Biography of Pinaki Bhattacharya 2024 । পিনাকী ভট্টাচার্য এর জীবনী ২০২৪

পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya) হলেন প্রথমত পেশাগত ডাক্তার, ব্লগার, রাজনীতি আলোচক, সামাজিক প্রভাবক (social influencer)। যিনি ভারত বয়কট (Boycott India) প্রচারণার নেতৃত্ত্ব প্রদান ও বাংলাদেশ আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা এর বিরুদ্ধে কঠোর সমালোচনার জন্য সম্প্রতি প্রচুর আলোচনায় রয়েছেন।

সূচনা:

বর্তমানে বাংলাদেশের একটি বহুল আলোচিত ও সমালোচিত নাম পিনাকী ভট্টাচার্য । পিনাক শব্দের অর্থ হল-শিবধনু; ত্রিশূল বা হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিবের ধনুকাকৃতি তন্ত্রীযুক্ত বাদ্যযন্ত্র। আর ভট্টাচার্য হল হিন্দু সম্প্রদায়ের বাহ্মণ গোত্রীয়দের নামের টাইটেল (surname)। হিন্দু সম্প্রদায়ের বাহ্মণ গোত্রীয়দের নামের অনেক টাইটেল যেমন: অধিকারী, গাঙ্গুলী/গঙ্গোপাধ্যায়, রায়চৌধুরী প্রভৃতির মধ্যে ভট্টাচার্য একটি।

একনজরে:

উচ্চতা (Height)আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি
ওজন  (weight)আনুমানকি ৭০ কেজি
বয়স (Age)৫৭ বছর
চোখের রং (Eye color)কালো (Black)
চুলের রং (hair color)কালো (Black)
দেহের গড়ন (body structure)পাতলা (lite)
মোবাইল নং (Cell no)অজ্ঞাত
ইমেইল (Email)pinakibhattacharia@gmail.com (আনুমানিক)
পেশা (Occupation)ব্লগার, সামাজিক প্রভাবক, চিকিৎসক, লেখক, রাজনীতি সমালোচক, শিক্ষক, ব্যবসায়ী
জাতীয়তাবাংলাদেশী, স্প্যানিশ

জীবনী:

পিনাকী ভট্টাচার্য ১৯৬৭ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ এর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্যামল ভট্টাচার্য। তার মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনদের সম্পর্কে তেমন কিছু জানা যায়না। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার জন্মস্থান বগুড়া হলেও তিনি পড়াশুনা ও কাজের সুবাদে বিভিন্ন স্থানে থেকেছেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিস শহরে বসবাস করেন। ছোটবেলা থেকেই পিনাকী ছিলেন মেধাবী।

বগুড়া জেলা শহর থেকেই তিনি তার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পড়াশুনা শেষ করেন। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে যা মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে তিনি ১৯৮৭ সালে স্বকীয় মেধায় ভর্তি হবার সুযোগ পান এবং পড়াশুনা শেষ করেন ১৯৯১ সালে। পড়াশুনাকালীন তিনি বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন ও সক্রিয় রাজনীতি করেন। বাংলাদেশে চলমান বিভিন্ন আন্দোলনের সাথে বিভিন্ন সময় সক্রীয় অংশগ্রহণ করেছেন ও বিভিন্ন বিষয়ে তার ফেসবুক বা ব্লগে পক্ষে ও বিপক্ষে লেখালিখি করেছেন।

আরো পড়ুন:

পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya) এর জীবনী:

পিনাকী ভট্টাচার্য ডাক্তার হিসেবে কাজ শুরু করলেও তিনি বর্তমানে একজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতি আলোচক প্রভৃতি। বর্তমানে তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিচালনার সাথে জড়িত। প্যারিসে বসবাসকারী পিনাকী ভট্টাচার্য একজন বাংলাদেশী ব্লগার এবং সামাজিক কর্মী হিসাবে  ব্যাপকভাবে স্বীকৃত এবং সম্মানিত। এছাড়াও তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতেন, যেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন।

দেশত্যাগের পটভূমি:

পিনাকী ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং তার ব্লগের মতো প্ল্যাটফর্মে তার মতে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের চলমান দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার হয়েছেন। তার পোস্ট এবং টুইট প্রায়ই বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সমালোচনা করে। ২০১৮ সালে, বাংলাদেশে মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজনদের বিচারবহির্ভূত হত্যার খবর পাওয়া যায়। পিনাকী এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-

নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন এবং স্কুল ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থনে সোচ্চার ছিলেন। ৫ আগস্ট, ২০১৮, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়, আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহিদুল আলমকে শিক্ষার্থীদের দাবি সমর্থন করার জন্য পুলিশ গ্রেপ্তার করে। একই সময়ে সামরিক গোয়েন্দারা পিনাকীকে ঢাকায় তাদের হেডকোয়ার্টারে ডাকে। কেন তাকে সেখানে নিয়ে ডাকা হয় তার কোনো ব্যাখ্যা দেয়নি তারা।

এটি লক্ষণীয় যে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের অনেক সমর্থক যাদের সামরিক গোয়েন্দা সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছিল, তার তথ্যানুযায়ী, সেখানে নেওয়ার পর আর কাওকে পাওয়া যায়নি, যা জোরপূর্বক গুমের ইঙ্গিত দেয়। তিনি বিপদ অনুধাবন করেন এবং অবশেষে জানুয়ারী ২০১৯ এ দেশ ত্যাগ করেন এবং বন্ধুদের সহায়তায় ফ্রান্সে পৌঁছান। দুই মাস পরে, তিনি ফ্রান্সে স্থায়ী হন, যেখানে তিনি বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয়। তিনি এখন প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন বলে তার ওয়েবসাইট  সূত্রে জানা যায়।

ভারত বয়কট আন্দোলন:

পিনাকী মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত (INDIA) এর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। তার মতে ভারত, বাংলাদেশ এর অভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ করে। তাই তিনি দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ এর ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ও ভারতের বিরুদ্ধে তার ব্লগ, ফেসবুক, টুইটার, ইউটিউব প্রভৃতি মাধ্যমে বাংলাদেশ এর জনগণদের উদ্বুদ্ধ করতে থাকেন। যার সূত্রধরে ২০২৩ সালের শেষের দিকে তিনি অনলাইনে ভারত বয়কট আন্দোলনের ডাক দেন। অর্থাৎ তিনি বাংলাদেশীদের ভারত উৎপাদিত সকল পণ্য ব্যবহার নিষেধ করতে বলেন। যা এখনো চলমান আছে।

পিনাকীর ওয়েবসাইট লিংক:
ফেসবুক লিংক:
টুইটার লিংক:
ইউটিউব লিংক:
পিনাকী লিখিত বইসমূহ:

পিনাকী ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ে ১৮টি বই লিখেছেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ, বর্তমান রাজনীতি, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার বই ও অনলাইন লেখাগুলো তরুণ ও অন্যান্যদের কাছে ব্যাপক সমাদৃত। তার লেখা ও অনুবাদ করা বইসমূহের নাম:

  • মেডিকেল রিপ্রেজেন্টেটিভ : সাফল্যের তত্ত্ব-তালাশ
  • বালাই ষাট
  • রবীন্দ্রনাথ অন্য আলোয় : ঈশ্বর আত্মা কারণ
  • ডিসকোর্স অন মেথড
  • ইতিহাসের ধুলোকালি
  • মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ
  • ওয়েদার মেকার
  • ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব
  • মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’৭১
  • মন ভ্রমরের কাজল পাখায়
  • ভারতীয় দর্শনের মজার পাঠ
  • সোনার বাঙলার রূপালী কথা
  • এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম: চিন্তার অভিযাত্রা
  • মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
বই প্রাপ্তির অনলাইন ঠিকানা:

পিনাকী ভট্টাচার্যের পিতার নাম কি ?

শ্যামল ভট্টাচার্য

শ্যামল ভট্টাচার্য বর্তমানে কোথায় থাকে ?

ফ্রান্সের প্যারিসে