সূচনা (Introduction):
একের পর এক বঙ্গতনয়া বাংলার মুখ উজ্জল করে চলেছে অবিরাম। এ্যাথলেট রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana mallick heena) এর পর এবারে পিয়ালি বসাক (piyali basak biography) । তাই একথা অকপটে বলা যায় আমাদের মেয়েরা ছেলেদের থেকে কম কিসে ? যেখানে বড় বড় পর্বতারোহীরা অক্সিজেন ছাড়া কোন পর্বত জয় করতে পারেনা সেখানে বাংলার গর্ব পিয়ালি বসাক অক্সিজেন ছাড়াই একের পর এক শৃঙ্গ জয় করে চলেছে। যেন পর্বতে তিনি বড় হয়েছেন। সবই তার চেনাজানা। যেন পর্বতের গা বেয়ে নিশঙ্কোচে উঠে চলেছেন একের পর এক। চলুন জেনে নিই তার সম্পর্কে..
পিয়ালি বসাক এর শারীরিক গঠন (Physical structure of Piyali basak):
উচ্চতা (Height) আনুমানিক | 5 ফুট 6 ইঞ্চি (5 feet 6 Inch) |
ওজন (weight) আনুমানিক | 55 কেজি (55 kg) |
চোখের রং (Eye color) | কালো (Black) |
চুলের রং (hair color) | কালো (Black) |
দেহের গড়ন (body structure) | পাতলা (lite) |
বয়স (Age) | ৩৩ (তেত্রিশ) 33 (Thirty Three) |
বৈবাহিক অবস্থা (Marrital Status) | অবিবাহিত (Unmarried) |
ইমেইল (Email) | basak.piyali2@gmail.com |
পেশা (Occupation) | পর্বতারোহী (Mountaineer) |
ধর্ম (Relign) | হিন্দু (Hinduism) |
জাতীয়তা (Nationality) | ভারতীয় (Indian) |
পিয়ালি বসাক এর জন্মস্থান ও পিতামাতা (Piyali basak home):
পিয়ালী বসাকের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের হুগলি জেলার হুগলি মহকুমার চন্দননগর পৌরসংস্থার অন্তর্গত 02 নং ওয়ার্ডে। এটি ফরাসডাঙা নামেও পরিচিত।
তার পিতার নাম তপন বসাক ও মাতা স্বপ্না বসাক। তার একটি বোনও রয়েছে নাম তমালি বসাক।
ছবিতে: পরিবারের সাথে পিয়ালি বসাক।
আরো পড়ুন…
- বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের জীবনী- সফলতা, অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা । Biography of Bangladesh Football Federation (BAFF) President Tabith Awal 2024
- রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ বিস্তারিত । royal enfield bike bangladesh details 2024
- তাপসী তাবাসসুম উর্মি । tapashee tabassum urmi । কে ? রাজনৈতিক পরিচয়? ঠিকানা? মোবাইল নং ? ইমেইল ?
- রবীন্দ্রনাথ বাংলাদেশ নিয়ে কিভাবে জাতীয় সঙ্গীত লিখলেন? জাতীয় সঙ্গীতের মা শব্দটি কালী/দূর্গা কিনা? How did Rabindranath write the national anthem of Bangladesh? Is the word maa means Kali/Durga of the national anthem?
- কি মোবাইল কিনবো ? 2024 সালে মোবাইল কেনার আগে যা জানা দরকার ?
পর্বতশৃঙ্গ জয়ের পটভূমি (Mountain peak victory background of Piyali Basak):
ছোটবেলা থেকে পর্বতারোহীদের জীবনী পড়ে অনুপ্রাণিত হন পিয়ালী। পর্বতারোহী হিলারি আর তেনজিং নরকের জীবনী তাকে বিশেষ ভাবে উৎসাহিত করে । এর পর কেটে যায় অনেক বছর। এরপর আর দশজনের মত পিয়ালি বসাক গণিতে স্নাতক পাশ করে চাকরি নেন এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসেবে। কিন্তু মন যেন মানে না। মন সবসময় পড়ে থাকে পাহাড়ে। কিন্তু বাড়ির আর্থিক অবনতির কারনে চাকরি করেই যেতে হয়। কিন্তু একদিন তার আর মন মানেনি। 2006 সালে বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে পড়েন নেপালের উদ্দেশ্যে গাইড হয়ে টাকা জোগাড় করে পর্বতারোহন শুরু করবেন বলে। সেখানে গিয়ে স্থানীয়রা বুঝতে পেরে সেনাদের মাধ্যমে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এরে আগে 2000 সালে অমরনাথ অভিযানে গিয়ে জঙ্গি হামলা, বৃষ্টি, তুষার ধ্বসের কবলে পড়েন তবে সেখান থেকে বেঁচে ফেরেন এবং 100 জন যাত্রীকেও বাঁচিয়ে ফেরান এই তরুণী। এর মাধ্যমেই পাহাড়ের সাথে তার সম্পর্ক আরো নিবিড় হয়। তাই আর ফিরে তাকাননি পিয়ালি।
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে ২০০৮ সালে পর্বতারোহণে বেসিক কোর্স। তারপর ২০১০ এ অ্যাডভান্স কোর্স করেন। ৩৩ বছরের পিয়ালির অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে মুলকিলা-১০, মাউন্ট তিঞ্চেংকাং এর মতো শৃঙ্গ আরোহণ। রাজ্য সরকারের ডব্লিউবিএমএএসএফ -এর পক্ষ থেকে মহিলাদের দল নিয়ে আয়জিত অভিযানেরও অংশ ছিলেন পিয়ালি। ২০১৩ সালে ক্লাউড বার্স্টের জন্য সফল হয়নি ভাগীরথী-২ অভিযান। এরপর ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছিলেন। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য । এরপর ২০২২ সালে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে পৌঁছে রেকর্ড গড়েন পিয়ালি বসাক। তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। গত ১৭ এপ্রিল 2023 সোমবার সকালে ৮ হাজার ৯১ মিটার উঁচু অন্নপূর্ণা পর্বতশৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন। কিন্তু বাবার অসুস্থতার জন্য ফিরে আসতে হয় তাকে। তবে অদম্য পিয়ালি এরপর ২৭ এপ্রিল তিনি ফের মাকালু অভিযানে বের হন। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন পিয়ালি। 17/05/2023 ইং সকালে সামিট করেন। এই নিয়ে 06 টি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি। মাকালু পর্বত জয়ের পর নিখোঁজ পিয়ালি বসাক কে খুঁজে পাওয়া গেছে। মাকালু জয়ের পরে ফেরার সময় বৈরী আবহাওয়ায় 22 ঘন্টা আটকে পড়েন তিনি। বৈরী আবহাওয়ায় নিউমোনিয়া ও ফ্রস্টবাইট (আঙ্গুলে তুষার ক্ষত) হয়ে যায় তার। বর্তমানে তিনি কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসারত আছেন।
পিয়ালি বসাক এর জন্ম ও বয়স (Piyali basak mountaineer age):
পিয়ালি বসাক আনুমানিক 1990 সালের দিকে জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 33 বছর।
নীচে আরো পড়ুন…
পিয়ালি বসাকএর পুরস্কার ও রেকর্ড (Prizes & Records of Piyali basak mountaineer):
এখন অব্দি পিয়ালি বসাক (Piyali basak mountaineer) ছয় টি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করেন। তিনি কৃত্যিক অক্সিজেন ছাড়াই এই আটটি পর্বত জয় করে রেকর্ড করেন যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। এছাড়াও তার রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। 2020 সালের 15 ই আগস্ট ফেসুবকে আপলোড করা লোকেদের পর্বতারোহণের বেশিরভাগ ফটো 995 ঘন্টায় শেয়ারের জন্য।
এখন অব্দি পিয়ালি বসাক (Piyali basak mountaineer) ছয় টি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করেন। তিনি কৃত্যিক অক্সিজেন ছাড়াই এই আটটি পর্বত জয় করে রেকর্ড করেন যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। এছাড়াও তার রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। 2020 সালের 15 ই আগস্ট ফেসুবকে আপলোড করা লোকেদের পর্বতারোহণের বেশিরভাগ ফটো 995 ঘন্টায় শেয়ারের জন্য।
পিয়ালি বসাকের শখ (Hobby Of Piyali Basak):
পর্বতারহন নেশা হলেও পিয়ালী বসাকের শখ ছবি আঁকা। তিনি দারুণ ছবিও আঁকেন। যখন পর্বতারোহন থেকে ফেরেন তখন তিনি মনের সুখে ছবি আঁকেন।
পিয়ালি বসাকএর স্বামী (Husband of Piyali basak mountaineer):
তিনি অবিবাহিত তাই তার কোন স্বামী নেই।
পিয়ালি বসাকএরনেট ওয়ার্থ (Net worth of Piyali basak mountaineer):
খুব দরিদ্র ঘরের মেয়ে পিয়ালি বসাক। বাসায় অসুস্খ বাবার ইনকামের সামর্থে নেই। পিয়ালি নিজের টাকায় পর্বতারোহন করেন। সেজন্য তার পরিবারে ঋণের বোঝাও রয়েছে।
পিয়ালি বসাকএর বিতর্ক (Controversy of Piyali basak mountaineer):
জানা যায়না।
উপসংহার (Conclusion):
বাঙালী নারীও যে শক্তপোক্ত। তারাও পারে পুরুষের সাথে, সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে তার উজ্জল দৃষ্টান্ত পিয়ালি বসাক। এই পিয়ালি বসাকরাই বর্তমান বঙ্গ নারীদের আদর্শ। এখন বঙ্গ নারীরা আর ঘরের কোনে থাকতে রাজী নয়। তারাও এগিয়ে আসবে পিয়ালি বসাকের মত ও প্রতিষ্ঠা করবে শক্তিশালী বাংলার।
পিয়ালি বসাক এর ফেসবুক পেজ (piyali basak facebook)
পিয়ালি বসাক এর ইনস্টাগ্রাম পেজ (piyali basak Instagram)
পিয়ালি বসাকের বাড়ি ? (piyali basak home?)
পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর পৌরসভার 2 নং ওয়ার্ডে
পিয়ালি বসাকের বয়স কত ? (piyali basak mountaineer age ?)
তার জন্ম আনুমানিক 1990 সালে। সে অনুসারে তার বয়স বর্তমানে 33 বছর।
পিয়ালি বসাকের যোগাযোগ নম্বর ? (piyali basak contact number)
তার মোবাইল নম্বর পাওয়া যায়নি। তবে তার ইমেইল আইডি হল – basak.piyali2@gmail.com