How to register upension 2024 ? । সর্বজনীন পেনশনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?

সর্বজনীন পেনশন upension ওবেসাইটে গিয়ে নীচে ছবিসহ তথ্য দেখে দেখে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন সর্বজনীন পেনশন স্কিমে। তাহলে চলুন দেখে নিই।

প্রথম ধাপ For upension:

প্রথমে আপনার মোবাইল/কম্পিউটারের যেকোন একটি ব্রাউজারের এ্যড্রেসবারে গিয়ে লিখুন https://www.upension.gov.bd/ বা এখানে ক্লিক করে সর্বজনীন পেনশন এর সরকারী ওয়েবসাইটে যান। তারপর পেনশনার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।

upension
upension

দ্বিতীয় ধাপ:

এরপর আপনার সামনে নীচের ছবির মত একটি অপশন আসবে। যেখানে লিখা থাকবে আমি সম্মত আছি। আপনাকে আমি সম্মত আছি তে ক্লিক করতে হবে।

আরো পড়ুন:

তৃতীয় ধাপ:

এরপর আপনার সামনে নীচের ছবির মত অপশন আসবে। যেখানে আপনি কোন স্কিমে রেজিস্ট্রেশন করবেন তা জানতে চাইবে। সাথে আপনার জাতীয় পরিচয়পত্র নং/এনআইডি নং, জন্মতারিখ, মোবাইল নং, ইমেইল এসব তথ্য নির্ভুলভাবে লিখতে হবে। এরপর ক্যাপচা প্রদান করুন অপশনে উপরের AbcDEF12 লিখাগুলো যেরকম আসবে ঠিক বড় হাতের/ছোট হাতের সেভাবেই লিখে পরবর্তী পেইজ লিখাতে ক্লিক করতে হবে।

চতুর্থ ধাপ:

এবারে আপনার সামনে নীচের ছবির মত অপশন আসবে। যেখানে আপনার ব্যক্তিগত তথ্যসমুহ যেমন: এনআইডি নং, আবেদনকারীরর নাম, জন্ম তারিখ, আবেদনকারীর নাম (ইংরেজীতে), মোবাইল নং, পিতার নাম, বার্ষিক আয়, মাতার নাম, পেশা নির্বাচন, বসবাসরত দেশ (আপনি বাংলাদেশ সিলেক্ট করুন, যারা প্রবাসে থাকেন তারা তাদের নিজ নিজ দেশ সিলেক্ট করুন), এরপর বিভাগ, জেলা, উপজেলা নিভুলভাবে নির্বাচন করতে হবে। সব পূরণ করা হলে পরবর্তী লিখার উপরে ক্লিক করে পরের অপশনে যান

পঞ্চম ধাপ:

এই ধাপে আপনার সামনে নীচের ছবির মত অপশন আসবে। যেখানে আপনাকে স্কিমের তথ্য বসাতে হবে। আপনার স্কিম নির্বাচন করুন। এখানে প্রগতি সিলেক্ট করা আছে। আপনার যে স্কিম আপনি সেটা সিলেক্ট করুন। এরপর মাসিক চাঁদার পরিমাণের পাশের ছোট্ট গোল ০ ঘরে ক্লিক করে কত টাকা তা সিলেক্ট করবেন। এরপর চাঁদা পরিশোধের ধরণের পাশের ছোট্ট গোল ০ ঘরে ক্লিক করে প্রতিমাসে বা মাসিক/০৩ মাস পর পর বা ত্রৈমাসিক/০১ বৎসর পর পর বা বাৎসরিক যেভাবে টাকা দিলে আপনার সুবিধা সেটা সিলেক্ট করে পরবর্তী লেখার উপরে ক্লিক করে ব্যাংক তথ্য পেজ এ যান..

ষষ্ঠ ধাপ:

ব্যাংক তথ্য পেজ এ আসলে আপনার সামনে নীচের ছবির মত অপশন আসবে। যেখানে আপনার ব্যাংক একাউন্টের নাম মানে আপনার নামে বা যার নামে হিসাব খোলা আছে সে নাম বসাতে হবে। এরপর ব্যাংক একাউন্ট নং, হিসাবের ধরণ মানে চলতি হিসাব না সঞ্চয়ী হিসাব নাকি অন্য তা নির্বাচন করতে হবে। রাউটিং নং এর স্থানে আপনার একউন্টটি যে ব্যাংকে সেটার রাউটিং নং লিখতে হবে। যদি রাউটিং নং কি তা জানা না থাকে তাহলে Search অপশনে আপনার ব্যাংকের নাম লিখে যে শাখায় আপনার একাউন্ট তার রাউটিং নং বের করতে পারবেন। এরপর কোন ব্যাংকের কোন শাখায় আপনার একাউন্ট তা লিখুন। এরপর পরবর্তী লেখাতে ক্লিক করে নমিনি তথ্য পেজ এ যান।

সপ্তম ধাপ:

নমিনি তথ্য পেজ এ আসলে আপনার সামনে নীচের ছবির মত অপশন আসবে। নমিনি মানে আপনার অবর্তমানে আপনার পেনশনের মালিক যিনি হবেন। আপনি আপনার সদ্যজাত সন্তানকেও নমিনি করতে পারেন তবে তার জন্মনিবন্ধন আবশ্যক। এছাড়াও আপনি আপনার আপনজন যেকাওকে নমিনি করতে পারেন। এটা যেকোন সময় আবার পরিবর্তনও করতে পারবেন। নমিনির আইডির ধরণে নমিনি যদি ১৮ বছরের বেশি হয় তাহলে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করুন। যদি ১৮ বছরের নীচে হয় জন্মনিবন্ধন সিলেক্ট করুন। এরপর জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর নিভূলভাবে বসান। এরপর আবারও বসান। এরপর জন্ম তারিখ লিখুন। অবশ্যই জন্ম তারিখের মাঝথানে (-) হাইফেন চিহ্ণ দিয়ে ধরুন (12-12-12) এভাবে নিভূলভাবে লিখে নমিনির নাম লিখুন। এরপর নমিনি যুক্ত করুন অপশনে ক্লিক করুন।

অষ্টম ধাপ:

এবারে নীচের ছবির মত আসবে। যেখানে আপনার নমিনির নাম ও তথ্য যেমন: নাম, এনআইডিনং, জন্ম তারিখ অটো বসে যাবে। আপনাকে নমিনির মোবাইল নং লিখতে হবে। নমিনি সম্পর্কে আপনার যা হয় তা সিলেক্ট করে দিতে হবে। এরপর নমিনির প্রাপ্যতার হার অপশনে যদি আপনার একটি নমিনি হয় তাহলে ১০০% আর যদি একাধিক হয় তাহলে আপনার মনমত কাকে কতভাগ দিবেন তা লিখে দিন। ধরুন আপনার নমিনি দুজন করলেন সেক্ষেত্রে ৫০%+৫০% বা ৬০%+৪০% বা ৭০%+৩০% যেভাবে আপনার খুশি ভাগ করে দিলেন।

নবম ধাপ:

এবারে নীচের ছবির মত অপশন আসবে। যেখানে আপনার সম্পূর্ণ ফরম দেখাবে। এখানে আপনি আপনার সকল তথ্য, নামের বানান, এনআইডি নম্বর, মোবাইল নং সব আরেকবার মিলিয়ে দেখে নিয়ে সম্পূর্ণ আবেদনটি ডাউনলোড করে নিন।

দশম ধাপ:

ডাউনলোড হলে নীচের ছবির মত আমি নিশ্চত করছি যে লিখার আগের ঘরে টিক চিহ্ণ দিয়ে সম্মতি প্রদান করে আবেদন সম্পন্ন করুন অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

একাদশ তম ধাপ:

এবারে আপনার সামনে নীচের ছবির মত অপশন আসবে। যেখানে উল্লিখিত ০৪ টি ব্যাংকের মাধ্যমে আপনি অনলাইনে/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠানোর পর অবশ্যই আপনার ট্রাঞ্জেকশন আইডি/ব্যাংক কর্তৃক প্রদত্ত অনলাইন কপি ডাউনলোড করে প্রিন্ট কপি/সফ্ট কপি ভবিষ্যতের জন্য সেভ করে রাখুন।

আশা করি উক্ত আর্টিকেলটি আপনাদের একটু হলেও কাজে এসেছে। যদি আপনার উপকারে আসে দয়া করে অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

কিভাবে সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করব ?

উত্তর: সর্বজনীন পেনশন Upension ওবেসাইটে গিয়ে নীচে ছবিসহ তথ্য দেখে দেখে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন সর্বজনীন পেনশন স্কিমে। উপর থেকে দেখে নিন।

Leave a Comment