সফ্টওয়ার টেনকোলজিতে বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। টেক জায়ান্ট গুগোলে নিজেদের যোগ্যতার বলে চাকরি বাগিয়ে নিজের তথা দেশের নাম উজ্জল করছে এমন তরুণদের সংখ্যা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই খাতায় নাম লেখালেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী এই এস. এম. ফারহান শাহরিয়ার শুভ (S.M. Farhan Shahriar Shuvo)। চলুন জেনে নিই তার সম্পর্কে বিস্তারিত..
সূচী:

এক নজরে এই এস. এম. ফারহানশাহরিয়ারশুভ (S.M. Farhan Shahriar Shuvo At A Glance):
পূর্ণ নাম (Full Name) | এস. এম. ফারহান শাহরিয়ার শুভ (S.M. Farhan Shahriar Shuvo) |
মাতা (S.M. Farhan Shahriar Shuvo mother) | জানা যায়নি |
পিতা (S.M. Farhan Shahriar Shuvo Father) | জানা যায়নি |
জেলা (S.M. Farhan Shahriar Shuvo district) | নেত্রকোনা (Netrokona) |
থানা (S.M. Farhan Shahriar Shuvo thana) | পূর্বধলা (Purvadhola) |
গ্রাম (S.M. Farhan Shahriar Shuvo village) | কালডোয়ার (Kaldoar) |
উচ্চতা (S.M. Farhan Shahriar Shuvo Height) আনুমানিক | ০৫ ফুট ০৬ ইঞ্চি (05 Feet 06 Inch) |
ওজন (S.M. Farhan Shahriar Shuvo Weight) আনুমানিক | ৬০ কেজি (60kg) |
বয়স (S.M. Farhan Sahriar Shuvo age) আনুমানিক | ২৪ বছর (24 Years) |
জাতীয়তা (S.M. Farhan Shahriar Shuvo Nationality) | বাংলাদেশী (Bangladeshi) |
পেশা (S.M. Farhan Shahriar Shuvo Occupation) | সফ্টওয়ার ইঞ্জিনিয়ার (Software Engineer) |
চোখের রং (S.M. Farhan Shahriar Shuvo eye color) | কালো (Black) |
চুলের রং (S.M. Farhan Shahriar Shuvo hair color) | কালো (Black) |
ধর্ম (S.M. Farhan Shahriar Shuvo religion) | ইসলাম (Islam) |
এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর পরিচয় (S.M. Farhan Shahriar Shuvo Identity):
এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর ডাক নাম “শুভ”। তার বাবা মায়ের নাম ভাই বোন বা তাদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। শুভ সম্পর্কে যতটুকু জানা যায় তার জন্ম আনুমানিক ১৯৯৯ সালে। সে অনুযায়ী তার বয়স ২৪ বছর । তার গ্রামের নাম কালডোয়ার। এটি বাংলাদেশের নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার অন্তর্গত।
এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর শিক্ষা (S.M. Farhan Shahriar Shuvo Education):
শুভ তার প্রথমিক শিক্ষা জন্মস্থান কালডোয়ার গ্রামের প্রাথমিক বিদ্যালয় হতেই সম্পন্ন করেন। তারপর তিনি ২০১৪ সালে পূর্বধলা জে এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৬ সালে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০১৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং ২০২২ সালে তিনি পড়াশুনা শেষ করেন।
আরো পড়ুন…
- তাইজুল ইসলাম: একজন প্রতিভাবান বাংলাদেশী ক্রিকেটার
- ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু: হিন্দু জাগরণ ও আধ্যাত্মিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
- ঢামেকের ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা: এক চাঞ্চল্যকর ঘটনা । papia akter sorna 2024
- বৈভব সূর্যবংশী: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা । Vaibhav Suryavanshi Rising star of Indian cricket
- নিঝুম মজুমদার-হারপিক মজুমদার কে ? কেন তাকে এই নামে ডাকা হয় ? Why is Nijhoom Majumder called Harpik Majumdar 2024?
শুভ এর গুগোলে চাকুরী পাবার পটভূমি (Behind The Story Getting Job Of S.M. Farhan Shahriar Shuvo):
দশম শ্রেনী থেকেই প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসা জন্ম নেয় ফারহান শাহরিয়ার শুভ (S.M. Farhan Sahriar Shuvo) এর। সেই অনুযায়ী একাদশ দ্বাদশ শ্রেনী অব্দি নিজেকে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার জন্য নিজেকে তৈরী করেন শুভ। তারপর ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন তিনি। আরো ভালোভাবে প্রোগ্রামিং শেখা শুরু হয় তার। বিভাগের শিক্ষক, বন্ধু বান্ধব এবং বড় ভাইদের মাধ্যমে নিজেকে গুগোলের মত প্রতিষ্ঠানে চাকরির জন্য যোগ্য করে গড়ে তোলেন নিজেকে। তারপর সেই কাঙ্খিত গুগোলে চাকরির জন্য ডাক পান তিনি। গুগোলের পোল্যান্ড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তবে জয়েন করবেন চলতি বছরের ২ অক্টোবর। গুগোলে চাকুরি পাবার আগে ইনোসিস সলিউশন নামক একটি প্রতিষ্ঠানেও চাকরি করেন শুভ।
শুভ এর পুরস্কার ও অর্জন (Prizes & Achivements Of S.M. Farhan Shahriar Shuvo):
গুগোলে চাকরি পাবার আগে ফারহান শাহরিয়ার শুভ (S.M. Farhan Shahriar Shuvo) এর রয়েছে ছোট ছোট অনেক অর্জন। তিনি ২০১৫ সালে IOI outsider team at National Collegiate Programming Contest (NCPC) এর কলেজ ক্যাটাগরি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। একই বছরে Bangladesh Informatics Olympiad ও বিজ্ঞান জয়োৎসব ইত্যাদি প্রতিযোগীতায় বিজয়ী হন এবং একই সালে আবারো Bangladesh Mathematical Olympiad এ ২য় স্থান অধিকার করেন। তারপর ২০১৬ সালে Bangladesh Physics Olympiad বিজয়ী হন। একই বছরে National High School Programming Contest এ ২য় স্থান অধিকার করেন। এরপর বর্তমানে ২০২৩ সালে তিনি গুগোলে চাকরির জন্য ডাক পান।
এই এস. এম. ফারহানশাহরিয়ারশুভ (S.M. Farhan Shahriar Shuvo) এর ফেসবুক লিংক:
গুগোলে এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর বেতন (Google Salary Of S.M. Farhan Shahriar Shuvo):
গুগোলের মত বড় প্রতিষ্ঠানে চাকরি পেলে প্রথমতই এই প্রশ্নটি মনে আসে আচ্ছা বেতন কত হবে ? গুগোলের স্টাফদের কয়েকটি লেভেলে ভাগ করে তাদের বেতন ভাগ করে দেওয়া আছে। দেখে নিন লেভেলটি:
লেভেলের নাম | বেসিক | সর্বমোট | টাকা (০১ ডলার = ১০৯ টাকা হিসেবে) |
L3 SWE II (নতুন) | $১৪৮০০০ | $১৮৯০০০ | ২০৬৬০৫৭২ |
L4 SWE III (একটু পুরাতন) | $১৭৮০০০ | $২৭৬০০০ | ৩০১৭০৯৯৫ |
L5 Senior SWE (সিনিয়র) | $২০৬০০০ | $৩৬৮০০০ | ৪০২২৭৯৯৩ |
L6 Staff SWE (স্টাফ) | $২৪০০০০ | $৪৭৪০০০ | ৫১৮১৫৪০৪ |
উপসংহার (Conclusion):
পরিশ্রম ও একাগ্রতা মানুষকে যোগ্য করে তোলে। আর যোগ্য মানুষেরাই পৃথিবীতে তার কাঙ্খিত মূল্যায়ণ পায়। তাই আমাদের সবার উচিত পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তোলা। এই এস. এম. ফারহান শাহরিয়ার শুভ (S.M. Farhan Shahriar Shuvo) এর জন্য রইলো অনেক শুভ কামনা। আশা করি তিনি কখনো বাংলাদেশের প্রয়োজনে দেশের হয়ে কাজ করবেন। তিনি এদেশের আরো শিক্ষার্থীকে তার জ্ঞান বিলিয়ে তার মত স্থানে নিয়ে যাবেন।
প্রশ্ন: এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর গ্রামের নাম কি ?
উত্তর: কালডোয়ার
প্রশ্ন: এস. এম. ফারহান শাহরিয়ার শুভ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ?
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর জেলার নাম কি ?
উত্তর: নেত্রকোণা
প্রশ্ন: গুগোলে ঢুকেই এস. এম. ফারহান শাহরিয়ার শুভ এর বেতন কত হবে ?
উত্তর: ২০০০০০০০ (প্রায় ০২ কোটি টাকার বেশি)