Who is this Peya Jannatul? । কে এই পিয়া জান্নাতুল? ব্যারিস্টার সুমনের সাথে তার কি সম্পর্ক জানেন ?

সম্প্রতি ব্যারিস্টার ও এমপি সৈয়দ সায়েদুল হক সুমন মিডিয়ায় কথা বলার সময় পেছনে দাঁড়িয়ে হাসি দিয়ে ভাইরাল হয়েছেন পিউ/পিয়া/জান্নাতুল পিয়া/ জান্নাতুল ফেরদৌস পিয়া/পিয়া জান্নাতুল। আসলে তিনি কে ? আইনজীবি নাকি মডেল নাকি অন্যকিছু ? চলুন জেনে নিই তার সম্পর্কে..

একনজরে Peya Jannatul:

পূর্ণ নামজান্নাতুল ফেরদৌস পিয়া/পেয়া
ডাকনামপিউ
পিতা মাহমুদ হাসান চৌধুরী
মাতা মাহাবুবা চৌধুরী
স্বামীফারুক হাসান সামীর
জন্ম তারিখ০৪ মে ১৯৯১
ফেসবুক নাম Peya Jannatul
জন্মস্থান খুলনা
পেশা মডেল, অভিনেত্রী, আইনজীবি
উচ্চতা৫ ফিট ১০ ইঞ্চি
ওজন৫৫ কেজি
ফেসবুক পেজ লিংক ক্লিক করুন
ইনস্টাগ্রাম লিংকক্লিক করুন
মোবাইল নংজানা যায়নি
ইউটিউব লিংকক্লিক করুন
ইমেইলজানা যায়নি
ওয়েবসাইট লিংক ক্লিক করুন
বয়স ৩৩ বছর
ঠিকানারোড ১২১, বাড়ি ৭, ফ্ল্যাট ৫এ, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ

ব্যক্তিগত ও পারিবারিক জীবন:

Peya Jannatul পিয়া জান্নাতুল এর পারিবারিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়না। তার জন্ম খুলনা জেলায়। বাড়িতে সবাই তাকে পিউ বলে ডাকে। তার বাবার নাম মাহমুদ হাসান চৌধুরী, মাতার নাম মাহাবুবা চৌধুরী। পিয়া কয় ভাইবোন তা জানা যায়নি। পিয়া জান্নাতুল বিবাহিতা। তার স্বামীর নাম ফারুক হাসান সামীর। ২০২৪ সালে তিনি বিয়ে করেন। তার স্বামী কি করেন তা জানা যায়নি। তার একটি পুত্র সন্তানও আছে। তার ছেলের নাম অ্যারিস হাসান।

পিয়া জান্নাতুল এর পুত্র সন্তান অ্যারিস হাসান ও স্বামী

আরো পড়ুন:

শিক্ষাজীবন:

পিয়া তার প্রথম শিক্ষাজীবন শুরু করেন খুলনা শহরে। সেখানে বয়স ১৬ পর্যন্ত কাটিয়ে তিনি ঢাকায় আসেন। তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা থেকে সম্পন্ন করেন। এরপর তিনি মডেলিং এর সাথে জড়িয়ে পড়েন। তারপর আবার তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে তার আইন বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেন।

কর্মজীবন:

পিয়ার কর্মজীবন বর্ণিল। ২০০৭ সালে তিনি মিস বাংলাদেশ প্রতিযোগীতায় অংশ্রহণ করে বিজয়ী হিসেবে মিস বাংলাদেশ মুকুট পরিধান করে মডেলিং জগতে পা রাখেন। ২০০৮ সালে পুরোপুরি পেশাগত মডেলিং ও টেলিভিশনে বিজ্ঞাপণে কাজ শুরু করেন। ২০১০ সালে তিনি শিরোনামহীন ব্যান্ড এর আবার হাসিমুখ নামের একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেন। এরপর ২০১১ সালে আবারও দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা ও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন। এরপর ২০১২ সালে জেএওয়াই ফেইস ইন্টারন্যাশনাল প্রতিযোগীতায় – দ্বিতীয়স্থান করেন।

এরপর তিনি বাংলাদেশী চলচিত্রে অভিনয় করা শুরু করেন। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচিত্রে সুজানা চরিত্রে অভিনয় করে আলোচিত হন। ২০১৩ সালে মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল প্রতিযোগীতায় প্রথম হবার খেতাব অর্জন করেন।

এরপর ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচিত্রে শীনা চরিত্রে ও রিকিয়া মাসুদো পরিচালিত দ্য স্টোরি অফ সামারা চলচিত্রে নিজ নাম পিয়া চরিত্রে, ২০১৭ তে সুদীপ্ত সরকার, আবদুল আজিজ পরিচালিত প্রেম কি বুঝিনি চলচিত্রে মিরা ও সর্বশেষ ২০২২ সালে হাবিবুর রহমান হাবিব পরিচালিত ছিটমহল চলচিত্রে রেনুবালা চরিত্রে অভিনয় করে প্রসংশিত হন। টু বি অর নট টু বি, প্রজাপতির সুখ দুঃখ প্রভৃতি টিভি নাটকেও তিনি অভিনয় করেন।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে।

ব্যারিস্টার সুমনের সাথে সম্পর্ক:

ব্যারিস্টার ও এমপি সৈয়দ সায়েদুল হক সুমনের সাথে পিয়া জান্নাতুল এর আইন পেশাগত সম্পর্ক রয়েছে। জান্নাতুল পিয়া তার কর্মজীবন মডেলিং দিয়ে শুরু করলেও পরবর্তীতে তিনি বিদেশে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিষয়ে পড়াশুনা করেন। এরপর দেশে এসে সুপ্রীম কোর্টের আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হয়ে তার নতুন কর্মজীবন শুরু করেন। এ সুবাদে তিনি প্রথিতযশা আইনজীবি সৈয়দ সায়েদুল হক সুমন এর চেম্বারে তার সহযোগী আইনজীবি হিসেবে কাজ শুরু করেছেন।

অর্জন:

বছরঅনুষ্ঠানবিভাগচলচিত্রফলাফল
২০১২মেরিল-প্রথম আলো পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য সমালোচক পুরস্কারচোরাবালিমনোনীত
২০১৪বাচসাস পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীচোরাবালিবিজয়ী

লেখা বইসমূহ:

মডেলিং ও আইন পেশায় থেকেও পিয়া লিখেছেন বই। নীচে তার বইয়ের তালিকা ও লিংক দেওয়া হল:

ব্যারিস্টার সুমনের সাথে পিয়া জান্নাতুল এর কি সম্পর্ক ?

ব্যারিস্টার সুমন এর সহযোগী আইনজীবি