আপনি হয়ত দেখেছেন কারো হাতের লিখা কম্পিউটার টাইপিংএর থেকেও সুন্দর আবার কেও বাম হাতে লিখে বা পা দিয়ে লিখে। কিন্তু খাতা সোজা রেখে উল্টো পাশে থেকে সোজা লিখা কখনো দেখেছেন? জ্বী হ্যাঁ, উল্টো করে লিখে ভালো নম্বর নিয়ে এসএসসি পাশ করেছে বাংলাদেশের যমুনা (written upside down girl jamuna) নামে একটি মেয়ে। যাকে নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে গেছে নেট দুনিয়ায়। চলুন জেনে নিই তার সম্পর্কে বিস্তারিত…..
সূচী:
একনজরে উল্টো লেখা মেয়ে যমুনা (written upside down girl Jamuna at a glance):
উচ্চতা (written upside down girl height) | ০৪ ফিট ০৯ ইঞ্চি (04 feet 09 Inch) |
ওজন (written upside down girl weight) | ৪৮ কেজি (48 kg) |
বয়স (written upside down girl age) | ১৭ বছর (17 Years) |
পিতা (written upside down girl father) | মো. কাদের খাঁ |
মাতা (written upside down girl mother) | মোছা: শেফালী বেগম |
জন্মস্থান (written upside down girl birthplace) | দীঘিবরাব |
প্রাথমিক স্কুল( written upside down girl primary school) | বিকাশ কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল |
মাধ্যমিক স্কুল (written upside down girl high school) | বিকাশ কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল |
শিক্ষকের নাম (written upside down girl teacher name) | মো. শাহিন মিয়া, মো: হারুণ অর রশিদ |
শ্রেনী (written upside down girl class) | একাদশ |
ইউনিয়ন (written upside down girl union) | জানা যায়নি |
থানা (written upside down girl police station) | রূপগঞ্জ |
জেলা (written upside down girl district) | নারায়ণগঞ্জ |
চোখের রং (written upside down girl eye color) | কালো |
চুলের রং (written upside down girl hair color) | কালো |
দেহের গড়ন (written upside down girl body structure) | পাতলা |
পেশা (written upside down girl occupation) | ছাত্রী |
ধর্ম (written upside down girl relign) | ইসলাম |
জাতীয়তা (written upside down girl nationality) | বাংলাদেশী |
উল্টো লেখা মেয়ে যমুনার পরিচয় (Indentity of Jamuna):
যমুনার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দীঘিরাব নাম স্থানে। তার পিতার নাম মো: কাদের খাঁ আর মায়ের নাম মোছা: শেফালী বেগম। পিতা পেশায় একজন চায়ের দোকানদার আর মা গৃহিনী। তবে বাবা বয়স্ক হওয়ায় ও পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য মা শেফালীকেও বাবার সাথে চায়ের দোকান সামলাতে হয়। যমুনার (written upside down girl) বড় আরো চারটি বোন রয়েছে। অর্থাৎ যমুনা সহ তারা পাঁচ বোন। যমুনার চার বোনের বিয়ে হয়ে গেছে । চার বোনের মধ্যে যমুনা সবার ছোট। আর্থিক অস্বচ্ছলতার জন্য পিতা কাদের খাঁ তাদের লেখাপড়া করাতে পারেন নি। তবে ছোট মেয়ে মেধাবী হওয়ায় এবং পড়াশুনায় বিশেষ ইচ্ছে থাকায় খুব কষ্টে তাকে পড়াশুনা করাচ্ছেন।
আরো পড়ুন..
- বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের জীবনী- সফলতা, অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা । Biography of Bangladesh Football Federation (BAFF) President Tabith Awal 2024
- রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ বিস্তারিত । royal enfield bike bangladesh details 2024
- তাপসী তাবাসসুম উর্মি । tapashee tabassum urmi । কে ? রাজনৈতিক পরিচয়? ঠিকানা? মোবাইল নং ? ইমেইল ?
- রবীন্দ্রনাথ বাংলাদেশ নিয়ে কিভাবে জাতীয় সঙ্গীত লিখলেন? জাতীয় সঙ্গীতের মা শব্দটি কালী/দূর্গা কিনা? How did Rabindranath write the national anthem of Bangladesh? Is the word maa means Kali/Durga of the national anthem?
- কি মোবাইল কিনবো ? 2024 সালে মোবাইল কেনার আগে যা জানা দরকার ?
যমুনা যেভাবে ভাইরাল হল (How did Jmuna go viral):
ছোটবেলা থেকেই যমুনার (written upside down girl) পড়াশুনার প্রতি বিশেষ আগ্রহ থাকায় এবং পরিবারে সেভাবে শিখিয়ে দেবার কেও না থাকায় নিজেই কলম তুলে নেয় সে। নিজের মত করে সে পড়াশুনা করতে থাকে। কিভাবে লিখতে হয় সেটা বুঝতে না পারায় ছোট থেকেই খাতা উল্টো করে লিখার অভ্যাস করে ফেলে। পরবর্তীতে সে স্কুলে ভর্তি হলে তার শিক্ষকরা তার এই লিখার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করেন তবে যমুনা উল্টোভাবে সাবলিল লিখতে পারায় এবং ভুল না হওয়ায় তারা আর জোর করেন না। যমুনাও তার অভ্যাস আর পরিবর্তন করতে পারেনি। এরপর এসএসসি পরীক্ষার হলরুমে বসে যখন সে লিখতে থাকে তার এই লিখার পদ্ধতি আরো অনেকে দেখতে পায় এবং একপর্যায়ে সাংবাদিকদের কাছে এ খবর চলে গেলে তারা যমুনাকে নিয়ে একটি সংবাদ করেন। যেমন: জাগো নিউজ, দি নারায়ণগঞ্জ.কম প্রভৃতি পত্রিকা তাকে নিয়ে সংবাদ করলে সে ভাইরাল হয়।
উপসংহার (Conclusion):
যমুনা (written upside down girl) এখন একাদশ শ্রেনীতে অধ্যয়ণ করছে। সে এসএসসিতে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশুনা করেছে। বাবার আর্থিক অবস্থা ভাল না থাকায় সে তার পড়াশুনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। তার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে এবং গরীব দূখী মানুষের সেবায় নিজের জীবন নিয়োগ করবে। আমি বিত্তশালী মহলে অনুরোধ জানাচ্ছি আপনারা কেও যদি শেফালীর পড়াশুনার দায়িত্ব নেন তাহলে বাংলাদেশ হয়ত একজন ভাল গরীব বান্ধব চিকিৎসক পাবে। আসুন আমরা আমাদের আশে পাশের গরীব মেধাবী শিক্ষার্থীদের যতটুকু সম্ভব সহায়তা করি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
উল্টো লিখা মেয়ের নাম কি (written upside down girl name) ?
যমুনা (Jamuna)
উল্টো লিখা মেয়ের বাড়ি ? (written upside down girl home) ?
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দীঘিরাব এলাকায়
উল্টো লিখা মেয়ের বয়স কত ? (written upside down girl age) ?
১৭ বছর (17 Years)
এই আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর্টিকেলের কমেন্ট সেকশনে জানাতে পারেন। অথবা আমার ব্লগের কন্টাক্ট পাতায় যোগাযোগ করুন। ধন্যবাদ