Mainul Ahsan Noble ‍Singer in the sewer । নর্দমায় গায়ক মইনুল আহসান নোবেল ?

হেডলাইন পড়ে ভাবছেন মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) আবার কোন নর্দমায় পড়লো ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে যেন একের পর এক নর্দমায় পড়েছেন নোবেল। এখনো পরকীয়া, নেশা, স্টেজে মদ্যপান, নারী নির্যাতন, অশালীন মন্তব্য প্রভৃতির জন্য নর্দমায় পড়ে হাবুডুও খাচ্ছেন তিনি।  চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নিই….

সূচনা (Introduction):

মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) তার নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে যিনি নোবেল ম্যান (Noble Man) নামেও অধিক পরিচিত। মূলত ভারতীয় রিয়্যালিটি শো জিবাংলা সারেগামাপা এর মাধ্যমে উথ্থান এই গায়কের। যিনি নগর বাউল ব্যান্ডের প্রধান শিল্পী জেমস এর গান গেয়ে অধিক পরিচিতি পান। জেমস এর গান ছাড়া অন্য গানও করেছেন নোবেল। এর মধ্যে কিছু নিজের লেখা, সুরকরা ও গাওয়া গানও রয়েছে যেগুলো তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করেছেন। বর্তমানে তার ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রায় 20 লাখের বেশি ফলোয়ার রয়েছে।

মইনুল আহসান নোবেল এর শারীরিক গঠন (Physical structure of Mainul Ahsan Noble):

উচ্চতা (Height)5 ফুট(Feet) 8  ইঞ্চি (Inch)
ওজন  (weight)75 কেজি (kg)
চোখের রং (Eye color)কালো (Black)
চুলের রং (hair color)কালো (Black)
দেহের গড়ন (body structure)লম্বা (Tall)
মোবাইল নং (Cell no)প্রযোজ্য নয়
ইমেইল (Email)nobleman711@gmail.com
পেশা (Occupation)গায়ক (Singer)
ধর্ম (Relign)ইসলাম (Islam)

মইনুল আহসান নোবেল এর জন্মস্থান ও পিতামাতা (Birthplace & Parents of Mainul Ahsan Noble):

noble singer wikipedia mainul ahsan noble songs mainul ahsan noble mother name noble singer bangladesh mainul ahsan noble father name mainul ahsan noble age nobleman singer mainul ahsan noble wife mainul ahsan noble wife name mainul ahsan noble net worth mainul ahsan noble records mainul ahsan noble achivement mainul ahsan noble birth mainul ahsan noble from where mainul ahsan noble working life mainul ahsan noble education mainul ahsan noble girlfriend mainul ahsan noble songs nobleman wife মইনুল আহসান নোবেল, মইনুল আহসান নোবেল এর জীবনী, নোবেল, নোবেল ম্যান, মঈনুল আহসান নোবেল উইকিপিডিয়া, গায়ক নোবেল, সারেগামাপা নোবেল
ছোটবেলায় মায়ের সাথে নোবেল।

মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) এর জন্ম ৭ নভেম্বর, ১৯৯৭ বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। জন্ম তারিখ অনুযায়ী তার বয়স 26 বছর। নোবেলের পৈত্রিক নিবাস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চড় এলাকার দক্ষিণপাড়ায়। তার পিতার নাম মোজাফফর এইচ নান্নু। তিনি লতিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন । পরে তিনি ব্যবসা শুরু করেন। নোবেলের মায়ের নাম নাজমা বেগম । তিনি গৃহীনি। নোবেলের জন্ম গোপালগঞ্জে হলেও তাঁর বেড়ে ওঠা ঢাকা, খুলনা, কোলকাতা, দার্জিলিং প্রভৃতি স্থানে। বাবার ব্যবসা সূত্রে ও তার পড়াশোনা সূত্রে তার এসব স্থানে যাতায়াত হয়।

মইনুল আহসান নোবেল এর শিক্ষাজীবন (Education ofMainul Ahsan Noble ):

বাবা মোজাফফর এইচ নান্নু ব্যবসা সূত্রে মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) কে কখনো থাকতে হয়েছে খুলনা আবার কখনোবা ঢাকায়। সেখানেই কেটেছে নোবেলের ছোটবেলা। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত গোপালগঞ্জের এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে পড়েছেন নোবেল। এরপর ঢাকা ও খুলনায় কয়েকবার স্কুল বদলাতে হয়েছে নোবেলকে। নবম শ্রেণিতে পড়ার সময় ভর্তি হন গোপালগঞ্জের একটি স্কুলে। সেখানে মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে তাঁকে স্কুল থেকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। তারপর বাবা তাঁকে পাঠিয়ে দেন ভারতের দার্জিলিং এ। সেখানকার কাশিয়াং এলাকার হিমালি বোর্ডিং স্কুলে ভর্তি হন তিনি। সেখান থেকে চলে যান কলকাতার হাজরার একটি স্কুলে। ২০১৪ সালে  কলকাতায় মাধ্যমিক পর্যায়ের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে ঢাকায় ফেরেন নোবেল। তিনি মূলত বন্ধুদের সাথে আড্ডার মাধ্যমে গীটার শেখেন ও গান গাওয়া শুরু করেন। তার সঙ্গীত শিক্ষা গুরুমূখী নয়।

মইনুল আহসান নোবেল এর স্ত্রী (Wife of Mainul Ahsan Noble):

ছবিতে: নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল

জিবাংলা সারেগামাপা তে অংশগ্রহণ শেষেই বিয়ে করেন মইনুল আহসান নোবেল। তার স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল । তাদের বিয়ে হয় ২০১৯ সালে এবং বিচ্ছেদ হয় ২০২৩ সালে।

নেট ওয়ার্থ (Net worth of Mainul Ahsan Noble):

জানা যায়নি।

মইনুল আহসান নোবেল এর বিতর্ক (Controversy of Mainul Ahsan Noble):

গায়ক হিসেবে আত্ম প্রকাশের পর থেকেই নানা রকম বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। যেন বিতর্কে থাকতেই তিনি ভালোবাসেন। রবীন্দ্রনাথ সম্পর্কে কটুক্তির জন্য তিনি প্রথম বিতর্কে আসেন। তার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” এই গানের থেকে প্রিন্স মাহমুদের লেখা ‘আমার সোনার বাংলা” গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেশি উপযুক্ত।

তিনি রবীন্দ্রনাথকে নিয়ে কটাক্ষে এখানেই থেমে থাকেন নি তিনি আরো বলেছেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের তেমন কোন অবদান নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হোক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই। তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। বাংলাদেশের সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিতান্তই কম বা নেই বললেই চলে।

রবীন্দ্রনাথ ছাড়াও পরকীয়ায় জড়িত হন নোবেল। তিনি স্ত্রী থাকা স্বত্তেও অন্য এক মহিলাকে নিয়ে বান্দরবানে এক হোটেলে রাত কাটানোর সময় হাতেনাতে গ্রেপ্তার হন। এছাড়াও বিভিন্ন রকম নেশায় জর্জিরিত নোবেল। দিনে তার নাকি প্রায় চার লাখ টাকার নেশাদ্রব্য লাগে। এ নিয়ে অবাক তার ভক্তরা জানতে চান, প্রতিদিন এত টাকার নেশাদ্রব্য কেনার টাকা তিনি কিভাবে কোথায় পান। 2023 সালে এক কলেজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় স্টেজে উঠে ভাংচুর অশালীন মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে স্ত্রী ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

এছাড়াও শরীয়তপুরের একটি স্কুলের রি-ইউনিয়নের অনুষ্ঠানে পারফর্ম করতে যাওয়ার কথা ছিল নোবেলের। বাংলাদেশি মুদ্রায় এর জন্য নাকি তিনি ১ লক্ষ ৭২ হাজার টাকা অগ্রিমও নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান করতে যাননি । আর সে জন্যই প্রতারণায় অভিযোগ দায়ের করা হয়। তার স্ত্রী সালসাবিলও তার নামে নারী নির্যাতনের মামলা করেছেন বলে জানা যায়।

আরো পড়ুন..

মইনুল আহসান নোবেল এর পুরস্কার ও অর্জন (Achivements of Mainul Ahsan Noble):

জিবাংলা সারেগামাপা এর প্রথম রানার আপ হওয়া ব্যতীত নোবেলের আর কোন বড় স্বীকৃতি নেই বলে জানা যায়।

মইনুল আহসান নোবেল এর রেকর্ড (Records of Mainul Ahsan Noble):

জানা যায়নি।

Conclusion (উপসংহার):

বর্তমানে বিতর্কের এক মহাসাগরে হাবুডুবু খাচ্ছেন গায়ক মইনুল আহসান নোবেল(Records of Mainul Ahsan Noble)। তবে তার স্ত্রী সূত্রে জানা যায় তিনি এরকম ছিলেন না। তিনি ছিলেন নামাজী ও সংস্কৃতিবান একজন মানুষ। তার বর্তমান অবস্থার দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যায় তিনি মূলত নেশার জন্যই এতটা খারাপ অবস্থার সম্মূখীন হয়েছেন। আমরা তার নেশামুক্ত সুন্দর ও সুস্থ জীবন কামনা করি। তিনি আবার আগের সেই নোবেল হওয়ার সুযোগ পান এবং আবার সুন্দর সব গান নিয়ে আমাদের মাঝে ফিরে আসুন এই কামনা আমাদের সবার।

নোবেলের ইনস্টাগ্রাম পেজ (Instagram Link of noble singer bangladesh):

নোবেলের ইনস্টাগ্রাম পেজ (Instagram Link of noble singer bangladesh):

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর মায়ের নাম ? mainul ahsan noble mother name ?

উত্তর: নাজমা বেগম

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর বাবার নাম ? mainul ahsan noble father name ?

উত্তর: মোজাফফর এইচ নান্নু

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর জন্ম ? (Date of birth of Mainul ahasan noble ?

উত্তর: ৭ নভেম্বর, ১৯৯৭ সাল

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর জন্মস্থান ? (Birthplace of Mainul ahasan noble ?

উত্তর: গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চড় এলাকার দক্ষিণপাড়ায়

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর শিক্ষা ? (Education of Mainul ahasan noble ?

উত্তর: Higher Secondary (উচ্চ মাধ্যমিক)

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর স্ত্রী (Wife of Mainul Ahsan Noble) ?

উত্তর: মেহরুবা সালসাবিল

প্রশ্ন- মইনুল আহসান নোবেল এর বয়স ? (mainul ahsan noble age?)

উত্তর: 26 বছর