Who is this madrasa student viral rifat? কে এই মাদ্রাসা শিক্ষার্থী ভাইরাল রিফাত ?

সম্প্রতি জাতীয় মাছ ও ইংরেজীতে সাত দিনের নাম ভুল বলে ভাইরাল হয়েছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার, জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস সোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ুয়া শিশু রিফাত (viral rifat)। তার সরলতায় মুগ্ধ সারা দেশ। চলুন জেনে নিই কে এই ভাইরাল রিফাত ?

রিফাতের সেই ভাইরাল ভিডিও লিংক

viral rifat biography
viral rifat biography

একনজরে ভাইরাল রিফাত (Viral Rifat at a glance):

উচ্চতা (viral rifat height)০৩ ফিট (03 feet)
ওজন  (viral rifat weight)৩০ কেজি (30 kg)
বয়স (viral rifat age)০৫ বছর (05 Years)
পিতা (viral rifat father)মো. মহিবুর রহমান
মাতা (viral rifat mother)জানা যায়নি
নানা (viral rifat grand father)মো: আসমত আলী
জন্মস্থান (viral rifat birthplace)ইসলামপুর গ্রামে
স্কুল/মাদ্রাসার নাম (viral rifat School)লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস সোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসায়
রিফাতের শিক্ষকের নাম (viral rifat teacher name)মো: আতিকুর রহমান
শ্রেনী (viral rifat class)শিশু
ইউনিয়ন (viral rifat union)বেহেলী
থানা (viral rifat police station)জামালগঞ্জ
জেলা (viral rifat district)সুনামগঞ্জ
চোখের রং (viral rifat eye color)কালো
চুলের রং (viral rifat hair color)কালো
দেহের গড়ন (viral rifat body structure)খাট
পেশা (viral rifat occupation)ছাত্র
ধর্ম (viral rifat relign)ইসলাম
জাতীয়তা (viral rifat nationality)বাংলাদেশী

রিফাতের পরিচয় ( Viral Rifat identity):

‘রিফাতএটি মূলত আরবি শব্দ। যার বাংলা অর্থ : মহত্ব,উদারতা,খ্যাতি,উচ্চপদ। অন্যভাবে বলা যায়, রিফাত নামের ইসলামিক অর্থ হচ্ছে : মহত্ব, উদারতা, খ্যাতি, উচ্চপদ। শিশু রিফাতের নামের সাথে তার নামের অর্থের পূর্ণ মিল রয়েছে। ভাইরাল এই মাদ্রাসা পড়ুয়া শিশু রিফোতের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর নামক গ্রামে। তার বাবা পেশায় একজন দোকানকর্মী আর মা গৃহিণী। রিফাত কয় ভাইবোন তা জানা যায়নি। সে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের অন্তর্গত লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস সোবহান তালুকদার লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসায় নামক বেসরকারী স্কুলে শিশু শ্রেণিতে পড়াশুনা করে। রিফাতের নানার বাড়ি একই উপজেলার লম্বাবাঁক নামক স্খানে। রিফাতের বাবার আর্থিক সমস্যার জন্য রিফাত তার নানার বাড়ি থেকে পড়াশুনা করে।

আরো পড়ুন….

রিফাত যেভাবে ভাইরাল হল (How did Rifat go viral):

রিফাত তার নানার বাড়ি লম্বাবাঁক থেকে পড়াশুনা করে। তার স্কুল তার নানার বাড়ির একদম কাছেই। সেখানে প্রতিদিনের মতই শিক্ষা নিতে যায় সে। মাদ্রাসা শিক্ষক মো: আতিকুর রহমান অন্যান্য বাচ্চাদের সাথে রিফাতকেও শিক্ষা দিয়ে থাকেন। একদিন শিক্ষক তাকে বাংলাদেশের জাতীয় মাছের নাম ও ইংরেজীতে সাত দিনের নাম জিজ্ঞাসা করেন। শিশু রিফাত সঠিক উত্তর বলতে পারেনা। তবে সে জানিনা বা পারবেনা এরকমও কিছু বলেনা। সে বলার চেষ্টা করে ও ভুল উত্তর দেয়। সে তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসে জাতীয় মাছের নাম ‘ইলিশের‘ স্খলে বলে ‘পাঙ্গাস’ আর সপ্তাহের দিনের ইংরেজী নামগুলো ভুল বলে। তার এই উত্তর শিক্ষক মো: আতিকুর রহমান মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। যা মুহুর্তেই সকলের নজর কাড়ে বা ভাইরাল হয়। সবাই রিফাতের বাচনভঙ্গি, সরলতা, চেষ্টা, হার না মানা, শিক্ষককে শ্রদ্ধা করা এসব গুণে মুগ্ধ হয়। রিফাতের বহু ভাইরাল ভিডিও বর্তমানে সামাজিক যোগযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যায়  সে আরো কিছু বিষয় ভুল বলে। তবে সে তার ভুলগুলো খুব দ্রুত শুধরে নিয়েছে। সে এখন তার পূর্বের সকল প্রশ্নের সঠিক উত্তর দেয় বলে আরো বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখা যায়।

বর্তমানে রিফাত খ্যাতির বিড়ম্বনায় পড়েছে বলে জানা যায়। ভাইরাল হবার পর থেকে নানা সময় সাংবাদিক, ইউটিউবার সহ আশে পাশের নানা মানুষ তার সাথে কথা বলা, ছবি তোলা ও ভিডিও করার জন্য আসে। যা রিফাতের মাদ্রাসা শিক্ষকদের ও পরিবারের সবাইকে চরম বিড়ম্বনায় ফেলেছে এবং তার পড়াশুনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে জানা যায়। সবশেষে রিফাতের সঠিক জ্ঞান অর্জন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সুন্দর জীবন কামনা করছি। বেঁচে থাকুক সরলতা, উদারতা।

রিফাতের পিতা (viral rifat father)?

মো. মহিবুর রহমান

রিফাতের নানা (viral rifat grandfather father)?

মো: আসমত আলী

রিফাতের বাড়ি (viral rifat village)?

ইসলামপুর গ্রামে

রিফাতের জেলা ও থানা (viral rifat district & Thana)

জেলা: সুনামগঞ্জ ও থানা: জামালগঞ্জ

এই আর্টিকেল ব্যাপারে আপনার যেকোন মতামত আর্টিকেলের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ