৬০ বছর বয়সে এভারেস্ট জয় ! কে শরদ কুলকার্নি ? Everest at the age of 60! Who is this sharad kulkarni everest?

সূচনা (Introduction):

Sharad kulkarni everest
Sharad kulkarni everest

ভাবতেই অবাক লাগে ৬০ বছর বয়সে যখন শরীর মস্তিষ্ক ঠিকভাবে কাজ করার ক্ষমতা রাখেনা। যেসময় মানুষ তার কর্মজীবন থেকে অবসরে যায়। ঠিক সে সময়ে সাধারণ পাহাড় নয়, হিমালয়ের এভারেস্টের চুড়া জয় করার মনস্খ করা এবং জয় করা এ এক অবিশ্বাস্য ব্যাপার। এমনি এক অবিশ্বাস্য ব্যাপার ঘটিয়ে আলোচনায় এসেছেন শরদ কুলকার্নি (Sharad Kulkarni) নামের এক ব্যক্তি। ভালোবাসার মানুষের শেষ ইচ্ছা পূরণে নিজের জীবন বাজি রেখে, বয়স তোয়াক্কা না করে জয় করলেন হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট এবং সর্বোচ্চ ভারতীয় প্রবীন ব্যক্তি হিসেবে এভারেস্টের চুড়া জয়ের খেতাব পেলেন।

একনজরে শরদ কুলকার্নি (Sharad Kulkarni everest at a glance):

উচ্চতা (sharad kulkarni height) আনুমানিক৫ ফুট ৭ ইঞ্চি (5 feet 7 Inch)
ওজন  (weight) আনুমানিক৬৫ কেজি (65 kg)
চোখের রং (Eye color)কালো (Black)
চুলের রং (hair color)কালো (Black)
দেহের গড়ন (body structure)পাতলা (lite)
বয়স (Age)৬০ (ষাট) 60 (Sixty)
বৈবাহিক অবস্থা (Marrital Status)বিবাহিত (Married)
স্ত্রী (Wife)অঞ্জলী কুলকার্নি (Anjali Kulkarni Mountaineer)
ইমেইল (Email)প্রযোজ্য নয় (N/A)
পেশা (Occupation)পর্বতারোহী (Mountaineer)
ধর্ম (Relign)হিন্দু (Hinduism)
জাতীয়তা (Nationality)ভারতীয় (Indian)

কে এই শরদ কুলকার্নি (Who is this sharad kulkarni mountaineer):

শরদ কুলকার্নি (Sharad Kulkarni) একজন ভারতীয় নাগরিক এবং পর্বতারোহী। তিনি ১৯৬৩ সালে ভারতের মহারাষ্ট্রের বিড নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেন। এরপর তিনি থান নামক আরেকটি জায়গায় গিয়ে বসবাস শুরু করেন। তিনি পেশায় একজন পর্বতারোহী। তার স্ত্রীর নাম অঞ্জলী কুলকার্নি (Anjali Kulkarni)। তিনিও পেশায় একজন পর্বতারোহী।

sharad kulkarni everest

এভারেস্ট জয়ের পটভূমি (Background to conquering Everest):

sharad kulkarni everest
sharad kulkarni mountaineer with his wife Late Anjali Sharad Kulkarni

শরদ এর এভারেস্ট জয়ের পটভুমি সিনেমার গল্পকেও যেন হার মানায়। সম্রাট শাহজাহানের পরে বোধয় শরদের পত্নীপ্রীতি শাহ্জাহান সমতূল্য। শাহ্জাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী শরদ তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণে জয় করলেন এভারেস্ট। শরদ ও তার স্ত্রী অঞ্জলী দুজনই পর্বতারোহী। তাঁরা দুজনে একসঙ্গে মাউন্ট কিলিমাঞ্জারো (আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ), মাউন্ট কোসিয়াসকো (অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ), অসি 10 চ্যালেঞ্জ, মাউন্ট স্টোক কাংরি (লাদাখের সর্বোচ্চ পর্বত) প্রভৃতি জয় করেন। ইচ্ছা ছিল দুজনে এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ সকল চুড়া জয় করবেন। তারা ইচ্ছা করেন এভারেস্ট দিয়েই শুরু করবেন। সেজন্য তারা 2019 সালে এভারেস্ট আরোহন শুরু করেন। কিন্তু সেটাই যেন কাল হল। মারাত্মক দূর্ঘটনার কবলে পড়ে এভারেস্টে ওঠার আগেই প্রাণ হারান স্ত্রী অঞ্জলি কুলকার্নি। ভেঙ্গে যায় শরদের মন। তবে দমে যাননি। স্ত্রী বিয়োগের ক্ষত সারিয়ে নতুন উদ্যমে শুরু করেন এভারেস্ট অভিযান। এরপর গত 23 মে, 20223 ইং সকাল ১০.২৩ এ পা রাখেন এভারেস্টের চূড়ায়। এই 23 মে ছিল তার স্ত্রী অঞ্জলি কুলকার্নির মৃত্যু দিবস। স্ত্রীর মৃত্যু দিবসে এভারেস্ট জয় করে তার শেষ ইচ্ছা পূরণ করে স্ত্রীর ভালোবাসার এক অমর কীর্তি গড়লেন শরদ। এদিন তিনি সর্বপ্রবীন ভারতীয় হিসেবে এভারেস্ট জয়ের খেতাবও অর্জন করেন।

শরদ কুলকার্নির ফেসবুক পেজ (Facebook page of sharad kulkarni mountaineer):

অঞ্জলী কুলকার্নির ইন্সটাগ্রাম পেজ (Instagram page of Anjali kulkarni mountaineer):

যে কয়টি শৃঙ্গ জয় করেছেন শরদ (How many peaks has Sharad conquered):

sharad kulkarni mountaineer
sharad kulkarni everest

অঞ্জলি শরদ দম্পতি একসঙ্গে  মাউন্ট কিলিমাঞ্জারো (আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ), মাউন্ট কোসিয়াসকো (অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ), অসি 10 চ্যালেঞ্জ, মাউন্ট স্টোক কাংরি (লাদাখের সর্বোচ্চ পর্বত) প্রভৃতি মোট 04 টি শৃঙ্গ জয় করেন। ইচ্ছা ছিল দুজনে মাউন্ট এভারেস্টও জয় করবেন কিন্তু স্ত্রী অঞ্জলির মৃত্যুতে সম্ভব হয়নি। অবশেষে 23 মে 2023 ইং শরদ একা মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এভারেস্ট ধরে তিনি মোট 05 টি শৃঙ্গ জয় করেন।

শরদ কুলকার্ণির রেকর্ড (Sharad Kulkarni Record):

60 বছর বয়সে এভারেস্ট জয় করায় শরদ সর্ব প্রবীন ভারতীয় এভারেস্ট জয়ী হিসেবে রেকর্ড করেন। তার আগে এখন অব্দি কোন 60 বছর বয়সী ভারতীয় নাগরিক এভারেস্ট জয় করেন নি।

উপসংহার (Conclusion):

ভালোবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কেও ভালোবেশে এভারেস্ট জয় করছেন তো কেও ভালোবেসে ভালোবাসা বলে কিছু নেই বলে চিৎকার করছেন। শরদ কুলকার্নির মত প্রেমিকেরা ভালোবাসা শব্দটাকে যেন আকাশচুম্বী করেছেন। স্ত্রী বিয়োগের পর স্ত্রীর শেষ ইচ্ছা পূরণে এভারেস্ট জয় যেন আরেক ভালোবাসারও জয়। বেঁচে থাকুক একম ভালোবাসা, বেঁচে থাকুক এমন প্রেমিক, বেঁচে থাকুক এমন স্বামী।

শরদ কুলকার্নির উচ্চতা (sharad kulkarni height)?

৫ ফুট 7 ইঞ্চি (5 Feet 7 Inch)

শরদ কুলকার্নি কবে এভারেস্ট জয় করেন ? (When did Sharad Kulkarni win Everest?)

23 মে 2023 ইং

শরদ কুলকার্নির স্ত্রীর নাম (Wife Of Sharad Kulkarni ?)

অঞ্জলি শরদ কুলকার্নি (Anjali sharad Kulkarni)

শরদ কুলকার্নির জন্মতারিখ (Date of birth of sharad kulkarni everest) ?

1963

2 thoughts on “৬০ বছর বয়সে এভারেস্ট জয় ! কে শরদ কুলকার্নি ? Everest at the age of 60! Who is this sharad kulkarni everest?”

    • অনকে অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মতামতের জন্য। আমার ব্লগের সাথেই থাকুন। শুভ কামনা।

Comments are closed.