একি করলেন গায়ক ইমরান মাহমুদুল ? ।  Singer Imran Mahmudul did this?

Imran Mahmudul, ইমরান মাহমুদুল

সূচনা: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ইমরান মাহমুদুল একটি সুপরিচিত নাম। ২০০৮ সালে  চ্যানেল আই “সেরা কন্ঠ” নামক সঙ্গীতের রিয়্যালিটি শো এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গীতাঙ্গণে পা রাখেন শিল্পী ইমরান। এরপর চলচিত্রের নেপথ্যে (প্লেব্যাক) করে ও একক এবং সমবেত এ্যালবামের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেন। তারপর তিনি আস্তে আস্তে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করে বাংলাদেশী সঙ্গীতাঙ্গণে তার অবস্থান পাকা করেন। চলুন তার বর্ণিল জীবন সম্পর্কে জেনে নিই। ইমরান মাহমুদুল এর শারীরিক গঠন (Physical structure of Imran Mahmudul): ইমরান মাহমুদুল উচ্চতা (Height) 5 ফুট(Feet) 6  ইঞ্চি (Inch) ওজন  (weight) 73 কেজি (kg) চোখের রং (Eye color) কালো (Black) চুলের রং (hair color) কালো (Black) দেহের গড়ন (body structure) লম্বা (Tall) শিল্পী ইমরানের ফোন নাম্বার (Cell no) প্রযোজ্য নয় ইমেইল (Email) contactimranmahmudul@gmail.com পেশা (Occupation) গায়ক (Singer) ধর্ম (Relign) ইসলাম (Islam) শিল্পী ইমরানের জন্ম, বয়স, বাসস্থান (Birth, Age, Location of Imran Mahmudul): ইমরান মাহমুদুল বা শিল্পী ইমরান বা গায়ক ইমরান যে নামেই ডাকিনা কেন তার পূর্ণ নাম “মোহাম্মদ মাহমুদুল হক ইমরান”। তার জন্ম ১৯৯১ সালের ০৫ সেপ্টেম্বর, ঢাকার উত্তরায়। জন্মতারিখ অনুযায়ী তার বয়স ৩১ বছর ০৮ মাস (২০২৩ সালের মে মাস পর্যন্ত)। তিনি বর্তমানে  কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকাতে থাকেন। শিল্পী ইমরানের পিতা, মাতা, বোন, স্ত্রী (Family of Imran Mahmudul): ইমরান নামের অর্থ হলো অগ্রগতি, উন্নতি, সুখ, অর্জন ইত্যাদি । নামের সাথে শিল্পী ইমরান মাহমুদুলের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে বলেই দেখা যায়। গায়ক ইমরান মাহমুদুলের বাবার নাম মোজাম্মেল হক। তিনি পেশায় একজন ব্যাংকার। শিল্পী ইমরান দুই ভাইবোন। অর্থাৎ তিনিসহ তার আরেকটি বোন রয়েছে। বোন বড় এবং তিনি ছোট। তার বোন আমেরিকা প্রবাসী। সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার (ইমরান মাহমুদুল ওয়াইফ) স্ত্রীর নাম  মেহের আয়াত জেরিন (Imran Mahmudul wife )। গত ২৪/০৫/২০২৩ ইং শিল্পী ইমরান তার স্ত্রী মেহের আয়াত জেরিন এর সাথে পারিবারিক দেখাশোনার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বিবাহত্তোর সংবর্ধনা ২০২৩ সালের নভেম্বর মাসে হবার কথা রয়েছে। ছবিতে: গায়ক ইমরান ও তার স্ত্রী মেহের আয়াত জেরিন শিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গীতপূর্ব জীবন (Premusical Life Of Singer Imran Mahmudul): ইমরান মাহমুদুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনার তেমন তথ্য পাওয়া যায়না। তবে তিনি স্নাতকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে জানা যায়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন গায়ক ইমরান। তার ব্যাংকার বাবা ছেলেকে কখনই সঙ্গীতাঙ্গণে ছাড়তে রাজী ছিলেন না। আর দশজন অভিভাবকদের মত তিনিও ছেলে ইমরানকে ব্যাংকার বা প্রকৌশলী বানানোর স্বপ্ন দেখতেন। তবে ছোটবেলা থেকেই গান ভালোবাসতেন এবং ভাল গাইতেন বলে মা ও তার বোনের সঙ্গীতে পূর্ণ সমর্থন ছিল। তাদের অনুপ্রেরেণাতেই ২০০৮ সালে বাংলাদেশী চ্যানেল আই পরিচালিত একটি সাঙ্গীতিক রিয়্যালিটি শো “সেরাকন্ঠতে” নাম লেখান ও সফলতা পান ইমরান। তিনি সেরাকন্ঠ ২০০৮ এ প্রথম রানার আপ বা দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন এবং এর জন্য সেবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি । আরো পড়ুন…… শিল্পী ইমরান মাহমুদুলের কর্মজীবন (Working Life Of Singer Imran Mahmudul): মুলত ২০০৮ এ সেরাকন্ঠে সফললতার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গায়ক ইমরান মাহমুদুলকে। কিংবদন্তী শ্রদ্ধাভাজন শিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে “ভালোবাসার লাল গোলাপ” নামক সিনেমায় প্লেব্যাক করার মাধ্যমে তিনি তার কর্মজীবনের সূচনা করেন। এরপর “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তিনি ২০১১ সালে “স্বপ্নলোকে” নামক একক এ্যালবাম দিয়ে তার একক মৌলিক গান গাওয়া শুরু করেন। এরপর ২০১৩ তে “তুমি” ও ২০১৫ তে “বলতে বলতে চলতে চলতে”, ২০১৬ তে “মন করিওর ও বাহুডোরে” নামক আরো চারটি একক এ্যালবামে নিজের মৌলিক গান প্রকাশ করেন। তার সকল গানই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর তিনি নিজেই গান লেখা, সুরকরা ও সঙ্গীত পরিচালনা করা শুরু করেন এবং আজ অব্দি তা করে যাচ্ছেন। তিনি তার ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করেন। এছাড়াও স্টেজ পার্ফমেন্স করেও তিনি যথেষ্ট ভাল ইনকাম করেন। তার গাওয়া ব্যাপক জনপ্রিয় কিছু গান হল: বলতে বলতে চলতে চলতে, দিল দিল, মানেনা মন, দুরে দুরে, আরাধোনা, সখী ভালবাসা করে কয়, কেনো খালি, জোনম জোনম, আনমোনা, সেশ সুচোনা, শুন্নো থেকে প্রেম, শোপনে ভেসে, কিরে গেইলে। বোঝাই ,বহুডোরে ,রাতভোর ,নিশি রাত আ চান্দের আলো ,সোবাই চোলে যাবে ,ধোয়া ,আমার ইচ্ছে কথা ,মন খারাপের দেশে ,লাগে বুকে লাগে ,ঠিক বেথিক ,কেওমন নাউক ,এখনউকন , তুমি চাই, সোম খারাপার দেশ , তুমি কি আমার হবি রে , তুমি আমার জীবন , জানি পাবো না , আমার কাছ থেকে তোমার ভালো রোকম , বর্ষা চোখ , আমি নেই আমারে, হে হে শ্যাম , প্রেমের বকশো , শুধু তোমায় ঘিরে , খয় , এত ভালবাসি , আমার মনের আকাশে আজ , আমার হৃদয় একতা আয়না 2.0 ইত্যাদি। ইমরান মাহমুদুল এর নেট ওয়ার্থ (Net worth of Imran Mahmudul): জানা যায়নি। ইমরান মাহমুদুল এর বিতর্ক (Controversy of Imran Mahmudul): জানা যায়নি। ইমরান মাহমুদুল এর পুরস্কার ও অর্জন (Achivements of Imran Mahmudul): বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ২০১৬ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ গায়ক বসগিরি (গান: দিল দিল দিল) ২০১৮ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ গায়ক পোড়ামন ২ (গান: ওহে শ্যাম) ২০১৯ ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী পাসওয়ার্ড (গান: “সোয়াগ রে”) ২০২০ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস শ্রেষ্ঠ ছায়াছবির গান বিশ্বসুন্দরী (গান:তুই কি আমার হবি রে) ২০২১ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ গায়ক বিশ্বসুন্দরী (গান:তুই কি আমার হবি রে) ইমরান মাহমুদুল এর রেকর্ড (Records of Imran Mahmudul): জানা যায়নি। উপসংহার (Conclusion): ২০০৮ সালের পর থেকে সাফল্যের সাথে নিজের জীবন অতিবাহিত করছেন শিল্পী ইমরান মাহমুদুল। তার নতুন দাম্পত্ব জীবনে পদার্পণ সুখ, শান্তিময় ও সাফল্যমন্ডিত হোক এই শুভকামনা তার সকল ভক্ত ও অনুরাগীদের। তার জন্য শুভকামনা নিরন্তর। ইমরান মাহমুদুল এর ইনস্টাগ্রাম পেজ (Instagram Link of Imran Mahmudul): ইমরান মাহমুদুল এর ফেসবুক পেজ (Instagram Link of Imran Mahmudul): ইমরান মাহমুদুল এর ইউটিউব চ্যানেল (Youtube Link of Imran Mahmudul):