Rezoana mallick heena biography । এশীয়-মঞ্চে সেরা ভারতীয় কে এই রেজওয়ানা মল্লিক হিনা ?

Introduction (সূচনা):

বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে মেধাবী। সঠিকভাবে খুঁজে বের করে অনুশীলন করালে সেটি যে পরশ পাথর হতে পারে তার উজ্জল দৃষ্ঠান্ত রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena biography)। এবারে এশীয় মঞ্চে 400 মিটারে 02 টি সোনা জিতে পশ্চিমবঙ্গ তথা ভারতকে অনন্য শিখরে পৌছে দিল হিনা। শুধু তাই নয় সোনা জেতার পাশাপাশি নতুন রেকর্ডও গড়লেন তিনি। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা ছিনিয়ে এনেছেন তিনি। ৪০০ মিটার শেষ করেছেন মাত্র ৫২.৯৮ সেকেন্ডে। এখানেই থামেননি হিনা, ভেঙে দিয়েছেন দীর্ঘ আট বছরের পুরনো মিট রেকর্ড। এই রেকর্ড এতদিন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের দখলে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বাংলার এই তরুণী।

চলুন এই বঙ্গতনয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিই

রেজওয়ানা মল্লিক হিনা এর শারীরিক গঠন (Physical structure of Rezoana Mallick Heena):

উচ্চতা (Height) আনুমানিক5 ফুট 6 ইঞ্চি (5 feet 6 Inch)
ওজন  (weight) আনুমানিক55 কেজি (55 kg)
চোখের রং (Eye color)কালো (Black)
চুলের রং (hair color)কালো (Black)
দেহের গড়ন (body structure)পাতলা (lite)
বয়স (Age)১৬ (ষোল) 16 (Sixteen)
বৈবাহিক অবস্থা (Marrital Status)অবিবাহিত (Unmarried)
ইমেইল (Email)প্রযোজ্য নয় (Not Applicable)
পেশা (Occupation)খেলাধুলা (Athletics)
ধর্ম (Relign)ইসলাম (Islam)
জাতীয়তা (Nationality)ভারতীয় (Indian)

রেজওয়ানা মল্লিক হিনা এর জন্মস্থান ও পিতামাতা (Birthplace & Parents of Rezoana Mallick Heena):

হিনার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের সোনাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম রেজাউল ইসলাম মল্লিক। তার বাবা একজন পার্শ্বশিক্ষক ও মা গৃহিনী। তার কাকার নাম আনজার আলী। তবে তার পরিবারের অন্যসদস্য যেমন তার মা, ভাইবোনদের সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।

রেজওয়ানা মল্লিক হিনা  এর জন্ম ও বয়স (Birth & Age of Rezoana Mallick Heena):

হিনা আনুমানিক 2007 সালের দিকে নদীয়া জেলার সোনাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 16 বছর। ছোটবেলা থেকেই হিনার খেলাধুলার দিকে ঝোঁক ছিল বেশি। তাই দেখে বাবা রেজাউল ইসলাম মল্লিক মাত্র ৪ বছর বয়স থেকেই মেয়ে হিনাকে নদিয়ার স্থানীয় সোনাডাঙা জুবলি ক্লাবের মাঠে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। প্রথম দিকে বাবাই, কাকাই তাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। পরে তাকে ব্যাঙ্গালোরে অর্জুন অজয়ের ট্রেনিং সেন্টারে ভর্তি করান হিনার বাবা রেজাউল।  তার বাবা রেজাউল ইসলাম মল্লিক ও কাকা আনজার আলী সোনাবিজয়ী কাবাডি খেলোয়াড় ছিলেন। তাই ছোটবেলা থেকেই হিনা একটি খেলাধুলাময় পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন।

রেজওয়ানা মল্লিক হিনা  এর পূর্বজীবন (Pastlife of Rezoana Mallick Heena):

পঞ্চম ইউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ পৌছানোর আগে হিনার হিনার ছিল সোনালী অতীত। সোনাডাঙ্গা গ্রামের এক দরিদ্র পরিবারের সোনার মেয়ে রেজওয়ানা মল্লিক হেনা। বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবা একটি স্কুলের পার্শ্ব শিক্ষক। মেয়ের খেলার খরচ জোগাতে অতিরিক্ত কাজ করেন। অনেক বাধা বিপত্তির পরও এগিয়ে গিয়েছেন তিনি। এইসব কোনও প্রতিকূলতাই আটকাতে পারেনি তাঁকে। বাবা কাকার পরে তিনি গুরু হিসেবে পান বেঙ্গালুরুর অর্জুন অজয় কে। অর্জুন অজয় তাকে যেভাবে খুঁজে পান তা শুনলে মনে হয় যেন তাকে নিয়ে একটি সিনেমা তৈরী করা যাবে। অর্জুন অজয়ের হিনাকে খুঁজে পাওয়া সম্পর্কে বলেন: “ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে ওকে আমি চিহ্নিত করি। পরে ওকে ট্রেনিং দিই। তিনি জানান, ২০২১ সাল থেকে ওকে ট্রেনিং দিচ্ছেন তিনি। বেঙ্গালুরুর টপ গান ট্র্যাক ও ফিল্ড অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়া হচ্ছে তাকে। অজয় বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে।

ওর পরিবারকে বলতে সহজেই রাজি হয়ে যান। আমিই ওর ট্রেনিং এবং থাকার ব্যবস্থা করি। অর্জুন বলেন, আমার মনে হয় আট বছর বয়স থেকে ও ট্রেনিং নিচ্ছিল। ও বোধহয় আমাকে ইনস্টাগ্রামে ফলো করছিল। ইনস্টাগ্রামে হিনার দৌড় দেখে আমার মনে হয়েছিল ও বোধহয় নদীর কাছ থেকে ছোটাটা শিখেছে। আমি মুগ্ধ হয়েছিলাম। তখনই ভেবেছিলাম, ও  (Rezoana Mallick Heena)একদিন ভাল দৌড়বিদ হবে। তিনি বলেন, হিনার স্টেপ জাম্প ও ঘাসের ওপর দিয়ে দৌড়ানোটা খুবই ভাল। আমি ভেবেছিলাম, এই মেয়েকেই তৈরি করা যাবে। তখনই আমি হিনা ও তার পরিবারকে এ ব্যাপারে রাজি করাই। হিনা জানত আমি প্রিয়ারও কোচ। তাই আমার কাছে ট্রেনিং নিতে সহজেই রাজি হয়ে যায় হিনা। বাংলার এক প্রত্যন্ত শহরের মেয়ের চোখ ধাঁধানো সাফল্যে দারুণ খুশি অর্জুন। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছিল হিনা প্রিয়ার থেকেও ভাল। প্রিয়াকে ট্রেনিং দিতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। কোচ হিসেবে সেগুলোই আমাকে ঋদ্ধ করেছে। সেগুলোই আমি হিনার ক্ষেত্রে প্রয়োগ করেছি। ফাইট হিনা, ফাইট।”

পুরস্কার ও রেকর্ড (Prizes & Records of Rezoana Mallick Heena ):

প্রথম দিকে জেলাভিত্তিক বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন  করে কৃতিত্বের সাথে বিভিন্ন পদক জেতেন রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena )। তবে শুধু জেলাস্তরেই নয় জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায়ও পুরস্কার জিতেছেন রেজওয়ানা। ২০২২ সালের নভেম্বর মাসে আসামে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে ৫২.৯৮ সেকেন্ডে 3০০ মিটার দৌড় শেষ করে রেকর্ড গড়েছেন তিনি। অনূর্ধ্ব ১৬-১৭ বিভাগেও দেশকে সোনা জিতিয়েছিলেন হিনা। কেরলে অনুষ্ঠিত ওপেন ন্যাশনালে অনূর্ধ্ব-১৬ মেয়েদের বিভাগে ৪০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড তৈরি করে সোনার পদক নিয়ে আসেন তিনি।‌ এবার 2023 সালের এশিয়ান ইউথ অ্যাথেলেটিক্স প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৮ বিভাগে ভারতের হয়ে সোনা জিতে নিলেন তিনি। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনাই। দ্রুততম ভারতীয়ও সে। ভারতীয়দের মধ্যে সে ভেঙেছে এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে আট বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের। তিনি একক ভাবে তিনি এনেছেন ৪০০ মিটারে সোনা। একক ভাবে জিতেছেন ২০০ মিটারে রূপো। মিক্সড রিলে সোনা জিতেছেন তিনি।

রেজওয়ানা মল্লিক হিনা  এর স্বামী (Husband of Rezoana Mallick Heena):

তিনি অবিবাহিত তাই তার কোন স্বামী নেই।

রেজওয়ানা মল্লিক হিনা এর নেট ওয়ার্থ (Net worth of Rezoana Mallick Heena):

খুব দরিদ্র ঘরের মেয়ে হিনা। তার বাবা খুব কষ্ট করে তাকে ব্যাঙ্গালোরে ট্রেনিং করানোর খরচ যোগান দেন। পরিবারের খরচের পাশাপাশি মেয়ের খরচ জোগাতে হিমশিম খান বাবা রেজাউল ইসলাম মল্লিক।

উজবেকিস্তানেদৌড়প্রতিযোগিতায়সোনা বিজয়ী রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena) এর দৌড়ের ভিডিও দেখুন
রেজওয়ানা মল্লিক হিনা এর বিতর্ক (Controversy of Rezoana Mallick Heena):

জানা যায়না।

রেজওয়ানা মল্লিক হিনা (rezoana mallick heena instagram) এর ইন্সটাগ্রাম পেজ
উপসংহার (Conclusion):

বাংলার এসব পরিশ্রমী ও মেধাবীদের মাধ্যমেই বাংলা তথা ভারত এগিয়ে যাক উন্নতির সর্বোচ্চ শিখরে এই শুভকামনা সবসময়।

রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena) এর বাড়ি ?

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সোনাডাঙ্গা গ্রামে।

রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena) এর বয়স?

১৬ বছর।

রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena) এর জন্ম ?

2007 সালে

রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena) এর পিতা ?

রেজাউল ইসলাম মল্লিক

রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena) এর পিতার পেশা ?

পার্শ্ব শিক্ষক