IPL winner Ravindra Jadeja hugged who is the girl? । আইপিএল জয়ী রবীন্দ্র জাদেজার জড়িয়ে ধরা মেয়েটি কে?

সূচনা (Introduction):

আইপিএল (IPL) 2023 এর ফাইনালে পঞ্চম বারের মত আবারো চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস (CSK)। এই জয়ের মূল নায়ক হলে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মাত্র 02 বলে 10 রান করে একরকম তুড়ি মেরে ম্যাচ জেতালেন জাদেজা। মাঠে তাই আর নিজের উত্তেজনা সামলাতে পারলেননা। স্ত্রী রিভা জাদেজাকে (Rivaba Jadeja) জড়িয়ে ধরলেন অকপটে। প্রিয়তমা স্ত্রীর সাথে কাটানো এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হলেন ক্রিকেট প্রেমী লাখো জনতা। কিন্তু কে এই রিভা জাদেজা? জানেন কি তার আসল পরিচয় ? চলুন জেনে নিই….

Rivaba Jadeja Ravindra Jadeja wife
Rivaba Jadeja Ravindra Jadeja wife

কে এই রিভা জাদেজা (Who is this Rivaba Jadeja):

রিভা জাদেজার মুল নাম রিভাবা সোলাঙ্কি (Rivaba Solanki), ডাকনাম রিভা (Reeva)। তবে সবথেকে বড় পরিচয় তিনি বিখ্যাত ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে আইপিএল নায়ক রবীন্দ্র জাদেজার স্ত্রী (Ravindra Jadeja wife)। এই পরিচয়ে পরিচিত হলেও তার নিজস্ব পরিচয় স্বামীর থেকে কম কিছু নয়। রিভা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সংসদ সদস্য ও জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে গুজরাট বিধানসভার সদস্য। তিনি 04 ডিসেম্বর 2022 ইং বিধানসভা নির্বাচনে বিজয়ী হন। 17 এপ্রিল 2016 তিনি ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে বিয়ে করেন।

বয়স,  জীবন বৃত্তান্ত একনজরে (age, biography, ‍at a glance):

নাম (Name)রিভাবা সোলাঙ্কি (Rivaba Solanki, Reevaba Solanki) বিয়ের পর হয় রিভাবা জাদেজা (Rivaba Jadeja/Reevaba Jadeja)
ডাকনাম (Nick name)রিভা (Riva/Reeva)
গোত্র (Cast)রাজপুত (Rajput)
উচ্চতা (Height) আনুমানিক৫  ফুট ৪ ইঞ্চি (5 Feet 4 Inch)
ওজন  (weight) আনুমানিক৫২ কেজি (52 kg)
চোখের রং (Eye color)কালো (Black)
চুলের রং (hair color)কালো (Black)
দেহের গড়ন (body structure)মাঝারী (Medium)
বয়স (Age)৩২ বছর (32Years)
আর্থিক অবস্থা (Marrital Status)স্বনির্ভর (Self Dependent)
মোবাইল নং (Cell no)প্রযোজ্য নয় (Not Applicable)
ইমেইল (Email)প্রযোজ্য নয় (Not Applicable)
পেশা (Occupation)রাজনীতিবিদ (Politics)
রাজনৈতিক দল (Political Party)ভারতীয় জনতা পার্টি (বিজেপি) BJP
ধর্ম (Religion)হিন্দু (Hinduism)
জাতীয়তা (Nationality)ভারতীয় (Indian)

জন্ম, জন্মস্থান, বয়স, পিতা, মাতা ও পরিবার  (Birth, Birthplace, age, Father, Mother, brother, daughter, sister):

রিভাবা জাদেজার (Rivaba Jadeja) সার্টিফিকেট নাম রিবাসিংহ হরদেবসিংহ সোলাঙ্কি। তার পিতার নাম হরদেব সিংহ (Hardev Singh Solanki) এবং মায়ের নাম প্রফুল্লবা সোলাঙ্কি (Prafullaba Solanki)। তার পিতা পেশায় একজন ব্যবসায়ী এবং মা পেশায় একজন রেলওয়ের কর্মচারী। রিভা ০৫ সেপ্টেম্বর ১৯৯০ সালে ভারতের গুজরাটে এর রাজকোট নামক জায়গায় জন্মগ্রহণ করেন। তার একটি ভাইও রয়েছে, যার নাম সেতু (Shatu)।  জন্মতারিখ অনুযায়ী মে/2023 ইং অব্দি তার বয়স ৩২ বছর ০৮ মাস ২৬ দিন। তার বাবা মার পরিবারে তিনি সহ চারজন সদস্য। রিভা ও রবীন্দ্র জাদেজার একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম নিধান জাদেজা (Nidhyana Jadeja)। নিধান এর জন্ম 2017 সালে।

পেশা (Occupation):

রিভা পেশায় একজন রাজনীতিক। তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর 04 ডিসেম্বর 2022 ইং বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে গুজরাট বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। রিভাবা জাদেজা 2018 সালে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ও দীপিকা পাডুকোন অভিনীত পদ্মাবতী/পদ্মাবত (Padmavat) চলচিত্র বন্ধের জন্য আন্দোলন করে আলোচনায় আসেন। এর আগে তিনি গুজরাটে সমাজ সেবীকা হিসেবে পরিচিত ছিলেন। তিনি মূলত নারী অধিকারে সোচ্চার ছিলেন।

আমার লেখা আরো ব্লগগুলো…..

বিবাহ জীবন (Rivaba Jedeja husband):

rivaba jadeja husband, ravindra jadeja wife
rivaba jadeja husband, ravindra jadeja wife

রিভাবা জাদেজার স্বামীর নাম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। যিনি ভারতীয় জাতীয় দলের একজন স্বনামধন্য ক্রিকেটার ও অলরাউন্ডার। আইপিএল 2023 এর ফাইনাল ম্যাচে ০২ বলে ১০ রানের তার দুর্দান্ত ব্যাটিংএ চেন্নাই সুপার কিংস (CSK) পঞ্চম বারের মত তার কাঙ্খিত ফাইনাল খেলায় জয়লাভ করে। রিভা ও রবীন্দ্র জাদেজা 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি কন্যসন্তান রয়েছে যার নাম নিধান। জানা যায় বিয়ের আগে রিভাবা এবং রবীন্দ্র জাদেজার বোন নয়না ভালো বন্ধু ছিলেন। একটি অনুষ্ঠানে সাক্ষাতের পরপরই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। পরবর্তীতে তাদের বিয়ে হয়।

শিক্ষাজীবন (Education):

রিভা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। তিনি তার স্কুল শিক্ষা জীবনের পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অতমিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি সমাজ সেবা শুরু করেন। 2018 সালে তিনি রাজনীতিতে যোগে দেন।

বিতর্ক (Controversy):

রিভা রিভাবা জাদেজা 2018 সালে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ও দীপিকা পাডুকোন অভিনীত পদ্মাবতী/পদ্মাবত (Padmavat) চলচিত্র বন্ধের জন্য আন্দোলন করে আলোচনায় আসেন। ঐ বছরেই তিনি একটি গাড়ি এক্সিডেন্টের খবরেও আলোচনায় আসেন। এরপর সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে ১০১ জন ছিন্নমূল বাচ্চার একাউন্ট খুলে দিলে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে সমাজ সেবার জন্য তারা বিশেষ পুরস্কার লাভ করে আলোচনায় আসেন।

উপসংহার (Conclusion):

আইপিএল ২০২৩ (IPL 2023) এ দুর্দান্ত ব্যাটিং করে চেন্নাই সুপারকিংস কে জিতিয়ে দিয়ে রবীন্দ্র জাদেজা রিভা যাদেজার তথা তাদের সকল বিতর্ককে দুরে ঠেলে দিয়ে ছিনিয়ে এনেছেন জয়পতাকা। এই অর্জন তাদের জীবনে চিরস্থায়ী হোক এই শুভকামনা।

রিভাবা জাদেজার ফেসবুক লিংক
রিভাবা জাদেজার ইন্সটাগ্রাম লিংক
রিভাবা জাদেজার টুইটার লিংক

Rivaba Jadeja Religion (রিভা জাদেজার ধর্ম কি ?)

হিন্দু (রাজপুত) Hindu (Rajput)

Who is Rivaba Jadeja ? (রিভাবা জাদেজা কে?)

রবীন্দ্র জাদেজার স্ত্রী (Ravindra Jadeja Wife)

Rivaba Jadeja age? (রিভাবা জাদেজার বয়স ?)

৩২ (32)

আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন।