সম্প্রতি অন্তবর্তীকালীন ড. মো: ইউনুস সরকার কে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ হতে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) নামে একজন মহিলা বিসিএস কর্মকর্তাকে। চলুন জেনে নিই তাপসী তাবাসসুম উর্মি । tapashee tabassum urmi । কে ? কি তার রাজনৈতিক পরিচয়? ঠিকানা কি? মোবাইল নং ? ইমেইল ? সহ আরও বিস্তারিত….
সূচী:
তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) ছবি:
একনজরে:
পূর্ণ নাম | তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) |
পদের নাম | সহকারী কমিশনার (জে এম শাখা, ট্রেজারী শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। |
দায়িত্বরত জেলা | লালমনিরহাট |
বিসিএস ব্যাচ | ৪০ |
মোবাইল নং | ০১৭৯৮৮৫৫৩৩৭ |
ইমেইল | tapashee.tabassum@gmail.com |
ঠিকানা | জানা যায়নি |
ফেসবুক লিংক | ক্লিক করুন |
রাজনৈতি পরিচয় | আওয়ামীলীগ |
কেন তাপসী কে ওএসডি করা হল ?
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন উর্মি। তিনি পোষ্টে লিখেন:
"সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
সরকারী কর্মকর্তাদের ওএসডি অর্থ কি ?
ওএসডি বলতে দায়িত্ব হীন কর্মকর্তাকে বুঝানো হয়, তিনি হতে পারেন কোন পদায়নের জন্য অপেক্ষমাণ বা অপরাধের দায়ে বহিষ্কৃত বা দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত। এ ধরনের কর্মকর্তাদের সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিদিন হাজির দিয়ে, নির্দিষ্ট জায়গায় বসে দাপ্তরিক সময় পার করত হয়। কর্মকর্তারা বেতন, ভাতা, গাড়িসহ সব ধরনের সরকারি সুবিধাই পান। পান না শুধু দায়িত্ব। তাই তাদের অফিসের নির্দিষ্ট সময়ে সচিবালয়ে এসে হাজিরা দিতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এদের বসতে হয় লাইব্রেরিতে। লাইব্রেরিই তাদের অফিস কক্ষ। কেউ যদি কোনও ওএসডি কর্মকর্তাকে খুঁজতে সচিবালয়ে আসেন তাহলে তাকে সচিবালয়ের লাইব্রেরিতে আসতে হবে, বা কোনও ক্যান্টিনে। যা একজন প্রথম শ্রেনীর কর্মকর্তার জন্য খুবই লজ্জা ও অপমানের।
আরও পড়ুন:
- বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের জীবনী- সফলতা, অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা । Biography of Bangladesh Football Federation (BAFF) President Tabith Awal 2024
- রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ বিস্তারিত । royal enfield bike bangladesh details 2024
- তাপসী তাবাসসুম উর্মি । tapashee tabassum urmi । কে ? রাজনৈতিক পরিচয়? ঠিকানা? মোবাইল নং ? ইমেইল ?
- রবীন্দ্রনাথ বাংলাদেশ নিয়ে কিভাবে জাতীয় সঙ্গীত লিখলেন? জাতীয় সঙ্গীতের মা শব্দটি কালী/দূর্গা কিনা? How did Rabindranath write the national anthem of Bangladesh? Is the word maa means Kali/Durga of the national anthem?
- কি মোবাইল কিনবো ? 2024 সালে মোবাইল কেনার আগে যা জানা দরকার ?
মেজিস্ট্রেট উর্মি পোষ্ট করে কোন আইন অমান্য করলেন ?
সরকারি চাকরিজীবীদেরকে ৭৯–এর কন্ডাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হয়। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেখানে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে ইফেক্ট করতে পারে, এটা ২৩ এর এ তে আছে।
তাপসী উর্মির রাজনৈতিক পরিচয়?
সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) এর ফেসবুক ও বিভিন্ন প্রকাশিত দৈনিক পত্রিকার খবর থেকে জানা যায় তিনি আওয়ামীলীগ এর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী।
তার ফেসবুক আইডিতে এরকম বহু ছবি রয়েছে যাতে প্রতীয়মান হয় তার রাজনৈতিক মতাদর্শ। আলোচিত পোষ্ট ছাড়াও তিনি অন্তবর্তী সরকার বিরোধী আরও বহু পোষ্ট করেন বলে জানা যায়।
বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলেন উর্মি:
এ ঘটনার প্রতিক্রিয়ায় ঊর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে না-ও থাকতাম, আমি সেইম কথাটা বলতাম।…আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না। এটা সম্ভব না। যখন যেই গভর্নমেন্ট আসবে, দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, আমি হ্যাঁ হ্যাঁ করবো, এটা হিপোক্রেসি। দুইটা কন্ট্রাডিক্টরি মতে একমত পোষণ করা, এটা হিপোক্রেসি।
নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি উল্লেখ করে উর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, আমি তার বিপক্ষে কথা বলবো।
কীভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন, জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখবো, আমার দেশের ওপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত, সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্র্যাংকলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি।
উর্মি আরও বলেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের ওপর। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি ত্রিশ লক্ষ শহীদ ফিরে আসবে? চেতনা বিক্রি, ‘গণহত্যা’ এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগুলো তো প্রুভ্ড না। কিন্তু যেটা মীমাংসিত সত্য, সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না।
তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) কে ?
উত্তর: লালমনিরহাট জেলার অপসারিত সহকারী কমিশনার (জে এম শাখা, ট্রেজারী শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) এর মোবাইল নং ?
০১৭৯৮৮৫৫৩৩৭
তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) এর ইমেইল ?
tapashee.tabassum@gmail.com
তাপসী তাবাসসুম উর্মি (tapashee tabassum urmi) এর ফেসবুক পেজ লিংক?
https://www.facebook.com/profile.php?id=61563309514526