সূচনা(Introduction):
বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবির, বিশেষত খল চরিত্রের অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) 60 বছর বয়সে আবার বিয়ে করে নতুন ভাবে আলোচনায় আসলেন। এর আগে আশিষ বিদ্যার্থীর প্রথম স্ত্রী ছিলেন আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা (Ashish Vidyarthi First Wife) রাজশী বড়ুয়া (rajoshi barua)। প্রথম পক্ষের তাদের একটি সন্তান আছে যার নাম অর্থ বড়ুয়া (Artho Barua)। তবে প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া (rajoshi barua) এর সাথে তার ডিভোর্স হয়ে যায়। তারপর গত ২৫ মে 2023 ইং রুপালি বড়ুয়া (Rupali Barua) নামের একজন আত্মনির্ভর ফ্যাশন ডিজাইনার মহিলাকে (ashish vidyarthi new wife) আবার বিয়ে করেন এই খল অভিনেতা। চলুন জেনে নিই আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)এর ২য় স্ত্রী কে এই রুপালি বড়ুয়া ?
রুপালি বড়ুয়া জীবনবৃত্তান্ত একনজরে (Rupali Barua age biography at a glance):
উচ্চতা (Height) আনুমানিক | ৫ ফুট 6 ইঞ্চি ( |
ওজন (weight) আনুমানিক | ৬০ কেজি (60 kg) |
চোখের রং (Eye color) | বাদামী (Brown) |
চুলের রং (hair color) | কালো (Black) |
দেহের গড়ন (body structure) | লম্বা (Tall) |
বয়স (Age) | ৫০ বছর (50 Years) |
আর্থিক অবস্থা (Marrital Status) | স্বনির্ভর (Self Dependent) |
মোবাইল নং (Cell no) | প্রযোজ্য নয় (Not Applicable) |
ইমেইল (Email) | প্রযোজ্য নয় (Not Applicable) |
পেশা (Occupation) | ব্যবসা (Business) |
ধর্ম (Relign) | হিন্দু (Hinduism) |
জাতীয়তা (Nationality) | ভারতীয় (Indian) |
রুপালি বড়ুয়া জন্ম, জন্মস্থান, বয়স, পিতা, মাতা ও পরিবার (Rupali Barua Birth, Birthplace, age, Father, Mother, brother, Family ):
রুপালী বড়ুয়া (Rupali Barua) জন্ম আনুমানিক 21 এপ্রিল 1973 সালের দিকে। তিনি উত্তর-পূর্ব ভারতের আসামের বৃহত্তম শহর এবং উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মহানগর গুয়াহাটি নামক স্থানে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের বাসিন্দাও বটে। তিনি সেখানে বার্মিংহাম নামক স্থানে থাকেন বলে জানা যায়। জন্মসাল অনুযায়ী তার বয়স প্রায় ৫০ বছর। তার পিতার নাম অম্বিকা বড়ুয়া। তার মায়ের নাম (rupali barua mother name) জানা যায়না। তার পরিবারের (Family) আরো সদস্য রয়েছেন। তারা দুই বোন ও তিন ভাই। তার আরেকটি বোনের নাম মেঘালি বিএল (Meghali B L)। এছাড়াও তার আরো তিন ভায়ের নাম যথাক্রমে: চিরন (Chiron Kakati), সাগর (Sagar Borkakoty), আদিত্য (Aditya Barkataky)।
আরো পড়ুন….
- তাইজুল ইসলাম: একজন প্রতিভাবান বাংলাদেশী ক্রিকেটার
- ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু: হিন্দু জাগরণ ও আধ্যাত্মিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
- ঢামেকের ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা: এক চাঞ্চল্যকর ঘটনা । papia akter sorna 2024
- বৈভব সূর্যবংশী: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা । Vaibhav Suryavanshi Rising star of Indian cricket
- নিঝুম মজুমদার-হারপিক মজুমদার কে ? কেন তাকে এই নামে ডাকা হয় ? Why is Nijhoom Majumder called Harpik Majumdar 2024?
রুপালি বড়ুয়ার পেশা (Rupali Barua Occupation):
আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) এর সাথে বিয়ে হবার পর রুপালী বড়ুয়া (Rupali Barua) বেশি পরিচিত হলেও তার নিজস্ব পরিচয় আছে। তিনি একজন উদ্যোক্তা। রিল ওয়েভ কালেকশন (Reel Weave Collection) নামে তার নিজস্ব একটি অনলাইন ব্যবসা রয়েছে যেখানে তিনি বিভিন্ন রকম পণ্য বিক্রয় করে আয় করে থাকেন। কোলকাতায় তার “NAMEG store’’ নামে একটি কাপড়ের দোকান আছে। অর্থাৎ তিনি একজন আত্মনির্ভরশীল মহিলা। তিনি একজন ফ্যাশন ডিজাইনারও বটে।
রুপালি বড়ুয়ার বিবাহ জীবন (Rupali Barua husband):
আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) এর সাথে বিয়ে হবার আগে রুপালী বড়ুয়া (Rupali Barua) এর প্রথম বিয়ে হয়েছিল একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তারের সঙ্গে। যার নাম মিতম বড়ুয়া (Mitam Barooah)। (rupali barua ex husband) মিতম ছিলেন রুপালির প্রথম স্বামী (rupali barua first husband name) । রুপালির সে পক্ষের একটি মেয়েও আছে। মিতন বড়ুয়া মারা যাবার পরে তিনি ভারতের কোলকাতায় এসে বসবাস শুরু করেন। দীর্ঘদিন একা থাকার পর গত ২৫ মে 2023 ইং তিনি আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) নামক একজন বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবির, বিশেষত খল চরিত্রের অভিনেতাকে বিয়ে করেন। এই খল অভিনেতারও প্রথম বিয়ে হয়েছিল রাজশী বড়ুয়া (rajoshi barua) নামক একজন অভিনেত্রীর সাথে। প্রথম পক্ষের তাদের একটি সন্তানও আছে যার নাম অর্থ বড়ুয়া (Artho Barua)। তবে বর্তমানে রুপালী বড়ুয়া ও আশিস বিদ্যার্থী একসঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
রুপালি বড়ুয়ার শিক্ষাজীবন (Rupali Baua Education):
জন্মসূত্রে গুয়াহাটির মেয়ে রুপালি বড়ুয়ার শিক্ষা জীবন শুরু হয় গুয়াহাটিতেই। তিনি তার প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত গুয়াহাটিতেই লেখাপড়া করেন। তিনি মাধ্যমিক পাশ করেন সেন্ট মেরি হাই স্কুল থেকে (St. Mary’s High School)। এরপর এন্থ্রোপজি (Anthropology) নিয়ে স্নাতক পাশ করেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় (Gauhati University) থেকে। এরপর তিনি গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয় থেকেও ফ্যাশন ডিজাইনিং এ ডিগ্রী অর্জন করেন।
রুপালি বড়ুয়া ব্যবসা জীবন (Rupali Barua Business life):
খুব সম্ভবত গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে রুপালি বিয়ে করে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়ে রিল ওয়েভ কালেকশন (Reel Weave Collection) নামে একটি নিজস্ব ব্রান্ড বা ব্যবসা গড়ে তোলেন। 2016 সালে এটি লিমিটেড কোম্পনী হিসেবেও প্রতিষ্ঠিত হয়। এরপর তার প্রথম স্বামী মারা গেলে তিনি কোলকাতায় চলে আসেন এবং সেখানে “NAMEG store’’ নামে একটি কাপড়ের দোকান গড়ে তোলেন এবং কোলকাতায় বসবাস শুরু করেন। তিনি এসবের পাশাপাশি “Cafe Na-Ru-Meg” নামে একটি কফি শপেরও মালিক।
রুপালি বড়ুয়ার শখ (Rupali Barua Hobbies):
গান করা ও ভ্রমণ করা রুপালি বড়ুয়ার একটি বড় শখ। সুযোগ পেলেই তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। মনের সুখে গান করেন। খুব হাসিখুশি থাকতে ভালোবাসেন তিনি। তার ইন্সটাগ্রাম একাউন্টে তিনি তার বিভিন্ন সুখানুভূতি মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে থাকেন। যেমন: তিনি তার মেয়ের সাথে একসাথে গান করেন, কোন অনুষ্ঠানে গিয়ে নাচ করেন ইত্যাদি। তিনি নিজেই তার কাপড়ের দোকানের মডেল। তার দোকানের শাড়ির বিজ্ঞাপনে তিনি নিজেই মডেল হিসেবে আবির্ভূত হন। তিনি শাড়ি পরতে স্বাচ্ছন্দ বোধ করেন। আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) এর সাথে বিয়ে হবার দিনেও তাকে শাড়ি পরিহিত অবস্থাতেই দেখা যায়।
উপসংহার (Conclusion):
প্রথম বিবাহিত জীবনের পর আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) ও রুপালী বড়ুয়া (Rupali Barua) দুজনেই একা ছিলেন। এরপর তারা দুজন দুজনার কাছে আসেন, ভালোবাসেন। তাদের নব জীবনের এই সূচনায় একাকিত্ব ঘুচে গিয়ে তাদের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে এই শুভকামনা সবসময়।
আশিস/আশিষ বিদ্যার্থীর দ্বিতীয় স্ত্রীর নাম কি ? (Ashish Vidyarthi second Wife Name)
রুপালি বড়ুয়া (Rupali Barua)
আশিস/আশিষ বিদ্যার্থীর প্রথম স্ত্রীর নাম ? (Ashish Vidyarthi First Wife?)
রাজশী বড়ুয়া (rajoshi barua)
আশিস বিদ্যার্থীর বয়স ? (ashish vidyarthi age?)
৬০ বছর (60 Years)
আশিস বিদ্যার্থীর পেজসমূহ:
ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম, টুইটার
রুপালি বড়ুয়ার পেজসমূহ: