Devdatta Majhi biography । মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি জীবনবৃত্তান্ত ।

সূচনা (Introduction):

সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে বঙ্গ তনয়া। এ্যাথলেটিক্সে এশীয়-মঞ্চে সেরা ভারতীয় কে এই রেজওয়ানা মল্লিক হিনা, পর্বতারোহনে পিয়ালি বসাক এবারে মাধ্যমিকে প্রথম হল দেবদত্তা মাঝি (Devdatta Majhi biography)। যেন বাংলার হাল ধরেছে কেবল নারীরাই। এবারে মাধ্যমিক পরীক্ষা 2023 এ ৭০০ নম্বরের পরীক্ষায় দেবদত্তা পেয়েছেন ৬৯৭ নম্বর। তার নম্বরের শতাংশ ৯৯.৫৭ ।

চলুন জেনে নিই কে এই দেবদত্তা মাঝি ?

দেবদত্তার শারীরিক গঠন (Physical Structure Of Devdatta Majhi):

উচ্চতা (Height) আনুমানিক5 ফুট(Feet) 4 ইঞ্চি(Inch)
ওজন  (weight) আনুমানিক60 কেজি (KG)
চোখের রং (Eye color)কালো (Black)
চুলের রং (hair color)কালো (Black)
দেহের গড়ন (body structure)স্বাস্থ্যবতী (Healthy)
বয়স (Age)16 বছর
বৈবাহিক অবস্থা (Marrital Status)অবিবাহিত (Unmarried)
মোবাইল নং (Cell no)অজ্ঞাত
ইমেইল (Email)অজ্ঞাত
পেশা (Occupation)ছাত্রী (Student)
ধর্ম (Relign)হিন্দু (Hinduism)
জাতীয়তা (Nationality)ভারতীয় (Indian)

দেবদত্তার জন্ম, জন্মস্থান ও বয়স (Birth, Birth Place & Age Of Devdatta Majhi):

দেবদত্তার মাঝি (Devdatta Majhi) আনুমানিক 2007 সালে জন্মগ্রহণ করেন। সে অনুসারে তার বর্তমান বয়স আনুমানিক 16 বছর। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব-বর্ধমান জেলার কাটোয়া শহরের বিদ্যাসাগর পল্লিতে।

দেবদত্তার পিতা মাতা ও পরিবার (Parents Of Devdatta Majhi):

দেবদত্তার বাবার নাম জয়ন্ত মাঝি ও মায়ের নাম সেলি মাঝি । বাবা জয়ন্ত মাঝি কলেজের অধ্যাপক ও মা সেলি মাঝি কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের  শিক্ষিকা । এই স্কুলেই পঞ্চম শ্রেণী থেকে পড়াশোনা দেবদত্তার । ছোট থেকেই মেধাবী ছাত্রী বলে সুখ্যাতি আছে তার ।

নীচে আরো পড়ুন…

দেবদত্তার প্রথম হবার পটভূমি (The background of the first incarnation of Devdatta Majhi):

দেবদত্তা সূত্রে জানা যায়, তিনি দিনে ১০ থেকে ১২ ঘন্টা করে পড়াশুনা করতেন। প্রায় প্রত্যেক বিষয়ের জন্যই তার গৃহশিক্ষক ছিলেন। এছাড়াও মা বাবাও তার পড়াশুনায় সাহায্য করতেন। মায়ের কাছে ভৌত বিজ্ঞান দেখে দিতেন তিনি। তবে তার মোটেই ভোরে ওঠার অভ্যাস ছিলনা। তিনি সকাল  ০৮ টা নাগাদ ঘুম থেকে উঠতেন। তবে ভোরে না উঠতে পারলেও অনেক রাত অব্দি পড়তেন তিনি। তাঁর ইচ্ছা তিনি আইআইটিতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হতে চান।

দেবদত্ত মাঝি marksheet:

বিষয়প্রাপ্ত নম্বর
গণিত১০০
ভৌতবিজ্ঞান১০০
পদার্থবিজ্ঞান১০০
ইংরেজী১০০
ভুগোল১০০
বাংলা৯৮
ইতিহাস৯৯
দেবদত্তা ছাড়াও যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়াও প্রথম দশে রয়েছে ১৬টি জেলার ১১৮ জন। এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায়  ০৭ লক্ষ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে।

নীচে আরো পড়ুন…

দেবদত্তার পুরস্কার ও রেকর্ড (Prizes & Records Of Devdatta Majhi):

ছোটবেলা থেকেই পড়ুয়া হিসেবে খ্যাতি রযেছে দেবদত্তার। পড়তে বসার কথা আলাদা করে কখনো বলতে হয়নি তাকে। এবারে 2023 সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিকে 700 নম্বরের মধ্যে সর্বোচ্চ 697 পেয়ে প্রথম হয়েছেন তিনি।

দেবত্তার শখ (Hobbies Of Devdatta Majhi):

পড়াশোনার মধ্যে গণিত তার প্রিয় বিষয়। এবাদেও পড়ার ফাঁকে সময় করে তিনি বেহালাও বাজান। ক্রিকেটও তার বেশ প্রিয় বলে জানা যায়।

উপসংহার (Conclusion):

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতী। সঠিকভাবে পরিশ্রম করলে ফল আসবেই এতে সন্দেহ নেই। দেবত্তার আজকের এই সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম। সেজন্যই আজ সে সফলতার মুখ দেখেছে। আমরা চাই তার যেন আইআইটিতে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ার হবার অভিলাস পূর্ণ হয় । তার জন্য অনেক শুভকামনা রইলো।

দেবতত্তার ফেসবুক লিংক:

পাওয়া যায়নি।

দেবদত্তা মাঝির নম্বর ? (Mark Of Devdatta Majhi?)

৭০০ নম্বরের পরীক্ষায় দেবদত্তা পেয়েছেন ৬৯৭ নম্বর। তার নম্বরের শতাংশ ৯৯.৫৭ ।

দেবদত্তা মাঝির স্কুল ? (School Of Devdatta Majhi?)

পূর্ব-বর্ধমানের কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল

দেবদত্তার বাবা মা ? (Parents Of Devdatta Majhi?)

দেবদত্তার বাবার নাম জয়ন্ত মাঝি ও মায়ের নাম সেলি মাঝি । তার বাবা মা দুজনেই শিক্ষকতা করেন।

দেবদত্তা মাঝির শখ (Hobbies Of Dedatta Majhi?)

প্রিয় বিষয় গণিত ও শখ বেহালা বাজানো।

© whoisviralbd.com 2025 All Rights Reserved.