All info of barrister syed sayedul haque suman । ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর সব তথ্য একসাথে

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যিনি ব্যারিস্টার সুমন (barrister syed sayedul haque suman) নামেই সুপরিচিত। একজন নবীণ, আদর্শবান, চরিত্রবান, জনদরদী রাজনীতিবিদ ও পেশায় সুপ্রীম কোর্টের আইনজীবি। চলুন জেনে নিই তার সম্পর্কে আরো বিষয়যাদি…..

barrister syed sayedul haque suman
barrister syed sayedul haque suman

একনজরে ব্যারিস্টার সুমন (barrister syed sayedul haque suman)

পূর্ণ নামসৈয়দ সায়েদুল হক সুমন
ডাকনামব্যারিস্টার সুমন (barrister suman)
পিতামৃত: সৈয়দ এরশাদ আলী
মাতাআম্বিয়া বেগম চৌধুরী
স্ত্রীশাম্মী আক্তার
সন্তান০২ টি (০১ টি ছেলে ও ০১ টি মেয়ে)
জন্ম তারিখ৩ সেপ্টেম্বর ১৯৭৯ সাল
ফেসবুক নামBarrister Syed Sayedul Haque Suman
ব্যারিস্টার সুমন এর বাড়ি কইসিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে
পেশাআইনজীবি, রাজনীতি
নির্বাচনী এলাকা নং২৪২
আসনের নাম ও নম্বরহবিগঞ্জ-৪
প্রার্থীস্বতন্ত্র
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি
ওজন৬৫ কেজি
বয়স৪৫+
ব্যারিস্টার সুমন ফেসবুক পেজ লিংকক্লিক করুন
ইনস্টাগ্রাম লিংকক্লিক করুন
টিকটক লিংকক্লিক করুন
ইউটিউব লিংকক্লিক করুন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফোন নাম্বার
(barrister syed sayedul haque suman contact number)
+8801305-252141
ইমেইল barissternews24@gmail.com
ওয়েবসাইট লিংকজানা যায়নি
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চেম্বারজানা যায়নি

ব্যারিস্টার সুমন এর পরিচয়

৩ সেপ্টেম্বর ১৯৭৯ সালে জনাব সৈয়দ এরশাদ আলী এবং আম্বিয়া বেগম চৌধুরী দম্পতির কোল আলো করে জন্মগ্রহণ করেন সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। তার জন্মস্থান বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে। তার পিতা ছিলেন একজন ব্যবসায়ী ও মা গৃহীনি। পরিবারের ৬ সন্তানের মধ্যে সুমন সবার ছোট।

barrister suman
barrister suman

ব্যারিস্টার সুমন একজন বিবাহিত মানুষ। তার স্ত্রীর নাম শাম্মী আক্তার। তাদের ০২ টি সন্তান ০১ টি ছেলে ও ০১ টি মেয়ে রয়েছে। তার স্ত্রী সন্তান সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। সুমন মাঝে মাঝে তাদের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যাওয়া আসা করেন।

আরো পড়ুন:

Who is this Peya Jannatul? । কে এই পিয়া জান্নাতুল? ব্যারিস্টার সুমনের সাথে তার কি সম্পর্ক জানেন ?

শিক্ষাজীবন

শিক্ষাজীবনের শুরুতে সুমন তার গ্রাম পীরবাজার গ্রামেই স্থানীয় একটি কেজি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর তিনি দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় সংক্ষেপে (ডিসিপি হাইস্কুল) থেকে মাধ্যমিক পড়াশুনা শেষ করেন। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাশ করে ইংল্যান্ডে লন্ডন বিশ্ববিদ্যালয়ে (আইন বিষয়ে) ব্যারিস্টারি পড়াশুনা শেষ করেন।

কর্মজীবন

সায়েদুল হক সুমন সুপ্রীম কোর্টের আইনজীবি হিসেবে ঢাকায় তার কর্মজীবন শুরু করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবেও নিযুক্ত ছিলেন। তবে ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করেন।

রাজনৈতিক জীবন

ছোটবেলা থেকেই সুমন মানুষের সেবার ব্রত নিয়ে বড় হন। তিনি সবসময়ই ছিলেন অন্যায়ের বিপক্ষে। আদর্শে তিনি আওয়ামীলীগের রাজনীতি করেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তিনি স্বক্রিয় রাজনীতি শুরু করেন। এরপর যুবলীগের আইন বিষয়ক সম্পাদকও ছিলেন। এরপর তাকে সে পদ থেকে অপসারণ করা হয়। পরে তিনি আওয়ামীলীগের মনোনয়ন চাইলেও তাকে দেয়া হয়নি। কিন্তু যার মনে দেশপ্রেম ও মানুষ সেবার ব্রত থাকে তার জনসেবা করতে কোন ব্যানার, সাইনবোর্ড বা দলের প্রয়োজন হয়না।

জননেতা নির্বাচিত হবার আগে তিনি তার আশেপাশের নানা বিষয় নিয়ে ফেসবুক লাইভ করে সমস্যাগুলোকে সরকারের সামনে আনেন ও সমাধান করা শুরু করেন। তিনি নিজ খরচে স্বউদ্যোগে বিভিন্ন স্থানে নানা রকম উন্নয়ন ও জনসেবামূলক কাজ করতে থাকেন। নিজ এলাকার ফুটবল খেলার উন্নয়নে বিভিন্ন স্থানের ক্লাবগুলোকে সচল করে আন্ত:জেলা/উপজেলা/গ্রাম ফুটবল ম্যাচের আয়োজন করেন।

এভাবে তরুণ ও প্রবীণ জনগোষ্ঠীর প্রিয় সর্বপরী আদর্শ হিসেবে আবির্ভূত হন সুমন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নিজ এলাকা হবিগঞ্জ-৪ আসন হতে নির্বাচন করেন ও প্রায় ০১ লক্ষ ভোটের বিপরীতে বিজয় লাভ করেন। যা ঐ নির্বাচনী এলাকায় এর আগে এত বিপুল ভোটের ব্যবধানে কেও বিজয় লাভ করেনি। তিনি ১০ জানুয়ারি ২০২৪ইং হতে বর্তমান পর্যন্ত সংসদ সদস্য হিসেবে কর্মরত আছেন।

নবীণদের আদর্শ সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নবীণদের রাজনীতির আদর্শ একথা অকপটে বলা যায়। যেখানে টাকার বিনিময়ে মনোনয়ন কিনে অথবা দলীয় বিভিন্ন নেতাদের পা চেটে, নোংরামি করে নির্বাচনের ১-২ মাস আগে জ্বীনের মত যেসব কতিপয় নেতা হাজির হন বা সংসদ সদস্যপদ লাভ করেন তাদেরকে জনাব সুমন দেখিয়ে দিলেন যে আসলে কিভাবে মানুষের মনে জায়গা করে নিয়ে নির্বাচনে বড় বিজয় অর্জন করা যায়। তার সদস্যপদ লাভের পর তার এলাকার বহু নবীন কিশোর-যুবক আজ তার মতকরে রাজনীতি করতে উৎসাহ পাচ্ছেন। যেখানে দেশের বেশিরভাগ শিক্ষিত যুুবক রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদের জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এক আদর্শের নাম। তার কাজে উদ্বুদ্ধ হয়ে আজ দেশের অন্যান্য নির্বাচনী আসনের জনগণ নিজেদের এলাকায় তার মত এমপি/নেতা পাওয়ার প্রার্থনা করেন।

দেশের সকল নির্বাচনী আসনে, নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সকল পদে তার মতন রাজনীতিক আসুক এটাই আমাদের কাম্য।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফোন নাম্বার কি ?

+8801305-252141

ব্যারিস্টার সুমন এর বাড়ি কই ?

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে

ব্যারিস্টার সুমন ফেসবুক আইডি ?

https://www.facebook.com/p/Barrister-Syed-Sayedul-Haque-Suman-100045045016115/

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চেম্বার ?

জানা যায়নি