পরিচয় বড় হলেও তার নিজস্ব পরিচয়ও কম কিছু নয়। চলুন আজকে আমরা তার সম্পর্কে জেনে নিই।
Table of Contents
সূচনা(Introduction):
রাঘব চাড্ডা (Raghav Chadha) একজন চাটার্ড একাউটেন্ট। তবে তার মূল পরিচয় তিনি একজন রাজনীতিক ব্যক্তিত্ব। ভারতীয় আম আদমি পার্টির পাঞ্জাব রাজ্যসভার সর্বকনিষ্ঠ রাজনীতিক তিনি। এছাড়াও তিনি 2022 সাল পর্যন্ত দিল্লী রাজেন্দ্রনগর নির্বাচনী এলাকার একজন এমএলএ (Member of the Legislative Assembly) এবং দিল্লী জল বোর্ডের সহসভাপতি নিযুক্ত ছিলেন। তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।
একনজরে রাঘব চাড্ডা (Raghav Chadha At A Glance):
উচ্চতা (Height) | 5 ফুট(Feet) 7 ইঞ্চি (Inch) |
ওজন (weight) | 70 কেজি (kg) |
চোখের রং (Eye color) | কালো (Black) |
চুলের রং (hair color) | কালো (Black) |
দেহের গড়ন (body structure) | হৃষ্টপুষ্ট (healthy) |
গায়ের রং (Color) | ফর্সা (Bright) |
বয়স (Age) | ৩৪ (34) |
রোশি (Zodiac) | বৃশ্চিক (Scorpio) |
মোবাইল নং (Cell no) | প্রযোজ্য নয় |
ইমেইল (Email) | raghavchadha@aamaadmiparty.org |
পেশা (Occupation) | চাটার্ড একাউন্টেন্ট, রাজনীতিক |
ধর্ম (Relign) | হিন্দু (Hinduism) |
ওয়েবসাইট (Website) | www.raghavchadha.in |
ফেসবুক পেজ(Facebook Page) | https://www.facebook.com/raghavchadhaca/ |
টুইটার পেজ (twitter) | https://twitter.com/raghav_chadha |
বৈবাহিক অবস্থা (Martial Status) | বাগদান সম্পন্ন (Engaged) |
হোমটাউন (Home Town) | দিল্লী (Delhi) |
জাতীয়তা (Nationality) | ভারতীয় (Indian) |
জন্ম, বয়স ও শিক্ষা (Birth, Age & Education):
রাঘব চাড্ডা 1988 সালের 11 নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। জন্ম সাল অনুযায়ী তার বয়স 33 বছর। তিনি দিল্লী মডার্ন স্কুল থেকে তার মাধ্যমিক ও শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি 2011 সালে ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে EMBA-এর সার্টিফিকেট কোর্সের পড়াশোনার জন্য যান। তার কর্মজীবনের শুরুতে তিনি ডেলয়েট, শ্যাম মালপানি এবং গ্রান্ট থর্নটন সহ অ্যাকাউন্টেন্সি প্রভৃতি সংস্থাগুলির সাথে কাজ করেছিলেন বলে জানা যায়।
পিতামাতা ও স্ত্রী (Parents & Wife):
রাঘব চাড্ডার (Raghav Chadha) বাবার নাম: সুনীল চাড্ডা, মায়ের নাম: অলকা চাড্ডা। সম্প্রতি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে তিনি 13 মে 2023 তারিখে নয়া দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সম্পন্ন করেন করেন।
রাজনৈতিক জীবন (Political life):
রাঘব চাড্ডা (Raghav Chadha) 2011 সালে বিশিষ্ট সমাজসেবক আন্না হাজারের সাথে ভারতে বাড়ন্ত দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন। এসময় তিনি অরবিন্দ কেজরিওয়ালের কাছাকাছি আসেন। এরপর তিনি আম আদমী (AAP) পার্টিতে যুক্ত হন এবং ধীরে এই পার্টির একজন মূখ্য নেতা হয়ে ওঠেন। তিনি 2012 সালে কেজরিওয়ালের উৎসাহে দিল্লী লোকপাল বিলের খশড়া তৈরী করেন যা ছিল তার প্রথম রাজনৈতিক কাজ। তিনি নিজেকে আম আদমী পার্টির (AAP) একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং পার্টির পক্ষে সকল বিতর্ক ও সমালোচনায় অংশগ্রহন করেন। 2015 সলে আম আদমী (AAP) পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভের পর মাত্র 26 বছর বয়সে তাকে পার্টির কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। তিনি 2019 লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি সংসদীয় নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী, রমেশ বিধুরী এর কাছে হেরে যান এবং দ্বিতীয় হন। তবে পরবর্তী নির্বাচনে সকল (AAP) প্রতিযোগীদের মধ্যে চাড্ডা সর্বাধিক ভোট পেয়েছিলেন। এরপর তিনি 2020 সালের ফেব্রুয়ারীতে দিল্লি বিধানসভা নির্বাচনে রাজেন্দ্র নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 20,058 ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী আরপি সিংয়ের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন।
তিনি মোট ভোটের বিশাল 57.06% ভোট পেয়েছেন।নির্বাচনের পর, তিনি দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হন এবং দিল্লি সরকারের জল পোর্টফোলিও অর্পণ করেন। 21 শে মার্চ 2022-এ রাঘব চাড্ডা (Raghav Chadha) সহ আরও চারজন দিল্লির বিধায়ককে 2022 থেকে ছয় বছরের মেয়াদের জন্য পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য পদের জন্য AAP দ্বারা মনোনীত করা হয়েছিল। কোনো বিরোধী প্রার্থী তাদের নির্বাচনের বিরোধিতা করেননি। এটি তাকে 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ সাংসদ করে তোলে। তিনি রাজ্যসভায় অর্থ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসাবেও নিযুক্ত হন। কমিটি তিনটি কেন্দ্রীয় মন্ত্রনালয় এবং NITI আয়োগ কর্তৃক প্রণীত আইন ও নীতির তত্ত্বাবধান করে। 2022 সালের এপ্রিলে, তিনি বলেছিলেন যে বিজেপি দিল্লিতে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বসতি স্থাপন করে এবং দাঙ্গা সৃষ্টির জন্য তাদের ব্যবহার করে। পাঞ্জাবে দলের সাফল্যের কৃতিত্ব, 18 সেপ্টেম্বর 2022-এ তিনি 2022 গুজরাট বিধানসভা নির্বাচনের সহ-ইনচার্জ নিযুক্ত হন।
রাঘব চাড্ডার (Raghav Chadha) শখ:
রাঘব চাড্ডা (Raghav Chadha) চাটার্ড একাউটেন্সি ও রাজনীতির পাশাপাশি গান শোনা, খেলাধুলা, বইপড়া ও ভ্রমণ করতে ভালোবাসেন। তিনি ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন। তার প্রিয় ক্রিকেটার ব্রায়ান লারা। তিনি অভিনয়ও ভালোবাসেন। তিনি 2018 সালে রাজমা চাউল নামে একটি নেটফ্লিক্স সিরিজে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি 2022 সালের 27 মার্চ ল্যাকমি ফ্যাশন আয়োজিত একটি শো তে র্যম্পে হাঁটেন।
বিতর্ক (Controversy):
2018 সালে রাঘব চাড্ডার (Raghav Chadha) উপদেষ্টা পদে যোগদান রহিত হয়। তিনি ছিলেন বিধায়কদের মধ্যে ৯ম যাদের তার পূর্বে যোগদান রহিত হয়।
নেট ওয়ার্থ (Net worth):
রাঘব চাড্ডার (Raghav Chadha) নেট ওয়ার্থ (Net worth) সম্পর্কে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাঘবের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫০ লাখ রুপি, যা পরিণীতির মোট সম্পত্তির ১০০ ভাগের ১ ভাগের চেয়ে কম।
উপসংহার (Conclusion):
নতুন হিসেবে রাঘব চাড্ডা (Raghav Chadha) একজন সুযোগ্য রাজনীতিক। প্রত্যেক দেশেই পরিবর্তন আনতে শিক্ষিত ও মেধাবীদের রাজনীতে আসার বিকল্প নেই। কারণ নতুনরাই পারে নতুন করে গড়তে। আশা করি রাঘব পরিণীতির সাথে তার বৈবাহিক জীবন সুন্দর ভাবে গড়বেন। সাথে দিল্লীকেও নতুনভাবে গড়ে তুলবেন।
আরো পড়ুন (Read more)
- বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের জীবনী- সফলতা, অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা । Biography of Bangladesh Football Federation (BAFF) President Tabith Awal 2024
- রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ বিস্তারিত । royal enfield bike bangladesh details 2024
- তাপসী তাবাসসুম উর্মি । tapashee tabassum urmi । কে ? রাজনৈতিক পরিচয়? ঠিকানা? মোবাইল নং ? ইমেইল ?
- রবীন্দ্রনাথ বাংলাদেশ নিয়ে কিভাবে জাতীয় সঙ্গীত লিখলেন? জাতীয় সঙ্গীতের মা শব্দটি কালী/দূর্গা কিনা? How did Rabindranath write the national anthem of Bangladesh? Is the word maa means Kali/Durga of the national anthem?
- কি মোবাইল কিনবো ? 2024 সালে মোবাইল কেনার আগে যা জানা দরকার ?
রাঘব চাড্ডার স্ত্রী কে ? (Who is Raghav chadha’s wife?)
He is now engaged with Bollywood Actress (পরিণীতি চোপড়া) Parineeti Chopra but not married yet.
রাঘব ও পরিণীতির বাগদান কবে সম্পন্ন হল ? (When Parineeti & Raghav Engagement Happened ?)
13 April 2023
রাঘব চাড্ডা কি বিবাহিত ? (Is raghav chadha married ?)
Not yet but engaged.
রাঘব চাড্ডার বয়স ? (What is raghav chadha’s age ?)
33
রাঘব চাড্ডার বৈষয়িক সস্পত্তির পরিমাণ (raghav chadha net worth?)
50 Lakh (৫০ লক্ষ রূপি)