Table of Contents
1. সূচনা (Introduction):
পৃথিবীতে মা শব্দটি সব থেকে কম বর্ণ নিয়ে তৈরী হলেও এর আবেগ সব থেকে বেশি। একজন মানুষ তার মায়ের মাধ্যমে পৃথিবীতে মানুষের রূপ নিয়ে আসতে পারে। গর্ভ থেকে শুরু করে সাবালক এমনকি বৃদ্ধ পর্যন্ত সে আদর স্নেহে বেড়ে উঠতে থাকে। একমাত্র মা ই চায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের সেবা করতে। সে চায় সবসময় তার সন্তান সুস্থ থাকুক, ভাল থাকুক। সন্তানের সকল উন্নতি হোক। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর যার মায়ের প্রতি মমত্ব বোধ নেই। সব থেকে বড় অত্যাচারী কাওকে ভাল না বাসলেও তার মাকে ভালোবাসে। যুগে যুগে এটি প্রমাণিত। একমাত্র মাই তার জীবদ্দশা পর্যন্ত সন্তানের পাশে থাকেন, তাকে ছেড়ে যাননা, যত বিপদই আসুকনা কেন।
mothers day 2023, mother’s day 2023 date, mother’s day 2023 gifts, mother’s day 2023 events, mother’s day 2023 gift ideas, mother’s day 2023 ideas, whens mother’s day 2023, bereaved mother’s day 2023, best gifts for mothers day 2023, mother’s day 2023 flowers, mother’s day 2023 guide, mothers day date 2023, বিশ্ব মা দিবস কোনটি, বিশ্ব মা দিবস রচনা, মা দিবস কবে 2023, বাংলাদেশে মা দিবস কবে, মা দিবসের বক্তব্য
এই মায়ের প্রতি চিরঋণী আমরা। সন্তানের জীবন দিয়ে দিলেও মায়ের এ ঋণ শোধ হবেনা। আগামী ১২ মে ২০২৩ বিশ্ব মা দিবস বা বিশ্ব মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother’s Day) আসন্ন। যদিও মাকে উৎসর্গ করতে বিশেষ কোন দিনের দরকার হয়না চাইলেই যেকোন দিন তাকে সম্মান, ভালোবাসা জানানো যায়। তবে একটি বিশেষ দিন থাকলেই বা ক্ষতি কি? এতে গোটা বিশ্ব একসঙ্গে তার মাকে সম্মান জানায় যা সত্যিই মায়ের প্রতি সন্তানের মমত্ব, কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম দিন বলা যায়। চলুন জেনে নিই মাতৃদিবস বা মা দিবস বা মাদার্স ডে তে মাকে খুশি করে দেবার মত কিছু গিফ্ট আইডিয়া (ideas)।
2. সময় (Time):
আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। সোসাল মিডিয়ার যুগে আমাদের এত সময়ের অভাব যে আমরা ভুলেই যাই আমাদের বাড়িতে মা নামে একজন মানুষ আছেন। সারাদিন মোবাইল, টিভি, ল্যাপটপ, ইন্টারনেট প্রভৃতি করতে করতে তার সাথে বসে দুটো কথা বলারই সময় হয়ে ওঠেনা। সামনের মা দিবসটি হতে পারে আপনার ও আপনার মায়ের জন্য সবথেকে খুশির দিন। তাই আজ থেকেই প্লান করুন তাকে কিভাবে সময় দেবেন। দরকার হলে সেদিন আপনার সকল কাজ বন্ধ করে মাকে নিয়ে বেড়াতে গেলেন কোন বিশেষ স্থানে। কারণ মায়ের কাছে তার সন্তানই বড় পুরস্কার। তাই অবশ্যই মাসে অন্তত একবার হলেও সব কাজ বাদ রেখে, দরকার হলে মোবাইল বন্ধ রেখে তাকে সময় দিন। এতে মা খুব খুশি হবেন।
3. রান্না (Cooking):
জন্মের পর থেকে মা আমাদের সবার খাবার রান্নার দায়িত্ব নেন। আমরা কখন কি খাব, কি খেতে মন চায় সব আমরা মাকে বলি। তিনি আমাদের পছন্দ মত রেঁধে খাওয়ান। এই মা দিবসে মার কাছে থেকে শুনে তার পছন্দমত ডিস রান্না করে খাওয়াতে পারেন। যদি রান্না করতে না পারেন তবে রেস্টুরেন্ট থেকে তার পছন্দমত খাবার অর্ডার করে আনতে পারেন বা তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওযাতে পারেন।
4. পছন্দের কাপড় বা কসমেটিক্স বা সুগন্ধী (Clothes, Cosmetics or Perfume):
আপনার বাজেট যাই হোকনা কেন, মার পছন্দ মতন আপনার সাধ্যের মধ্যে তার জন্য কাপড় বা কসমেটিক্স বা সুগন্ধী কিনে তাকে দিতে পারেন।
5. রান্নার সামগ্রী (Cookeries):
মায়ের রান্নার কাজে সাহায্য হয় এমন কোন কুকারিজ পন্য দিতে পারেন এতে তার প্রতদিনের রান্নার কাজ সহজে হবে তার বেশি কষ্ট হবেনা।
6. ডায়রী ও কলম (Diary & Pen) :
ডায়রী ও কলম আমাদের অতি পরিচিত গিফ্ট আইটেমের একটি। চাইলে এটিও দিতে পারেন। এতে করে মা তার প্রয়োজনীয় বিষয়াদি নোট করে রাখাতে পারবেন।
7. বই (Books):
অনেক মা আছেন যারা বই পড়তে ভালোবাসেন। বই পড়া তাদের অভ্যাসের মধ্যে একটি। তাঁর পছন্দের কোন লেখকের নতুন প্রাকশিত বইটি কিনে তাকে গিফ্ট করতে পারেন। অথবা আপনি রান্নার রেসিপির বইও গিফ্ট করতে পারেন।
8. কেক (Cake):
জন্মদিনের মত করে কেকের উপরে বিশ্ব মা দিবস, তোমাকে অনেক ভালোবাসি মা এই কথাগুলো লিখে তাকে নিয়ে কেক কেটে সেলিব্রেট করতে পারেন।
9. বডি ম্যাসেজার (Body massager):
মা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকায় নিজের শরীরের যত্ন নিতে পারেন না। সাধারণতই দেখা যায় তারা শারিরীক নানা ব্যথাজনিত জটিলতায় ভোগেন। এখন অনেক কম খরচে ফুট ম্যাসেজার, বডি ম্যাসেজার কিনতে পাওয়া যায়। যা মায়ের সারাদিনের ক্লান্তি দুর করে তার শরীর রিলাক্স করবে ও রক্ত সঞ্চালন বাড়াবে এবং ব্যথা দুর করবে।
10. শেষাংশ (Conclusion):
আসলে সত্যি বলতে মন থেকে চাইলে মনে হয় মাকে পৃথিবীর সব এনে দিই। কিন্তু তিনি যখন মুখের দিকে তাকিয়ে বলেন তুই/তুমি থাকলে আমার আর কিছু লাগেনা বাবা তখন মনে হয় পৃথিবীর সব ধন তার কাছে মূল্যহীন। তারমানে একমাত্র সন্তানই তার সবথেকে অমূল্য সম্পদ। তাই মাও আমাদের অমূল্য সম্পদ। অতএব তাকে সময় দিন। তাকে ভালবাসুন। তার জন্য মন থেকে যতটুকু সম্ভব করুন। তার মুখে সবসময় হাসি ফুটিয়ে তুলুন। আসন্ন মা দিবসে সকল মায়ের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
প্রশ্ন: মা দিবস কবে ? When is mother’s day?
উত্তর: ১২ মে (12 May 2023)
প্রশ্ন: মা দিবসে কি কি গিফ্ট দিতে পারি ? mother’s day 2023 gift ideas ?
সময়, রান্না, পছন্দের প্রসাধনী, বই, কাপড়, গ্যাজেট, কেক, ডায়রী, কলম, ইত্যাদি