সূচী:
ভালোবেসে মানুষ কত কিছুই না করতে পারে ! কেও ৬০ বছর বয়সে এভারেস্ট চুড়ায় ওঠে আবার কেও তাজমহল বানায়। ভালোবাসা করাতে পারেনা এমন কাজ পৃথিবীতে নেই। মা কে ভালোবেসে ২য় তাজমহল (2nd Taj Mahal) বানিয়ে তেমনই আরেক উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করলো ভারতের তামিল নাড্ডুর অমরউদ্দিন শেখ দাউদ (Amaruddin Sheikh Dawood) নামক এক ব্যবসায়ী। চলুন জেনে নিই তার ও তার দৃষ্টান্ত সম্পর্কে বিস্তারিত…

একনজরে অমরউদ্দিন শেখ দাউদ (Amaruddin Sheikh Dawood at a glance):
পূর্ণ নাম (Full Name) | অমরউদ্দিন শেখ দাউদ (Amaruddin Sheikh Dawood) |
মাতা (Amaruddin Sheikh Dawood mother) | জিলানি বিবি (Jilani Bibi) |
পিতা (Amaruddin Sheikh Dawood Father) | আব্দুল কাদের (Abdul Kader) |
রাজ্য (Amaruddin Sheikh Dawood State) | তামিলনাড্ডু (Tamilnaddu) |
জেলা (Amaruddin Sheikh Dawood district) | তিরুভারুর (Tiruvarur) |
থানা (Amaruddin Sheikh Dawood thana) | তিরুভারুর (Tiruvarur) |
গ্রাম (Amaruddin Sheikh Dawood village) | আম্মাইয়াপ্পন (Ammayyappan) |
উচ্চতা (Amaruddin Sheikh Dawood Height) আনুমানিক | ০৫ ফুট ০৬ ইঞ্চি (05 feet 06 Inch) |
ওজন (Amaruddin Sheikh Dawood Weight) আনুমানিক | ৬০ কেজি (60kg) |
বয়স (Amaruddin Sheikh Dawood age) আনুমানিক | ৪৫ বছর (45 Years) |
জাতীয়তা (Amaruddin Sheikh Dawood Nationality) | ভারতীয় (Indian) |
পেশা (Amaruddin Sheikh Dawood Occupation) | ব্যবসা (Business) |
চোখের রং (Amaruddin Sheikh Dawood eye color) | কালো (Black) |
চুলের রং (Amaruddin Sheikh Dawood hair color) | কালো (Black) |
ধর্ম (Amaruddin Sheikh Dawood religion) | ইসলাম (Islam) |
- তাইজুল ইসলাম: একজন প্রতিভাবান বাংলাদেশী ক্রিকেটার
- ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু: হিন্দু জাগরণ ও আধ্যাত্মিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
- ঢামেকের ভুয়া চিকিৎসক পাপিয়া আক্তার স্বর্ণা: এক চাঞ্চল্যকর ঘটনা । papia akter sorna 2024
- বৈভব সূর্যবংশী: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা । Vaibhav Suryavanshi Rising star of Indian cricket
- নিঝুম মজুমদার-হারপিক মজুমদার কে ? কেন তাকে এই নামে ডাকা হয় ? Why is Nijhoom Majumder called Harpik Majumdar 2024?
কি এই ২য় তাজমহল (What The 2nd Taj Mahal Is):

মূলত এটি একটি মসজিদ ও মাদ্রসা। এখানে প্রায় ১০ জনের থাকারও ব্যবস্থা আছে। সম্রাট শাহ জাহানের বানানো তাজমহলের আদলে তৈরী এই মসজিদ যার নামকরণ করা হয়েছে ২য় তাজমহল (2nd Taj Mahal) নামে। এটির স্খপতি তিরুচিরাপল্লী নামক একজন ইঞ্জিনিয়ার। এটি ভারতের তামিলনাড্ডু রাজ্যের তিরুভারুর জেলার আম্মাইয়াপ্পন গ্রামে অবস্থিত।
২য় তাজমহল বানানোর পটভূমি (Behind the story making 2nd Taj Mahal):
তামিলনাড্ডুর এক প্রত্যন্ত গ্রাম আম্মাইয়াপ্পন-এ অভাবের সংসারে ১৯৭৮ সালের দিকে জন্ম ব্যবসায়ী অমরউদ্দিন শেখ দাউদ এর। তার পিতার নাম আব্দুল কাদের ও মায়ের নাম জিলানী বিবি। অমরউদ্দিনের আরো ০৪ টি বোন রয়েছে। অমরউদ্দিনের জন্মের ১১ বছর বয়সেই ১৯৮৯ সালে পিতা আব্দুল কাদের একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তখন স্ত্রী জিলানী বিবির বয়স ছিল ৩০ বছর। তিনি দ্বিতীয় বিয়ে না করে তার সন্তানদের মানুষ করার সিদ্ধান্ত নেন। তারপর থেকে জিলানী বিবি একটি হার্ডওয়্যারের দোকান চালিয়ে অমরউদ্দিন সহ তার চার মেয়েকে মানুষ করেন। অবশেষে ২০২০ সালে বার্ধক্যজনিত কারণে জিলানী বিবি মারা যান। কিন্তু ছেলে অমরউদ্দিন কিছুতেই তা মেনে নিতে পারেননি। তিনি মনে করেন তার মা এখনো তাদের সাথে আছেন। তাই মায়ের স্মৃতি কে অক্ষয় করে রাখার জন্য তিনি তাজ মহলের আদলে ২য় তাজমহল বানানোর সিদ্ধান্ত নেন ২০২১ সালের জুন মাসে। দীর্ঘ ০২ বছরের বেশি সময় প্রায় ২০০ শ্রমিক ও ০৫ কোটি রুপির বিনিময়ে ৮০০০ স্কয়ার ফিট জয়গায় তৈরী করা হয় এই ২য় তাজমহল (2nd Taj Mahal) নামক মসজিদটি। মসজিদটি এবছর অর্থাৎ জুন/২০২৩ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে মাদ্রাসার মত ১০ জনের থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রশ্ন: মায়ের নামে ২য় তাজমহল বানালেন কে ?
উত্তর: অমরউদ্দিন শেখ দাউদ (Amaruddin Sheikh Dawood)
প্রশ্ন: অমরউদ্দিন শেখ দাউদ এর মায়ের নাম কি?
উত্তর: জিলানী বিবি (Jilani Bibi)
প্রশ্ন: অমরউদ্দিন শেখ দাউদ এর বাড়ি ?
উত্তর: তামিলনাড্ডু (Tmilnaddu)
প্রশ্ন: ২য় তাজমহল কোথায় অবস্থিত ?
উত্তর: তামিলনাড্ডু রাজ্যের, তিরুভারুর জেলার, আম্মাইয়াপ্পন গ্রামে।