সূচী:
Milton Samadder মিল্টন সমাদ্দার এর পিতা, মাতা, স্ত্রী, ঠিকানা, মোবাইলনং, ইমেইল, সহ আরও সব তথ্য জানতে ক্লিক করুন..

একনজরে:
পূর্ণ নাম | মিল্টন সমাদ্দার |
পিতা | জন সমাদ্দার |
মাতা | ছবি সমাদ্দার |
স্ত্রী | কিশোর বালা |
জন্ম তারিখ | ১০ জুন ১৯৮৮ |
ফেসবুক নাম | Milton Samadder |
জন্মস্থান | বরিশালের উজিরপুরে |
ঠিকানা | ৪৬২, রোড নং-০৮, ব্লক-ডি, দক্ষিণপাইকপাড়া, মিরপুর, ঢাকা |
পেশা | সমাজসেবক |
ফেসবুক পেজ লিংক | ১. ক্লিক করুন ২. ক্লিক করুন |
ইনস্টাগ্রাম লিংক | ক্লিক করুন |
মোবাইল নং | +8801615-554444 |
ইমেইল | miltonsamadder84@gmail.com |
ইউটিউব লিংক | ক্লিক করুন |
টিকটক লিংক | ক্লিক করুন |
ওয়েবসাইট লিংক | ক্লিক করুন |
এ্যাপ ডাউনলোড | ক্লিক করুন |
বয়স | ৩৭ |
Milton Samadder সম্পর্কে একটুখানি:
বরিশাল জেলার উজিরপুর গ্রামে জন্ম ও বেড়ে ওঠা মিল্টন সমাদ্দারের। সেখানেই তিনি তার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশুনা শেষ করেন। এরপর খ্রিষ্টান হাসপাতাল চন্দ্রঘোণা, রাঙামাটি নামক প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে ডিপ্লোমা শেষ করেন ও মনোয়ারা হাসপাতাল (প্রা.) লিমিটেড এ জরুরি নার্স হিসেবে যোগদান করেন। সেখানে 2008 থেকে 2010 পর্যন্ত প্রায় 2 বছর কাজ করেন।

এরপর 2010 থেকে 2012 সাল পর্যন্ত সিনিয়র স্টাফ নার্স হিসাবে বিভিন্ন মেডিকেল সেক্টরে কাজ করেছেন। তারপর তিনি মিলটন হোম কেয়ার (প্রা.) লিমিটেড নামে পরিচিত নার্সিং হোম সার্ভিস প্রতিষ্ঠা করেন। তিনি মোট ৩ টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ১. চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার, ২. চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন ও ৩. মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। তিনি তিনটিরই প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে নিজেকে নিয়োযিত করেন। ২৪ জুলাই ২০০৯ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম কিশোর বালা মতান্তরে মিঠু হালদার। যিনি জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।
বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, মিল্টন সমাদ্দার বরিশালে তার বাবাকে মারধর করে এলাকাবাসীর তোপের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন। ঢাকায় এসে তিনি দু:স্থ অসহায় গৃহহীন বৃদ্ধ/বৃদ্ধাদের সেবা করার লক্ষ্যে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম। যেখানে তিনি এসব দু:স্থ অসহায় গৃহহীন বৃদ্ধ/বৃদ্ধাদের মৌলিক চাহিদাসমূহ পুরণের ব্যবস্থা করেন বলে জানা যায়।
সম্প্রতি সেই বৃদ্ধাশ্রম ও মিল্টন সমাদ্দার এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগ আনেন কিছু মানুষ। তারপর তার বিরুদ্ধে মামলা রজু হয় ও তাকে পুলিশ গ্রেফতার করেন।
চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠার ইতিহাস:
২০১৫ সাল, একদিন কাজ সেরে বাসায় ফিরছিলেন মিল্টন সমাদ্দার। রাস্তার পাশে এক বৃদ্ধের দুই পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। কোন কিছু না ভেবেই মিল্টন তাঁকে সঙ্গে করে নিয়ে এলেন নিজের বাসায়। নিজ হাতে গোসল করালেন। পরিষ্কার জামা-কাপড় পরিয়ে খাওয়ালেন। পরিচয়হীন বৃদ্ধাকে পরম যত্নে মরণাপন্ন অবস্থা থেকে সুস্থ করে তোলেন। কিন্তু অসহায় বৃদ্ধের যাওয়ার কোনো জায়গা না থাকায় তাঁকে আশ্রয় দিলেন তিনি। সেই থেকে শুরু। এখন প্রায় এক দশক হতে চলল। এভাবেই সৃষ্টি প্রতিষ্ঠানটির।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার এর কিছু তথ্য:
ভবন সংখ্যা | ০২ টি |
ওয়ার্ড সংখ্যা | ২৬ টি |
বৃদ্ধ সংখ্যা | ১০৮ জন |
বৃদ্ধা সংখ্যা | ১৪৮ জন |
শিশু সংখ্যা | ৪৫ জন |
ডাক্তার সংখ্যা | ০৩ জন |
নার্স সংখ্যা | ০৮ জন |
কর্মচারী সংখ্যা | ৯৩ জন |
- তাইজুল ইসলাম: একজন প্রতিভাবান বাংলাদেশী ক্রিকেটার
- ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু: হিন্দু জাগরণ ও আধ্যাত্মিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
- ঢামেকের ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা: এক চাঞ্চল্যকর ঘটনা । papia akter sorna 2024
- বৈভব সূর্যবংশী: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা । Vaibhav Suryavanshi Rising star of Indian cricket
- নিঝুম মজুমদার-হারপিক মজুমদার কে ? কেন তাকে এই নামে ডাকা হয় ? Why is Nijhoom Majumder called Harpik Majumdar 2024?
মিল্টন সমাদ্দার ও বৃদ্ধাশ্রম এর অর্জন:
- ২০১৯ সালে আন্তর্জাতিক প্রবীণ দিবসে সমাজকল্যান মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রবীণদের সেবার স্বীকৃতি স্বরুপ বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠান হিসেবে মমতাময় ও মমতাময়ী সনদ।

- ২০২২ সালে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড ও স্বাধীনতা সাংসদ শাইন পারসোনালিটি এওয়ার্ড


যে কারণে গ্রেফতার হন মিল্টন সমাদ্দার:
দু:স্থ অসহায় গৃহহীন বৃদ্ধ/বৃদ্ধা/শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদা পুরণের মহৎ উদ্দেশ্য নিয়ে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামক আশ্রয়কেন্দ্র শুরু হলেও এর আড়ালে মিল্টন সমাদ্দার গোপনে বৃদ্ধ/বৃদ্ধা/শিশুদের কিডনী সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসা করেন বলে অভিযোগ ওঠে। সংবাদ সূ্ত্রে আরও জানা যায়, তিনি রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ/বৃদ্ধা/শিশুদের তার আশ্রমে আনা, তাদের সেবা করা ইত্যাদির ভিডিও বানিয়ে ফেসবুক পেজ, ইউটিউব ইত্যাদিতে ফলোয়ার বাড়িয়ে সেখান থেকে তো ইনকাম করেনই এছাড়াও বিত্তবানদের থেকে এমনকি বিদেশী ডোনেশন ম্যানেজ করে সেই টাকা প্রতিষ্ঠানে না দিয়ে নিজে আত্মসাৎ করেন। তিনি সেসব বৃদ্ধ/বৃদ্ধা/শিশুদের সাথে খারাপ আচরণ করতেন ও মারধরও করতেন বলে জানা যায়।
এসবের জন্য মিল্টন সমাদ্দারের রয়েছে প্রায় ১৬ টি মোবাইল ব্যাংকিং, একাধিক ব্যাংক একাউন্ট। যেখানে কোটি কোটি টাকার লেনদেন থাকলেও তার প্রতিষ্ঠানে নেই কোন স্বচ্ছতা। এ পর্যন্ত কতজনকে তার আশ্রম থেকে দাফন করা হয়েছে তার কোন স্বচ্ছ তথ্য নেই। তিনি নিজেই সেসব মৃত ব্যক্তির মৃত্যু সনদ দিতেন।
তার আশ্রম নিয়ে করা সংবাদে সেবাগ্রহণকারীদের তথ্য বেশি বেশি দেখাতে বলতেন সাংবাদিকদের। সেরকম না করলে খারাপ ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করতেন। সেখানে চিকিৎসা প্রদানরত ডাক্তারদের সাথেও বেতন দেওয়া নিয়ে করেছেন অনিয়ম। এছাড়াও আশ্রমের জন্য নতুন জমি কেনার জন্যও জমির মালিককে জমি বিক্রি করতে বাধ্য করা, ভয়ভীতি দেখানো প্রভৃতিও করেছেন বলে জানা যায়।
যেসব নম্বরে লেনদেন করেন মিল্টন:
■■ নগদ দিতে- শিশু ও বৃদ্ধ বয়সের যত্ন।
বিকাশ- 01622220222 বণিক
বিকাশ- 01633330333 বণিক
নাগদ-01622220222 বণিক
বিকাশ- 01620555222 ব্যক্তিগত
বিকাশ- 01626555222 ব্যক্তিগত
বিকাশ- 01615554444 ব্যক্তিগত
নাগদ- 01620555222 ব্যক্তিগত
নাগদ- 01626555222 ব্যক্তিগত
নাগদ- 01615554444 ব্যক্তিগত
রকেট- 016205552223 ব্যক্তিগত
রকেট- 016265552223 ব্যক্তিগত
রকেট- 016155544446 ব্যক্তিগত
■■ এ বিস্তারিত তথ্য- শিশু ও বৃদ্ধ বয়সের যত্ন।
এ/সি নম্বর: 15011200000044।
বি/নাম: প্রিমিয়ার ব্যাংক
সুইফট কোড: PRMRBDDH
রাউটিং নম্বর: 235264303
ব্যাংকের ঠিকানা: শ্যামলী শাখা
শিশু ও বৃদ্ধ বয়স পরিচর্যা ফাউন্ডেশন।
এ/সি নম্বর: 4022788616324
বি/এন: এবি ব্যাংক
সুইফট কোড: ABBLBDDH
রাউটিং নম্বর: 020264000
ব্যাংকের ঠিকানা: রোকেয়া সরণি শাখা
মিল্টন সমাদ্দারের বাড়ি কোথায় ?
বরিশাল জেলার উজিরপুর গ্রামে
মিল্টন সমাদ্দার ঢাকার কোথায় থাকেন ?
৪৬২, রোড নং-০৮, ব্লক-ডি, দক্ষিণপাইকপাড়া, মিরপুর, ঢাকা
মিল্টন সমাদ্দারের মোবাইল নম্বর?
+8801615-554444
মিল্টন সমাদ্দারের পিতা মাতা কে?
পিতা: জন সমাদ্দার ও মাতা: ছবি সমাদ্দার
মিল্টন সমাদ্দারের স্ত্রীর নাম ?
কিশোরী বালা মতান্তরে মিটু হালদার